জেনারেল রাইটিং পাপীকে নয়, পাপকে ঘৃণা কর

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

PhotoCollage_1688987743160.jpg

পাপ -পুণ্য মিলেই এ দুনিয়া। তবে পাপ অপবিত্র কিন্তু পাপী অপবিত্র নয়।আসলে পাপী পাপ দ্বারা কুলষিত।তাই পাপীকে নয়, পাপকে আমাদের ঘৃণা করতে হবে। পাপ বলতে আমরা অন্যায় কাজ ও অধর্মকে বুঝি।আর যারা অন্যায় কাজ, অধর্মের কাজ করে, তাকে আমরা পাপী বলি।


আর আমরা সাধারণভাবে পাপ ও পাপী উভয়কেই ঘৃণা করি, কিন্তু এটা আমাদের ঠিক নয়।পাপ সব সময় ঘৃণার কাজ, কারও জন্য তা বাঞ্ছনীয় নয়।আর পাপের ফলে মানুষের ইহকাল ও পরকাল দুই-ই নষ্ট হয়।মানুষ সৃষ্টির সেরা জীব। আসলে পৃথিবীতে যখন একটা শিশুর জন্মহয়, তখন সেই শিশু থাকে নিষ্পাপ। তার বয়োবৃদ্ধির সাথে সাথে চাওয়া পাওয়ার প্রসার ঘটে।না চাইতেই যে শিশু পায় সে হয়তো সংঘাতকে এড়াতে পারে।কিন্তু যে শিশু জন্মের পর থেকে বা পরবর্তীতে বিরূপ পরিবেশে বড় হয়, দুঃখ -কষ্ট, ক্ষুধা আর নির্যাতনের সাথে যার বাস জীবনের প্রয়োজনে তার পক্ষে সমাজের নিষিদ্ধ পথে, পাপের পথে পা বাড়ানো অস্বাভাবিক নয়।বাধ্য হয়েই সে পাপী হয় কিন্তু জন্মের সময় তো সে পাপী ছিল না।আসলে পরিবেশের প্রতিকৃলতাই তাকে পাপী করেছে। হয়তো অনুকূল পরিবেশ পেলে, স্নেহের ভালোবাসার একটু পরশ পেলে হয়তো বা তার হৃদয়ে সৃষ্টি হতে পারে অনুতাপের অমিয় ধারা।


এই পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে যারা জীবনের একটি সময়ে অনেক পাপ কাজ করেছেন কিন্তু পরবর্তী জীবনে তারাই মানবকুলের শিরোমণি হিসেবে নিজেদের স্হান নিশ্চিত করেছেন।আসলে পাপ সব সময় বর্জনীয় কিন্তু পাপীকে বর্জন করা বা ঘৃণা করা উচিত নয়।কেননা অনেকেই না বুঝে অনেক খারাপ পথে চলে যায়,আবার অনেকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে পাপের পথে যায়।তাদের বুঝিয়ে বললে হয়তো তারা আবার পাপ কাজ ছেড়ে দেবে, অনুতপ্ত হবে।এমন অবস্থায় পাপীকে ঘৃণা করা কখনো ঠিক নয়, বরং ক্ষমা করে মহত্ত্ব দিয়ে পাপীকে কাছে টেনে নিলে পাপের পথ ছেড়ে সৎ পথে ফিরে আসে।আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাঃ তার অশেষ ক্ষমা পুন্য দিয়ে বহু পাপীকে সৎ পথে ফিরিয়ে এনেছিলেন।



তাই আমাদের পাপীকে ঘৃণা করা যাবে না পাপকে ঘৃণা করতে হবে। পাপীকে ক্ষমার মাধ্যমে সু পথে ফিরিয়ে আনতে হবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
বিষয়' পাপীকে নয়, পাপকে ঘৃণা কর'

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

2GZpiygLZbndtMBNRVUJ19to2HA8AJHhDzhWy6HXkpbABs3wVi77RWv7qwHBXVEN3qzVymfDrdF7YupEDxp2dxQk8bz63txFqiUxURWQ1BudgH7GRTX4aoe8KcTgjL...rqmazngaQSFCEE1jXrmR7g8aaRttRx4JkC2twxSFfTuT37LxyiG5FBmgWctHLy1bxhovdtRWRZAhst4UtrYW1GhfoWLVYrog3FtTpgC8XsdEsddY2raMrKZQgM.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 last year 

আসলে যখন মানুষ এমন এক অনুকূল পরিবেশের মধ্যে থাকে, তখন তারা এরকম পাপ কাজগুলো করতে বাধ্য হয়। কিন্তু আমরা যদি তাদেরকে ক্ষমা করে সৎ পথে নিয়ে আনতে চাই, তাহলে তারা সবকিছু ছেড়ে দিয়ে সৎ পথে চলে আসবে। এটা কিন্তু একেবারে সত্যি যে পাপীকে নয় পাপকে ঘৃণা করা উচিত আমাদের সবার। আর এই কথাটার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হলেন দেখে ভালো লাগলো।

 last year 

জি আপু আমাদের সবারই উচিত পাপীকে নয় পাপকে ঘৃণা করা উচিত। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আসলে পাপ কাজ বেশিরভাগ মানুষই করে থাকে, আর তাদেরকে আমরা পাপী বলে থাকি। পাপ সবসময় বর্জনীয় এটা আমরা সবাই জানি, কিন্তু কখনো পাপীকে ঘৃণা করা উচিত না। আমাদের সবার উচিত তাদেরকে একটা অনুকূল পরিবেশ দেওয়া। তখন তারা ভিন্ন রকম ভালোবাসার একটা পরশ পেলে হয়তো ভালো মানুষ হতে পারবে। তখন তারা পাপ কাজ থেকে অনেক বেশি বিরত থাকবে এবং দূরে সরে আসবে। আর তাই তাদেরকে আমাদের ক্ষমা করা উচিত। অনেক সুন্দর টপিক ছিল আপনার আজকের এই পোস্ট লেখার।

 last year 

ভাইয়া আপনাদের ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা ঠিক কথা বলেছেন আপু আমরা পাপ ও পাপী উভয়কেই ঘৃণা করি কিন্তু এটা মোটেও উচিত কাজ নয় । আমাদের শুধু পাপ কে ঘৃণা করা উচিত। কেউ পাপী সমাজের বিভিন্ন পরিস্থিতির কারণে হয়ে থাকে। তাই তাকে ঘৃণা না করে সঠিক পথে নিয়ে আসা এবং পাপ কাজের নিন্দা করা উচিত।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56560.74
ETH 2390.02
USDT 1.00
SBD 2.34