রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য
আসসালামু আলাইকুম
রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.পেন্সিল
৪.আঠা
ধাপ-১
প্রথমে আমি রঙিন কাগজ নিয়ে কম্পাস দিয়ে বৃত্ত এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
ধাপ-২
এখন বৃত্তটিকে মাঝ থেকে কেটে নিয়েছি, তারপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৩
তারপর সবুজ কাগজ নিয়ে কাঁচি দিয়ে পায়ের মতো করে কেটে নিয়েছি।
ধাপ-৪
তারপর সবুজ কাগজ চিত্রের মতো করে কেটে নিয়েছি। এখন আঠা লাগিয়ে দেব।
ধাপ-৫
এখন দুটি চোখ বানিয়ে কেটে রাখা কচ্ছপের মাথার সাথে লাগিয়ে দেব।
ধাপ-৬
তারপর বানিয়ে রাখা পা গুলো কচ্ছপের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেব।
ধাপ-৭
তারপর কচ্ছপের মাথা আঠা দিয়ে লাগিয়ে দেব।
ধাপ-৮
আরো সবুজ কাগজ এভাবে ছোট ছোট করে কেটে কচ্ছপের উপর আঠা দিয়ে লাগিয়ে দেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসলেই রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের কিছু তৈরি দেখতে খুবই ভালো লাগে। এত সুন্দর করে কচ্ছপ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের কাজগুলো নিজের দক্ষতার প্রমাণ দেয়।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
আসলে আপুর রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি করেছেন। কচ্ছপ বানানো খুব সুন্দর করে আমাদেরকে দেখেছেন এবং খুব সুন্দর বর্ণনাও করেছেন। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কচ্ছপ বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে ও অনেক ধন্যবাদ
রঙ্গিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে দেখতে ভালো লাগে। কাগজের তৈরি কচ্ছপ টি দেখতে খুবই সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কচ্ছপ তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কচ্ছপ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কচ্ছপটি দেখতে দারুন হয়েছে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু
আমিও রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি করেছি। দুই-একদিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব সেটা। আপনিও দেখছি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে কচ্ছপ তৈরি করেছেন। প্রতিটি ধাপ সুন্দর হবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাকে ও অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকবেন
এভাবে রঙিন কাগজ দিয়েছে কোন জিনিস তৈরি করলে কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠে।আমার কাছে রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখলে ভীষণ ভালো লাগে। আপনার রঙিন কাগজের তৈরি কচ্ছপ দেখে বুঝতে পারছি অনেক সময় লেগেছে। যেহেতু বাচ্চাদের পড়াতে গিয়ে তৈরি করতে গিয়ে ছিলেন বাচ্চারা এরকম জিনিস দেখলে টানাটানি তো করবেই। পরে সকালে উঠে সম্পূর্ণটা তৈরি করলেন। দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে ভালোই ছিল সম্পূর্ণটা।
আপনাদের ভালো লাগলে আমার কাজের স্বার্থকতা, ধন্যবাদ আপনাকে।
আপু আপনি রাত এবং সকাল মিলিয়ে বেশ সুন্দর একটি কচ্ছপ বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। কচ্ছপ্টি দেখতে বেশ ভালোই লাগছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানালেই সুন্দর হয় যদি সেটা সেভাবে বানানো যায়। ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
সময় পেলেই আপনি রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করাই মেতে ওঠেন এটা জেনে খুবই ভালো লাগলো আসলে এই স্টিমের প্লাটফর্মে যারা কাজ করে তারা সকলেই সৃজনশীলতায় ভরপুর থাকে। তাদের এরকম সুন্দর সুন্দর সৃজনশীলতা দেখতে নিজের কাছে খুবই ভালো লাগে খুবই চমৎকার একটি কচ্ছপ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত চমৎকার একটি কচ্ছপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।