আলু দিয়ে লাউ শাক রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

আলু দিয়ে লাউ শাক রান্নার রেসিপি

GridArt_20240201_195651714.jpg

বরাবরের মত আজ আমি আপনাদের মাঝে এসেছি একটি পোস্ট নিয়ে। আসলে আজ এসেছে একটি রেসিপি পোস্ট নিয়ে। আসলে শাক খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর শাকে রয়েছে প্রচুর ভিটামিন। শাক খেলে আমাদের চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে। আসলে আমাদের প্রতি নিয়ত শাক খাওয়া উচিত। আসলে শীতে লাউ শাক খেতে অনেক মজার। আসলে অনেক দিন হলো লাউ শাক খাওয়া হয়নি। গতকাল আমার চাচি শাশুড়ি তার গাছ থেকে অনেক গুলো শাক তুলে দিয়েছে। তাই ভাবলাম কিছু শাক ভাজি করি। যেই ভাবা সেই কাজ,সাথে সাথে শাক গুলো রান্না করতে নিয়ে গেলাম। সত্যি অনেক মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারবেন। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddR7hTp53GUE9kBCFqwVURCRcG6yMpgXaPmET2kd85PRmmWEgUS4ir8GzeeWBd...zTa1ptP3oNMnA9yi8h9PkCQfzA91MDYWSde9zuLYzGq27UJuPA7TbVHMD51cTpbBvVVjJ9g34ovpjnNHrBiFuAv5jT6QhtNmMGtWaLC9Vn3Ann5QEKWtZLDPcJ.png

IMG_20240201_094123.jpgIMG_20240201_092252.jpg

১.লাউ শাক
২., পিঁয়াজ কুঁচি
৩. কাঁচা মরিচ ফালি
৪.রসুন কুঁচি
৫.লবন
৬.তেল
৭. আলু

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddtFuMZnqW33PmaqA4HZcV9VBx38Z8TLLv1wQ1Va9FAiN9A4pEfpWbnsvcU67x...nad2NN6JQoJFB9TUywbccKHxmx6SnH7nYgTypyxh9DBedRkW1qNEBuyebuZmtEwWrVrnaGqiRUht32sk3DFunnesKyTjeq7qfsJUJev3zv2LwnNzT1aYPRL9DQ.png

GridArt_20240201_195800069.jpg

প্রথমে আমি লাউ শাকগুলো গাছ থেকে তুলে এনেছি। তারপর ভালো করে কেটে ভেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি।

IMG_20240201_100221.jpgIMG_20240201_100130.jpg

এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম। তারপর কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দিলাম।

IMG_20240201_100307.jpgIMG_20240201_100240.jpg

এখন শাকের ভেতর পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।

IMG_20240201_103303.jpgIMG_20240201_100653.jpg

সব কিছু দেয়া হলে একটু নেড়েচেড়ে হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর শাক সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব।

IMG_20240201_103609.jpgIMG_20240201_103549.jpgIMG_20240201_103525.jpg

এখন কড়াই ধুয়ে আবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে শুকনো মরিচ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে দেব।

IMG_20240201_121413.jpgIMG_20240201_104435.jpgIMG_20240201_103744.jpg

রসুন বাদামী কালার হলে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে নেব। তারপর একটা প্লেটে তুলে পরিবেশন করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।আমার কাছে নতুন নতুন ডাই ও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 5 months ago 

একদমই অসাধারণ ভাবে আপনি আলু দিয়ে লাউ শাকের রেসিপি শেয়ার করেছেন। এরকম একটি রেসিপি আপনার কাছ থেকে দেখতে পেরে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এটি ডেকোরেশন করেছেন এটিকে এখনি খেয়ে ফেলতে ইচ্ছা করছে। অসংখ্য ধন্যবাদ এরকম একটা রেসিপি শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

আলু দিয়ে লাউ শাক রান্নার মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আর এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে দেখিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ধন্যবাদ আপনাকে

 5 months ago 

লাউশাক আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। লাউ শাক যেকোনো কিছু দিয়ে ভাজি করলে খেতে ভালো লাগে কিন্তু আলো দিয়ে ভাজি করলে আরো বেশি ভালো লাগে। আপনি আজকে খুবই সুন্দর করে আলু দিয়ে লাউশাক ভাজি করেছেন। ভাজি তৈরি প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া আলু দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

শীতকালীন এই সুস্বাদু রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে । আলু দিয়ে লাউ শাক রান্নার রেসিপি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 5 months ago 

আলু দিয়ে লাউ শাক রান্নার দারুন রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা খেতে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে। গ্রাম অঞ্চলে বসবাস করি তাই এই রেসিপিটা বেশি পরিমাণে খাওয়ার সুযোগ হয়।

 5 months ago 

জি আপু গ্রামে তাজা লাউ শাক খেতে অনেক মজা ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

লাউ শাক আমার খুব খুব পছন্দের। তাই লাউ শাকের যে কোনো রেসিপি আমার কাছে খেতে ভালো লাগে।তবে কখনো এভাবে রান্না করে খাওয়া হয়নি।মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ আপু লাউ শাকের দারুন রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে।লাউ শাক আলু দিয়ে রান্না করে আমিও খাই মাঝে মাঝে।ভীষণ সুস্বাদু হয় রেসিপিটি। ধাপে ধাপে খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

এই সময়টাতে লাউ শাক খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে যদি তার ভিতরে একটু রসুন কুচি কুচি করে ভেজে দেওয়া হয়, যেমনটা আপনি দিয়েছেন। যদিও রেসিপিটা খুবই কমন, তবে আপনার উপস্থাপনা অনেক ভালো ছিল আপু। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, যেটা আপনি বললেন আর কি। আমার কাছে তো বেশ ভালই লাগে এ ধরনের শাক খেতে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36