প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

IMG-20231113-WA0001.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ঘুরতে কার না ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে। তাইতো সময় পেলে কোথায় ঘুরতে যাই। গতকাল বিকেলে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম প্রকৃতির মাঝে ঘুরতে। আসলে প্রকৃতির সৌন্দর্য মানুষকে সব সময় মুগ্ধ করে দেয। সত্যি বলতে আমার শ্বশুরবাড়ির এদিকে প্রকৃতির মাঝে ঘোরা খুব কমই হয় । কিছুদিন আগে একবার গিয়েছিলাম আর গতকাল একবার গিয়েছি। আসলে আমরা কয়েক জা মিলে বিকেল বেলা ঘুরতে গিয়েছিলাম। সবুজ শ্যামলে ভরা আমাদের এই প্রকৃতি।সত্যি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এখন তো কৃষকের মুখে হাসি। সোনার ধান কাটা শুরু হয়ে গেছে। আমার এমন প্রকৃতির মাঝে ঘুরতে বেশ ভালোই লেগেছে। আসলে এখন বিকেল বেলা হালকা শীতে ঘুরতে অনেক ভালো লাগে।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট ।

IMG-20231113-WA0002.jpg

IMG-20231113-WA0005.jpg

আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছি । আসলে চারিদিকে এভাবে ধান পেকেছে। সত্যি ধান গুলো দেখে মন প্রাণ জুড়ে যায়। আর কৃষক আছে বলেই আমরা দুবেলা দুমোঠ ভাত খেতে পারি।আপনারা যে ড্রেন দেখতে পারছেন কিছু দিন আগে এই ড্রেন পানি ভর্তি ছিল দেখতে অনেক ভালো লেগেছে। আসলে ড্রেন দিয়ে সকল ধান খেতে পানি দেওয়া হতো। যাইহোক ড্রেন দিয়ে আমরা বেশ কিছু দূর গিয়েছিলাম। কেবলমাত্র ড্রেন পাশ দিয়ে ধানগুলো কাটতে শুরু করেছে। আসলে অনেক দিন হলো এমন সোনালী ধান কাটতে দেখিনি।

IMG-20231113-WA0003.jpg

IMG-20231113-WA0004.jpg

IMG-20231113-WA0001.jpg

এমন খোলা মাঠে ঘুরতে কার না মন চায়। আসলে প্রকৃতি এমনি জিনিস আমাদের মন ভালো থাক বা না থাক আমরা প্রকৃতির কাছে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। সত্যি অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। কাক ঢাকা ছায়ায় ঘেরা ফসলের মাঠ। কৃষক মুখে হাসি নিয়ে কেটে আনে সোনার ফসল। আসলে আমরা বেশ কিছু ধানের ক্ষেত দেখে বুঝতে পারলাম আসলে কৃষকদের মনের মতো ধান হয়েছে। আর আমাদের সবারই অনেক ভালো লেগেছে এভাবে প্রকৃতির হাওয়া গাঁয়ে লেগে।যে দিকে চোখ যায় শুধু ধান আর ধান। চাষির মুখে হাসি ফোটবে তুলবে ঘরে ধান।আমরা অনেক আনন্দ সহকারে বেশ কিছু সময় ঘুরেছি মাঠে।

IMG-20231113-WA0000.jpg

IMG-20231111-WA0006.jpg

আরো কিছু দূর যেতেই দেখতে পেলাম কৃষকেরা ধান কেটে এভাবে মাঠে শুকাতে দিয়েছে। এগুলো দেখে আসলে অনেক ভালো লাগে। আমার এক জা বলছে চলো আমরা এখান থেকে কিছু ধানের আটি নিয়ে যায়।আসলে ধান গুলো এত সুন্দর লাগছে নিজের চোখে না দেখলে বুঝা মুশকিল।এদিকে সন্ধ্যা নেমে আসছে। চারদিকে হালকা কুয়াশা পড়তে লাগলো। তাই আমাদের ফিরার পালা। তবে সব সময় তো আর যাওয়া হয় না, তারজন্য মনে হচ্ছিল আরো কিছু সময় থেকে যায়।আসলে অনেক সময় না আসতে মন চাইলে ও আসতে হয় আরকি।

IMG-20231111-WA0002.jpg

IMG-20231108-WA0000.jpg

আসলে মাঠের পাশেই নদী রয়েছে। আর নদীর ওপর দিয়ে আমরা বাড়িতে আসব।আসলে বিকেল বেলা নদী দেখতে অনেক সুন্দর। আমরা নদীর পাড়ে কিছু সময় দাঁড়িয়ে রইলাম।আসলে আকাশে রংধনু ভেসে বেড়াতে দেখে অনেক ভালো লাগলো। সত্যি রংধনু এভাবে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ছোটবেলা কতো এভাবে রংধনু দেখেছি। তবে আমাদের নদী কিন্তু অনেক সুন্দর দেখতে। আর নদীর পাড়ে গেলে মন এমনিতে ভালো হয়ে যায়।আমরা গতকাল বিকেলে বেশ ভালো একটা সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredme note 12
লোকেসনফরিদ পুর

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 last year 

বরাবরের মতোই পোষ্টের ভিন্নতা আনার জন্য আপনি আজকে প্রকৃতির ফটোগ্রাফি ও প্রকৃতির মাঝে ঘোরাঘুরির মুহূর্ত নিয়ে হাজির হয়েছেন। আপনি ঠিক বলেছেন প্রকৃতির সৌন্দর্য বরাবরই মানুষের মনকে মুগ্ধ করে দেয়। যদি একটা মানুষের মন খারাপ থাকে সে যদি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে তার মন এমনি এমনিতেই ভালো হয়ে যায় এবং মন সবসময় সতেজ থাকে। আপনারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলেন এবং চারি ধারে ধান পাকঁতেছে। কি সুন্দর মন জুড়ানো প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ধানের ফসলের কিছু চমৎকার ফটোগ্রাফি ও আশপাশে গাছপালা ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ও মনের সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। জি আপু প্রতিটা মানুষেরই ভাললাগে খোলা মাঠে ঘুরতে এবং প্রকৃতি এমন একটা জিনিস মানুষের মন অনেক ভালো করে দেয় এবং কৃষকরা ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিল এই ছবিটি আমার কাছে ভীষণ ভালো লাগছিল। সবথেকে ভালো লাগলো মাঠের পাশে যে এত সুন্দর একটি নদী রয়েছে এবং আমার তো জায়গাটি ভীষণ ভালো লাগলো এই জায়গাটিতে যদি বসে থাকতে পারতাম অনেক ভালো লাগছে জায়গাটি আমার খুবই পছন্দের।

 last year 

আসলে ভাইয়া নদীর জন্য মাঠের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে সাবলীল মন্তব্য করার জন্য।

 last year 

এইরকম মাঠে ঘুরতে যাওয়া হয় না অনেকদিন। সত্যি বেশ মিস করছি। কী সুন্দর পরিবেশ কী সুন্দর ধানক্ষেত কী সুন্দর মাঠ এবং প্রকৃতি। ঐ ড্রেনগুলো সাধারণত ধানক্ষেতে পানি দেওয়ার জন্য ব‍্যবহার করা হয়ে থাকে। এবং মাঠের পাশে নদীটা দেখছি একেবারেই ছোট। এবং পানিও নেই। প্রকৃতির মাঝে বেশ দারুণ সময় কাটিয়েছেন আপু।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া অনেক সুন্দর একটি সময় কাটিয়েছে প্রকৃতির মাঝে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

প্রকৃতির মাঝে ঘুরতে তো আমার একটু বেশিই ভালো লাগে।সেটা যদি হয় এরকম সোনালী ধানে ভরা ফসলি মাঠ।খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।বেশ ভালো সময় কাটিয়েছেন আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু

 last year 

প্রকৃতির মাঝে ঘুরতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে।
আপনার ছবিগুলোর মাঝে আমি নিজেও হারিয়ে যাচ্ছিলাম। গ্রাম বাংলায় এখন ধান কাটা শুরু হয়েছে, যা গ্রামীণ ঐতিহ্যের বাহক। আপনি দারুন সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া অনেক ভালো একটি সময় কাটিয়ে ছিলাম।ধন্যবাদ আপনাকে।

 last year 

কোন একজন লেখক বলেছিলেন যদি তুমি একাকীত্ব হয়ে যাও নিজেকে অনেক দুঃখী মনে হয়। কোন কিছুতে মন বসছে না যা দেখি তাই বিরক্তি কর লাগে। আর এমন অবস্থায় নিজেকে ভালো রাখতে চাও ফ্রেশ রাখতে চাও তাহলে প্রকৃতির মাঝে মিশে যাও। কেননা প্রকৃতি নিজে থেকে অনেক সুন্দর সে তোমাকে যা দিতে পারবে অন্য কোথাও থেকে তা তুমি পাবে না। এজন্য আমিও যখন একটু আনজি ফিল করি দূরে কোথাও প্রকৃতির সাথে মিশে যাই।

প্রকৃতির মাঝে ঘোরাফেরা করে যেমন সুন্দর সময় পার করেছেন তেমন ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছিল ভাইয়া লেখক, প্রকৃতি যা দিতে পারে অন্য কেউ তা দেবে না। ধন্যবাদ আপনাকে।

 last year 

সত্যি বলেছেন আপু কৃষক আছে বলেই আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারছি স্বাচ্ছন্দে। প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি সবসময় আমার কাছেই অনেক অনেক বেশি ভালো লাগে আপু। এই নদীটি জলে ভরা থাকলে দেখতে আরো সুন্দর লাগতো আপু। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরে ঘুরে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আর সেগুলো এখন আপনার আমাদের সাথে শেয়ার করলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে ভাইয়া এখন নদী জল প্রায় শুকিয়ে গেছে, ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 last year 

ফসলের মাঠের দারুন দৃশ্য আজকে আপনি ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই ফটোগ্রাফি গুলো কিন্তু আমার কাছে অনেক ভাল লেগেছে।যেখানে পাকা ধানের দৃশ্য ফুটে উঠেছে। মাঠের দৃশ্য পাশাপাশি গ্রামের নদীর দৃশ্য আপনার মোবাইলের ক্যামেরা বন্দি হয়েছে। আর সমস্ত কিছু আমাদের মাঝে তুলে ধরেছেন এই পোস্টটির মাঝে দেখে খুশি হলাম।

 last year 

আপনি খুশি হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 last year 

প্রকৃতির মাঝে সময় কাটাতে কার না ভালো লাগে। প্রকৃতির মাঝে গেলে মনে এট অনাবিল সুখ বয়ে যায়। সোনালী ধান মাঠে পেকে আছে দেখতে খুবই সুন্দর লাগছে। বাড়িতে বাড়িতে এই সোনালী ধাধ দ্বারা নবান্ন উৎসব হবে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য

 last year 

প্রকৃতি দেখতে এমনিতেই সুন্দর তারপরে এখন মাঠ ভরা সোনালী ধানের ক্ষেত। ধান পাকার এই মুহূর্তগুলো দেখতে ভীষণ ভালো লাগে। মাঠ পেরিয়েই নদীর পাড় দিয়ে বাড়ি ফেরার পথে সুন্দর ফটোগ্রাফি করেছেন। দারুন একটা সময় অতিবাহিত করেছেন সেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

জি আপু অনেক ভালো একটা সময় পার করেছিলাম, ধন্যবাদ আপু।

 last year 

বিকেলবেলা ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেও সময় পেলে আমার শ্বশুর এলাকায় বিকেল বেলা ঘুরতে যাই। যদিও আপনি আপনার শ্বশুর বাড়িতে তেমন ঘুরতে যান নাই। তবে এখন চারপাশের ধানের ফসল দেখতে এমনিতে ভালো লাগে। আসলে মাঝেমধ্যে ঘুরতে গেলে মন এমনি ভালো হয়। যাইহোক শ্বশুর বাড়িতে গিয়ে ঘুরতে দেখি চমৎকার ফটোগ্রাফি করেছেন এবং খুব সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

আসলে আপু শশুর বাড়ি থেকে বের হওয়ার সময় পাওয়া যায় না। আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98327.66
ETH 3508.12
USDT 1.00
SBD 3.27