পেন্সিল দিয়ে সূর্যমুখী ফুল অংকন ||১০% বেনি ফিসিয়ারি shy-fox এর জন্য
আসসালামুয়ালাইকুম
আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।
আমি ফরিদপুর, বাংলাদেশ থেকে @parul19.
আজকে আপনাদের সাথে আরো একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।পেন্সিল দিয়ে সূর্য মুখী ফুল অংকন। অংকন করতে আমার কাছে বেশ ভালোই লাগে।তাই তো মাঝে মধ্যে আপনাদের মাঝে ফিরে আসি অংকন নিয়ে। সত্যি বলতে তেমন বেশি পারি না। তবে চেষ্টা আর সাধনা থাকলে মানুষ সব কিছুই পারে।ক্ষুদ্র থেকে চেষ্টা করতে করতে একদিন হয়তো বড় কিছু তৈরি কররে পারব।তবে আর্ট করতে হলে একটু সময়ের প্রয়োজন।তাই তো সময় পেলে আর্ট করতে বসি।আমি আজ পেন্সিল দিয়ে যে সূর্য মুখী ফুল অংকন করেছে তা আপনাদের মাঝে শেয়ার করব।দেখে নেয়া যাক আমি কিভাবে সূর্যমুখী ফুল অংকন করেছি।
১|সাদা কাগজ
২|পেন্সিল
৩|রং পেন্সিল
৪|কম্পাস
৫|স্কেল
ধাপ-১
প্রথমে আমি একটা সাদা পেজ নিয়ে তার উপর কম্পাস দিয়ে বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-২
বৃত্তের পাশ দিয়ে এভাবে ফুল একে নিয়েছি
ধাপ-৩
ফুলের পাশে আবারও ফুল একে চিত্রের মত করে এঁকে দিয়ে দিয়েছি।
ধাপ-৪
এখন বৃত্তের ভিতর আর একটি বৃত্ত এঁকে চিএের মতো করে এঁকে নিয়েছি।
ধাপ-৫
এখন গাছের পাতা এঁকে আমার নাম লিখে দিয়েছি।
ধাপ-৬
এখন পাতা সহ ফুল রং করে নিয়েছি।ব্যাস এভাবেই হয়ে গেল পেন্সিল দিয়ে সূর্য মুখী ফুল অংকন।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আজকের মতো এখানে শেষ করছি । আবার দেখা হবে অন্য সময় অন্যকোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্হ্য থাকবেন,আল্লাহ হাফেজ।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
আমার পরিচয়ঃ
আমি পারুল। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি ফরিদপুরে বসবাস করি। আমার দুটি মেয়ে আছে। আমি বাংলায় লিখতে ও পড়তে ভালোবাসি।আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করে।ধন্যবাদ বাংলা ব্লগে এই লেখার সুযোগ করে দেওয়ায় জন্য।
যেকোনো হলুদ রঙের ফুল খুব ভালো লাগে। তার মধ্যে সূর্যমুখী সবথেকে ভালো লাগে ।bখুব সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে এই ছবিটি অংকন করেছেন বেশ ভালো লাগলো দেখে।
হলুদ রঙের ফুল আপনার অনেক ভালো লাগে জেনে ভালো লাগল, ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এই ধরণের ছেলেমানুষি আর্ট করা থেকে বিরত থাকবেন। এটাই আপনার জন্য শেষ সর্তকতা। পরবর্তীতে এ ধরনের কোন আর্ট দেখলে আপনার আইডির পাশে নট ফর কিউ রেশন দিয়ে দেওয়া হবে।
আপনি অনেক সুন্দর একটি সূর্যমুখী ফুলের আর্ট করেছেন। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার সূর্যমুখী ফুলের এই আর্ট। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি খুব সুন্দর ভাবে একটি সূর্যমুখী ফুল দিয়ে অঙ্কন করেছেন। এত সুন্দর একটি ফুল ফুল এই সকাল সকাল দেখে আমার অনেক ভালো লাগলো। এই আর্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অভিনন্দন পাশাপাশি আপনার প্রতি অনেক শুভকামনা রইল।
সত্যি ভাইয়া প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি সূর্যমুখী ফুল অংকন করেছেন। সূর্যমুখী ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারো অনেক ভালো লাগল। ধন্যবাদ
পেন্সিল দিয়ে সূর্যমুখী ফুল অংকন খুব চমৎকার হয়েছে সূর্যমুখী ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আমি কখনো একে দেখিনি। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে তৈরি করে দেখিয়েছেন ধন্যবাদ।
আপু এভাবে এঁকে দেখবেন অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।
আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে সূর্যমুখী ফুল অংকন করেছেন। সূর্যমুখী ফুলটি দেখতে অসম্ভব ভালো লাগলো আমার। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এভাবে পাশে থেকে উৎসাহ করবেন, আপনাকে অনেক ধন্যবাদ।
খুবই সিম্পল ভাবে একটি সূর্যমুখী ফুল অংকন করেছেন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা অংকন করার পদ্ধতি খুব সুন্দর করে বর্ণনা করেছেন অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
আপনি আজকে আমাদের মাঝে পেন্সিল দিয়ে সূর্যমুখী ফুলের দৃশ্য অঙ্কন করে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। প্রথমে আপনি রোল পেন্সিল দিয়ে অনেক সুন্দরভাবে সূর্যমুখী ফুল অঙ্কন করে নিয়েছে তারপরে অনেক সুন্দর ভাবে রং করেছেন। এত সুন্দর ভাবে সূর্যমুখী ফুল অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাইয়া মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি বেশ ভালোই সূর্যমুখী ফুল অঙ্কন করেছেন। এভাবে আঁকতে থাকুন। আমার কাছে এই অংকনটি বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে।
সত্যি আপু প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।