রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি

PhotoCollage_1676475889278.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি।সত্যি বলতে রঙিন কাগজের জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলেই রঙিন কাগজ দিয়ে বসি। আসলে এই কচ্ছপটি তৈরি আমার অনেক সময় লেগেছে। কারণ আমি রাতে বাচ্চাদের লেখতে দিয়ে কচ্ছপ তৈরি করতে বসেছি কিন্তু ওরা না লেখে আমার সব কাগজ নিয়ে টানাটানি শুরু করেছে। তারপর আর কি করা কাগজ গুছিয়ে রেখে আমি বাচ্চাদের পড়াতে লাগলাম। আবার সকালে উঠে বাকিটা সম্পূর্ণ করেছি। তো প্রথমে ভেবেছিলাম একটু ভালো হয়নি, তারপর যখন কমপ্লিট হলে তখন দেখলাম বেশ ভালোই লাগছে,তবে মনের মতো করে তৈরি করতে পারিনি কচ্ছপটি। তাই চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

20230215_192037.jpg
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.পেন্সিল
৪.আঠা

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

20230215_191531.jpg20230215_191615.jpg

প্রথমে আমি রঙিন কাগজ নিয়ে কম্পাস দিয়ে বৃত্ত এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-২

20230215_191615.jpg20230215_191932.jpg

এখন বৃত্তটিকে মাঝ থেকে কেটে নিয়েছি, তারপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৩

20230215_194257.jpg20230215_193935.jpg

তারপর সবুজ কাগজ নিয়ে কাঁচি দিয়ে পায়ের মতো করে কেটে নিয়েছি।

ধাপ-৪

20230215_194504.jpg20230215_194604.jpg20230215_194624.jpg

তারপর সবুজ কাগজ চিত্রের মতো করে কেটে নিয়েছি। এখন আঠা লাগিয়ে দেব।

ধাপ-৫

20230215_194921.jpg20230215_195019.jpg

এখন দুটি চোখ বানিয়ে কেটে রাখা কচ্ছপের মাথার সাথে লাগিয়ে দেব।

ধাপ-৬

20230215_195314.jpg20230215_195357.jpg

তারপর বানিয়ে রাখা পা গুলো কচ্ছপের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেব।

ধাপ-৭

20230215_195019.jpg20230215_195453.jpg

তারপর কচ্ছপের মাথা আঠা দিয়ে লাগিয়ে দেব।

ধাপ-৮

20230215_200018.jpg20230215_200543.jpg

আরো সবুজ কাগজ এভাবে ছোট ছোট করে কেটে কচ্ছপের উপর আঠা দিয়ে লাগিয়ে দেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

আসলেই রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের কিছু তৈরি দেখতে খুবই ভালো লাগে। এত সুন্দর করে কচ্ছপ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের কাজগুলো নিজের দক্ষতার প্রমাণ দেয়।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপুর রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি করেছেন। কচ্ছপ বানানো খুব সুন্দর করে আমাদেরকে দেখেছেন এবং খুব সুন্দর বর্ণনাও করেছেন। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কচ্ছপ বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ

 2 years ago 

রঙ্গিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে দেখতে ভালো লাগে। কাগজের তৈরি কচ্ছপ টি দেখতে খুবই সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কচ্ছপ তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কচ্ছপ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কচ্ছপটি দেখতে দারুন হয়েছে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু

 2 years ago 

আমিও রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি করেছি। দুই-একদিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব সেটা। আপনিও দেখছি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে কচ্ছপ তৈরি করেছেন। প্রতিটি ধাপ সুন্দর হবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকবেন

 2 years ago 

এভাবে রঙিন কাগজ দিয়েছে কোন জিনিস তৈরি করলে কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠে।আমার কাছে রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখলে ভীষণ ভালো লাগে। আপনার রঙিন কাগজের তৈরি কচ্ছপ দেখে বুঝতে পারছি অনেক সময় লেগেছে। যেহেতু বাচ্চাদের পড়াতে গিয়ে তৈরি করতে গিয়ে ছিলেন বাচ্চারা এরকম জিনিস দেখলে টানাটানি তো করবেই। পরে সকালে উঠে সম্পূর্ণটা তৈরি করলেন। দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে ভালোই ছিল সম্পূর্ণটা।

 2 years ago 

আপনাদের ভালো লাগলে আমার কাজের স্বার্থকতা, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি রাত এবং সকাল মিলিয়ে বেশ সুন্দর একটি কচ্ছপ বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। কচ্ছপ্টি দেখতে বেশ ভালোই লাগছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানালেই সুন্দর হয় যদি সেটা সেভাবে বানানো যায়। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

সময় পেলেই আপনি রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করাই মেতে ওঠেন এটা জেনে খুবই ভালো লাগলো আসলে এই স্টিমের প্লাটফর্মে যারা কাজ করে তারা সকলেই সৃজনশীলতায় ভরপুর থাকে। তাদের এরকম সুন্দর সুন্দর সৃজনশীলতা দেখতে নিজের কাছে খুবই ভালো লাগে খুবই চমৎকার একটি কচ্ছপ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত চমৎকার একটি কচ্ছপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97340.58
ETH 3390.06
USDT 1.00
SBD 3.10