ভালোবাসার উপহার

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

ভালোবাসার উপহার

cloud-2436676_1280.jpg

source

নিলয় ও নীলিমা দুজনে বেশ ভালো বন্ধু। দুজনে একই গ্রামে থাকে তবে তাদের সাথে কারো কখনো দেখা হয়নি। নিলয় গ্রামের এক ভালো স্কুলে পড়ে আর অন্য দিকে নীলিমা ও নিলয়ের স্কুলে পড়ে একই ক্লাসে। দুজনে এভাবে ক্লাস ফাইভ পাশ করে চলে গেল। দুজনের মধ্যে শুধু ক্লাসে মাঝে মাঝে দেখা হতো এইটুকু।নিলয় বেশ ভালো রেজাল্ট করলো আর নীলিমা ও নিলয় এর মতো না করলে মোটামুটি ভালোই করেছে।এখন দুজনেই ঢাকায় ভালো স্কুলের জন্য চেষ্টা করছে।একদিন নিলয় ও নীলিমা এক সাথে কোচিং থেকে আসছিল। তখন শুরু হলো প্রচুর বৃষ্টি নিলয়ের কাছে ছিল ছাতা আর নীলিমার কাছে কিছুই ছিল না।নীলিমাকে ভিজতে দেখে নিলয় বললো, আমরা তো এক সাথেই পড়াশোনা করি, যদি কিছু মনে না করো আমার ছাতার তলে আসতে পারো।


কোচিং এ কয়েক দিন পরেই পরিক্ষা। তখন নীলিমা কোন কিছু না ভেবে নিলয়ের ছাতার তলে আসলো।নিলয় নীলিমাকে দুচোখ ভরে দেখছে। আসলে নিলয় ভাবছে নীলিমা যেন তার অনেক দিনের চেনা, অনেক আপনজন। তখন নিলয় নীলিমাকে প্রশ্ন করলো আসলে আমরা একই জায়গা থেকে আসি, তাহলে আমরা দুজন বন্ধু হতে পারি। তখন নীলিমা মাথা নাড়িয়ে সাই দিল।নিলয়ের বাসা ছিল নীলিমার বাসা থেকে আগে, তাই নিলয় নীলিমাকে ছাতা দিয়ে দিল। বললো তুমি নিয়ে যাও কাল আমি নিয়ে নেব।নীলিমা ছাতা নিয়ে বাসায় চলে এলো।

বাসায় এসে নিলয় ভাবতে লাগলো নীলিমা যদি আমার বেস্ট ফ্রেন্ড হতো অনেক ভালো হতো।সে দিনের পর থেকে নিলয় ও নীলিমা দুজনে এক সাথে যাওয়া আসা করে। এভাবে চলতে চলতে নিলয় নীলিমাকে ভালোবেসে ফেলে তবে কখনো নীলিমাকে বলেনি।নীলিমা ও নিলয়কে ভালোবেসে ফেলে তবে কেউ মুখে প্রকাশ করেনি।নিলয়ের বাবা ঢাকায় চাকরি করে তাই নিলয়কে ঢাকায় ভর্তি করলো,আর নীলেমা গ্রামে ভালো একটা স্কুলে ভর্তি হল। কিছুদিনের মধ্যে দুজনের মধ্যেই অনেক ভালোবাসা সৃষ্টি হলো। এখনই নিলয়কে তার বাবার সাথে ঢাকা চলে যেতে হবে। নিলয় ও নীলিমা দুজনের মন অনেক খারাপ। তো কিছু করার নেই যেতেই হবে।


যাবার সময় নিলয় ও নীলিমার মাঝে অনেক কথা হলো, তবে দুজন দুজনকে অনেক ভালোবাসে কিন্তু কেউ মুখে বলেনি।নিলয় যাবার সময় নীলিমাকে ছোট একটা উপহার দিয়ে গেল। উপহারটি হলো দুটি মাটির পুতুল। একটি ছেলে আর একটি মেয়ে। নিলয় আরো বললো তোমার যখন আমার কথা মনে হবে, তখন তুমি এই পুতুলের সাথে কথা বলবে।নীলিমা শুধু নিলয়ের কথা শোনছিল আর দুচোখ দিয়ে পানি ঝড়ছে।তখন নিলয় বললো তুমি কাঁদছো কেনো?তখন নিলয়ের বুঝতে আর বাকি রইল না যে নীলিমা তাকে অনেক ভালোবাসে। সব কথা শেষ করে নীলিমা নিলয়কে একটা খাতা আর একটা কলম দিল। আর বললো তুমি যখন আমার কথা ভাববে তখন এই খাতা কলমে লেখবে। তোমার মনের কথা। তারপর দু'জন বিদয় নিয়ে চলে গেল।বেশ কিছু দিন পরে নিলয়কে নীলিমা ফোন দিল নিলয়ের মায়ের নম্বরে। তখন নিলয় ফোনটা রিসিভ করে কথা বলছিল।নিলয়ের বাবা ছিল অনেক রাগী, হঠাৎ তার বাবা এসে বলল তুমি কার সাথে কথা বলো।নিলয় তখন অবাক হয়ে দাঁড়িয়ে রইলো, কি বলবে সে বুঝতে পারছে না।(চলবে)



আজ এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে আবার আসবো নতুন কোন গল্প নিয়ে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 last year 

আসলে স্কুলে পড়া ছেলে মেয়েরা অনেক বেশি আবেগ প্রবল হয়ে পড়েন প্রেমের প্রতি। এটা আসলে বয়সের দোষ সব ছেলে মেয়েরা এই বয়সে এস এমন একটি কান্ড করে ফেলে। কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে চিত্রটা পাল্টে যায়। খুব সুন্দর গিফট দিলেন এবং খুব সুন্দর কিছু টিপস শিখায় দিলেন নিলয়। গল্পটি পড়ে অনেক ভালো লাগলো আশা করি পরবর্তী পর্ব সুন্দর হবে অপেক্ষায় রইলাম।

 last year 

জি আপু খুবই তারাতাড়ি আগামী পর্ব নিয়ে আসবো, ধন্যবাদ আপনাকে।

 last year 

গল্পটি পড়ে মনে হচ্ছে অনেক বছর আগে এমন একটি বাংলা মুভি দেখেছিলাম। যাইহোক ছোটবেলার খেলার সাথী বা সহপাঠীর সাথে অনেক সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে বেশিরভাগ সময় বড় হওয়ার পর আর কোনো খোঁজ খবর রাখে না কেউ। কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে ছোট থেকে মনের মধ্যে লালন করে এবং বড় হওয়ার পরও সেটা মনে রাখে। শেষপর্যন্ত হ্যাপি এন্ডিংও হয়। গল্পটি পড়ে খুব ভালো লাগলো আপু। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 last year 

গল্পটা অনেক সুন্দর হয়েছে আপু। বন্ধুত্ব থেকে আসলেই এভাবে হঠাৎ করে কিভাবে ভালোবাসা তৈরি হয়ে যায়, সেটা আমরা নিজেরাও জানিনা। তবে নিলয়ের বাবার চাকরির জন্য শেষ পর্যন্ত তাদেরকে ঢাকায় চলে যেতে হলো আর নীলিমা গ্রামে থেকে গেল দেখে অনেক খারাপ লাগলো। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।

 last year 

জি আপু খুব তারাতাড়ি পরবর্তী পর্ব নিয়ে হাজির হব,ধন্যবাদ আপনাকে।

এভাবেই আসলে অনেক প্রেমের সৃষ্টি হয় আপু। তবে তাদের দুজন দুজনের প্রতি ভালোবাসার কথাটা মুখ ফুটে না বললেও, তারা সেটা তাদের না বলা কথার মধ্যে দিয়েও বুঝিয়ে দিয়ে গেল শেষমেষ। তবে নিলয়ের বাবা দেখছি খুবই রাগী ।শেষ পর্যন্ত তাদের যোগাযোগ রক্ষা হবে কিনা জানার অপেক্ষায় থাকলাম।

 last year 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47