বিকেলবেলা প্রাকৃতির মাঝে ঘোরাঘুরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।
বিকেলবেলা প্রাকৃতির মাঝে ঘোরাঘুরি
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ঘুরতে কার না ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে। আর সেই ঘোরাটা যদি হয় প্রকৃতির মাঝে তাহলে তো কোন কথায় নেই। আপনারা অনেকেই জানেন আমাদের বাড়ির পাশেই নদী রয়েছে, নদীতে যেতে দুই মিনিটের মতো লাগে। কিন্তু তারপরেও আমি কোন কারণ বা ঘোরাঘুরি করতে ইচ্ছে হলে মাঝে মাঝে নদীর পাড়ে যায়।আমার আবার অনেক গুলো হাঁস আছে, এবার নতুন কিনেছি।তবে হাঁস গুলো প্রতিদিন সকালে নদীতে যায় আর সন্ধ্যায় ফিরে আসে।তবে আসার পথে একটু দেখতে হয়,না হলে কুকুরে তারা করে। আপনাদের ভাইয়া প্রতিদিন নদী থেকে আসা যাওয়ার সময় হাঁস দেখে। তবে গতকাল বাড়িতে ছিল না বিধায় আমি গিয়েছিলাম হাঁস দেখার জন্য। যেহেতু হাঁসগুলো উঠতে সময় লাগবে তাই ভাবলাম সামনে থেকে একটু ঘুরে আসি।সত্যি পড়ন্ত বিকেলে মেঘলা আকাশে এমন ঘোরাঘুরি করতে অনেক ভালো লেগেছে। যাইহোক তাহলে শুরু করি আজকের পোস্ট।
যেহেতু আমার মেইন উদ্দেশ্য ছিল হাঁস উঠানোর, আসলে নদীর মাঝে মাঝে কচুরিপানা দিয়ে ভরা আবার মাঝে মাঝে ফাঁকা। কচুরিপানার জন্য হাঁস গুলো উঠতে অসুবিধা হয় তাই হাঁসের মতো হাঁস নদীতে ঘুরতে লাগলো।আমরা নদীর পাড় দিয়ে বেশকিছু দূর হেঁটে আসলাম।আমি ও আমার জা মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছি।বাড়িতে আবার কারেন্ট ছিল না। তাই নদীর পাড়ের প্রকৃতির হাওয়া অনেক ভালো লাগে।
নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম। নদীতে নতুন পানি আসার জন্য নদীর কিনার ভরে আরো ওপরে পানি উঠে এসেছে। একেবারে যাদের নদীর পাড়ে বাড়ি তারা অনেক নদীর পাশ দিয়ে অনেক গাছ লাগিয়েছে। এভাবে আমরা হাঁটতে হাঁটতে একটা মাঠের ভিতরে গিয়েছিলাম। আসলে এক ভাবিকে খুজতে গিয়েছি সে আবার মাঠে ঘাস কাটছে। ইস অনেক পানির ভিতর বসে বসে ছেলেকে নিয়ে ঘাস কাটছে। আসলে এদের দেখলে অনেক কষ্ট লাগে। যাইহোক এমন প্রকৃতির পরিবেশে বিকেলে ঘুরতে অনেক ভালো লাগে। অনেক কিছুর সাথে পরিচিত হওয়া যায়।
তারপর আমরা সেই ভাবিকে নিয়ে চলে আসলাম ভাবিদের ডাটা খেতে কারণ ভাবি ডাটা লাগাইছে অনেক মজা ডাটা গুলো তাই কিছু ডাটা আনতে গিয়েছিলাম। তারপর ভাবি আমাদের পানির ভিতর থেকে কয়েকটা ডাটা কেটে দিল। যদিও আমরা টাকা দিয়ে কিনতে চেয়েছিলাম কিন্তু ভাবি আমাদের থেকে টাকা নেয়নি । চলে আসলাম এসে দেখি হাঁস চলে এসেছে বাড়িতে। আসলে বিকালে এভাবে ঘুরলে অনেক ভালো লাগে। বিকেল বেলার প্রাকৃতির মাঝে ঘুরতে সত্যি অনেক ভালো লাগে । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
অপরূপ সৌন্দর্য দেশ আমাদের এই দেশ বাংলাদেশ। আমাদের দেশে চারিদিকে প্রাকৃতিকতে ভরা। সুন্দর জায়গায় অপর নীলাভূমি দেখার জন্য আপনি বিকেল বেলায় বাইরে গিয়েছিলেন এবং কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করেছেন। আপনি যে সব জায়গায় ঘোরাফেরা করেছেন ওই জায়গাগুলো দেখে খুবই সুন্দর এবং আপনি খুব সুন্দর উপভোগ করেছেন। বিকেল বেলা প্রাকৃতির মাঝে ঘোরাঘুরি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
জি ভাইয়া ঘোরাঘুরি বেশ ভালোই করেছিলাম, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
মহান আল্লাহতালার সৃষ্টির সবকিছুই অপরূপ সৌন্দর্যময়। আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। হাঁস এবং নীলাভূমি দেখার জন্য আপনি বিকেল বেলায় একটু ঘোরাঘুরি করতে গিয়েছেন অনেক ভালো লাগলো বিষয়টি পড়ে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।