নতুন বই পাওয়ার অনুভূতি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

নতুন বই পাওয়ার অনুভূতি

20230101_112931.jpg

বরাবরের মতো আজ আমি আমাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো বাচ্চাদের নতুন বই পাওয়ার অনুভূতি । আমার বড় মেয়ে এবার ক্লাস থ্রিতে উঠেছে। মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। টু থেকে থ্রিতে উঠেছে তৃতীয় হয়ে।সবাই ওর জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে।গতকাল নতুন বই পেয়েছে,নতুন বই পেয়ে সে অনেক খুশি।তবে তার তুলনায় বই গুলো বেশি হয়েগেছে। কারণ সে খাওয়া দাওয়া মোটে কালে করতে চায় না।সে অনুযায়ী মনে হয় একটু পড়াশোনার চাপ বেশি পড়বে।যাইহোক বছরের শুরু, আশাকরি আল্লাহ রহমতে ও আপনাদের দোয়ায় পেরে যাবে।তো চলুন শুরু করি আজকের পোস্ট।

20230101_105953.jpg

20230101_105940.jpg

20230101_112503.jpg

20230101_111540.jpg

আমরা স্কুলে গিয়েছিলাম বেলা ১১ টার সময়। আসলে টিচাররা বলেছিল বই দেবে ১২ টায়। কারণ শীতের সময় সকালে সব বাচ্চারা তারাতারি আসতে পারবে না তার জন্য। যাইহোক আমরা ১১ টার সময় যেয়ে দেখি অনেক লোকজন এসে গেছে।তবে আরো এক ঘন্টা অপেক্ষা করতে হবে তাই আমি মেয়েকে রেখে চলে আসবো।কিন্তু আমার মেয়ে আমাকে কিছুতেই আসতে দেবে না।তারপর ম্যাডামরা বলল তাহলে তুমি ও চলে যাও আমরা তোমার আব্বুর কাছে বই পাঠিয়ে দেব। সে তাও আসবে না,কারণ তার বই সে নিজেই নেবে, সাথে আমাকে থাকতে হবে। এভাবে আধাঘন্টা পার হয়ে গেল আমি বলল তাহলে অনেকেই এসেছে এখন বই দিয়ে দিতে পারেন। তখন প্রধান শিক্ষক বলল আসলে ভাবি আমাদের সভাপতি না আসলে আমরা দিতে পারবো না।সভাপতি হচ্ছে আবার আমার হাসবেন্ড, তারপর তাকে ফোন দিলাম, সে বলল দুই মিনিটের মধ্যে আসছে।যাইহোক কিছু ক্ষণের মধ্যে চলে আসলো সভাপতি ও এলাকার গণ্যমান কয়েক জন।তারপর ম্যাডামরা সবাই মিলে বই গুলো রেডি করছে।

20221229_121231.jpg

20230101_111800.jpg

20230101_111829.jpg

এখন একজন ম্যাডাম সকল বাচ্চাদের ক্লাস অনুযায়ী লাইন দাঁড়াতে বলল।তারপর একজন ম্যাডাম বলল ড্রেস ছাড়া বাচ্চাদের বই দেওয়া হবে না।আসলে শীতের সময় তাই অনেক বাচ্চা ড্রেস ছাড়া এসেছে। আমার মেয়ে অনেক ভয় পেল, সে তো ড্রেস পড়ে আসেনি তাহলে কি হবে।আমি বললাম সমস্যা নেই বই দেবে। তারপর ম্যাডাম টুর বাচ্চাদের আগে বই দেবে।টুতে যারা নতুন উঠল তাদেরকে ১ রোল থেকে ডাকা শুরু করলো। এভাবে সব বাচ্চাদেরকে এক এক করে সই নিয়ে নিল।সব বাচ্চাদের সই নেওয়া শেষ হলে বই দেবে।

20230101_111856.jpg

20230101_112918.jpg

20230101_112830.jpg

20230101_112931.jpg

এখন ক্লাস টুর বাচ্চাদের আগে বই দেওয়া শেষ করলো এভাবে ক্লাস টুতে যারা পড়ে সবাই বই নিয়ে চলে গেল।ক্লাস ওয়ানের বই আসে নি তাই পড়ে দেবে।এখন ক্লাস থ্রির বই দেবে। থ্রির বাচ্চারা রেডি বই নেওয়ার জন্য। যে তিন জন দেখছেন এরা একজন আমার মেয়ে ও অন্য দুজন তার বেস্ট ফ্রেন্ড মানে এরা এক,দুই ও তিন রোল।এরা সবাই একে একে বই নিয়ে নিল। তবে বই পেয়ে আমার মেয়ে অনেক খুশি, আসলে নতুন বই পড়ার মজাই আলাদা। আসলে নতুন বই পেলে পড়াশোনার আনন্দ একটু বেশি থাকে । যাইহোক বইগুলো ভালো মতো পেয়েছে, এখন সারাবছর ভালো মতো যেন পড়াশোনা করতে পারে, সবাই দোয়া করবেন ওদের জন্য।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

আসলে এখনকার সব বাচ্চাই এক রকম, কোন বাচ্চাই খেতে চায় না।নতুন বই পাওয়ার অনুভূতিই আলাদা, তাই সে নিজের হাতেই নিবে।যাক বেস্ট ফ্রেন্ডেরা একসাথে বই নিয়েছে। বই গুলো ভালো মত পেয়েছে জেনে ভালো লাগলো।দোয়া করি ভালো ভাবে পড়াশোনা করুক,সুস্থ থাকুক।ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন আপু সব বাচ্চারাই এমন খেতে চায় না,দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে।ধন্যবাদ আপু।

 2 years ago 

ছোটবেলায় আমরা যখন নতুন বই পেতাম তখন আমাদের আনন্দে আত্মা হারা হয়ে যেতাম। সারা বছর শেষ করে, যখন বই পাওয়া যায় তখন আসলেই আপু আনন্দের শেষ থাকে না। এবার শুনেছিলাম বই নাকি অনেক কম আছে তারপরও আপনার মেয়ের জন্য বইগুলো পেয়েছেন শুনে ভালো লাগলো। আর বাচ্চাদের খাওয়ার কথা, এখন সব বাচ্চা একই রকম সবাই খেতে চায় না। মেয়ের বই পাওয়া নিয়ে সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া বাচ্চারা নতুন বই পেয়ে আত্মা হারা হয়ে যায়।আর এবার বই অনেক কম তারপরেও মেয়ে সব বই পেয়েছে এটাই অনেক। ধন্যবাদ

 2 years ago 

একদম ছোটবেলায় ফিরে গেলাম আপু পোস্ট টা দেখে। নতুন বই পেলে বাড়ি নিয়ে এসেই প্রথমে সব গুলো পৃষ্ঠা উল্টিয়ে ছবি গুলো দেখতাম। একটা অন্য রকম গন্ধও আসতো নতুন বই থেকে। কি যে মজা ! আপনার মেয়ের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি হয়েছে বই হাতে পেয়ে। বেশ ভালো রেজাল্ট করেছে। আশা করি এই ধারা সব সময় ধরে রাখবে 😊।

 2 years ago 

জি ভাইয়া দোয়া রাখবেন যাতে ভালো পড়াশোনা করতে পারে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মেয়ের আনন্দ দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। আমরা এই সময় অনেক আনন্দ পেতাম। নতুন বই বাসায় এনেই বইয়ের কভার লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়তাম।তারপর রাতের বেলা বইয়ের ঘ্রাণ নেওয়া আর বই পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। ধন্যবাদ আপু আপনার সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু বই হাতে পেয়ে বাচ্চার আগে কভার লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

সেই শৈশবের কথা মনে পড়ে গেল।সকাল সকাল স্কুলে চলে যেতাম,অপেক্ষা করতাম কখন পাব নতুন বই আর কখন সেই নতুন বইয়ের গন্ধ নিতে পারব মন ভরে।ভাগ্নীকে দেখে সেই দিন গুলো মনে পড়ে গেল।ধন্যবাদ আপু এমন সুন্দর মোমেন্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া আমার ও শৈশবের কথা মনে পরে গিয়েছিল,জি ভাইয়া সেই দিন গুলো মনে পড়া স্বাভাবিক। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাচ্চাদের নতুন বই পাওয়ার আনন্দ গুলো দেখার মত। আমরাও যখন স্কুলে পড়তাম তখন যখন বই দিত খুব খুশি মনে সেই বইগুলো নিতে যেতাম। ধন্যবাদ আপু আপনার মেয়ের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার জন্য। আপনার মেয়ের জন্য দোয়া রইলো।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য আপু

 2 years ago 

বছরে প্রথম দিনে বই হাতে পাওয়ার আনন্দ খুবই অন্য রকম হয়ে থাকে। আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সুশিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারে। নতুন বই হাতে পেলে কি যে আনন্দ লাগে তা লিখে প্রকাশ করা সম্ভব নয়। বইগুলো সম্পর্কে জানা এবং বইয়ের মাঝে ছবি দেখা এই নিয়ে কৌতুহলের শেষ নেই। পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া দোয়া করবেন যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। ধন্যবাদ

 2 years ago 

প্রথমে মা মনির জন্য অনেক বেশি শুভকামনা রইল যাতে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে তাই।আপনি ঠিক বলছেন বাচ্চারা এখনো ভালো করে খাওয়া দাওয়া করতে চান না কিন্তু তার তুলনায় বই অনেক বেশি।যাই হোক বাচ্চারা নতুন বছরে নতুন বই পেয়েছে অনেক আনন্দিত।আমার মেয়েও অনেক খুশি হয়েছে নতুন বই পেয়েছে তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি আপু আমার মেয়ের তুলনায় আসলে বই অনেক বেশি হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।

তখন প্রধান শিক্ষক বলল আসলে ভাবি আমাদের সভাপতি না আসলে আমরা দিতে পারবো না।সভাপতি হচ্ছে আবার আমার হাসবেন্ড

হা হা হা...🤣 এই কথাটা আমার বেশ মজা লেগেছিল।

যাইহোক ছোটবেলায় নতুন বই পাওয়ার যে অনুভূতি সেটা আমি খুব ভালো করেই জানি। কারণ নতুন বই পাওয়ার জন্য এবং নতুন বইয়ের মিষ্টি গন্ধের জন্য সকাল সকাল স্কুলে চলে যেতাম। তারপর সেই বইগুলো বাড়ি নিয়ে এসে সারাদিন উল্টোপাল্টা করে দেখতাম, কি আছে বইয়ের ভিতর।

 2 years ago 

জি ভাইয়া নতুন বইয়ের গন্ধ আসলে অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76606.02
ETH 3048.30
USDT 1.00
SBD 2.62