বিচ্ছিন্ন ভালোবাসা দ্বিতীয় বা শেষ পর্ব||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পোস্টঃ

বিচ্ছিন্ন ভালোবাসা

girl-1866959__480.jpg

source

রনি ও প্রিয়ার দুই জনের পরিবার যেহেতু রাজি তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল, তাদেরকে বিয়ে দেওয়ার জন্য। ইতি মধ্যে প্রিয়া ও রনির বিয়ের দিন ঠিক হয়ে গেল। প্রিয়ারা ছিল ঢাকায় আর রনির বাবা মা ছিল বাড়িতে। যেহেতু তাদের দুই ভাইবোনের ছেলে মেয়ের বিয়ে তাই তারা দুজনে ঠিক করলো ঢাকায় অনুষ্ঠান হবে । তাদের বেশির ভাগ লোকজন ঢাকায় থাকে, তাই রনি ও প্রিয়ার বাবা মা ঢাকায় অনুষ্ঠানের আয়োজন করলো।


এখন দুই পক্ষ মিলে এক সাথে অনুষ্ঠান করবে। তারপর সব কিছু মিলে মহা দুম ধামে ওদের বিয়ে হয়ে গেল। দুই পক্ষ মিলে অনেক বড় অনুষ্ঠান করেছিল।তারপর প্রিয়া ও রনি দুজনের জীবন বেশ ভালো ভাবেই চলছিল। হঠাৎ করে রনি ট্রান্সফার হয়ে যশোরে চলে গেল। এভাবেই চলতে লাগল রনি ও প্রিয়ার জীবন।

ইতি মধ্যে রনি কয়েক দিনের ছুটি পেয়েছে, এখন বাড়িতে আসবে কিন্তু যশোর থেকে ঢাকায় এসেছে। এখন প্রিয়াকে নিয়ে বাড়ি আসবে,কিন্তু প্রিয়া আসবে না। তখন রনি বলল তাহলে তুমি থাক আমি বাবা মার কাছে যাই। প্রিয়া বলল তোমার বাবা মাকে ঢাকায় নিয়ে আসো। রনি বলল আসলে আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় ছয় মাসের মতো, এখনো আমি গ্রামের বাড়িতে যায়নি। তাই আমি গ্রামের বাড়িতে যাব তুমি গেল যাও, না গেলে থাক।সত্যি বলতে রনি চেয়েছিল প্রিয়াকে নিয়ে আসতে, কিন্তু প্রিয়া তো আসবে না।তারপর রনি একাই চলে আসলো। রনি আসার সময় প্রিয়া বলেছিল একদিন থেকে চলে আসতে কিন্তু রনি যে কয়দিন ছুটি ছিল সব কয়দিন বাড়িতে থেকে গেল। তারপর ছুটি শেষ হলে বাড়ি থেকে যশোর চলে গেল।

যশোরে গিয়ে রনি প্রিয়ার কোন ফোন পায়নি রাগ করে রনি ও ফোন দেয়নি। এভাবে বেশ কিছু দিন চলে গেল।আসলে ব্যাপারটা কেউ জানলো না শুধু রনি আর প্রিয়া ছাড়া। একদিন প্রিয়ার মা প্রিয়াকে বলল কি হয়েছে তোর, আগের মতো হাসিখুশি নেই কেনো? প্রিয়া বলল এমনি, প্রিয়ার মা আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে লাগল।একদিন বলল প্রিয়া রনিকে ফোন দেতো আমি কথা বলবো।প্রিয়া তখন বলল রনিকে তুমি ফোন দাও, আমি কাজ করছি।প্রিয়ার মা ভাবলো তাহলে ওদের মধ্যে কি কোন সমস্যা হয়েছে নাকি।


এদিকে রনি ব্যাপারটা রনির বড় বোনের সাথে শেয়ার করল।রনির বোন তাৎক্ষণিক ভাবে প্রিয়াকে ফোন দিল। প্রিয়া এমন ভাবে কথা বলল যেন রনির বোন কিছু টের না পাই।এভাবে বেশ কিছু দিন চলে গেল। তারপর সবাই ব্যাপারটা জানলো। এখন প্রিয়া বলেছে রনির সাথে সংসার করবে না।কারণ রনিকে তার আর ভালো লাগে না, এদিকে রনি ও বলল প্রিয়ার সাথে সংসার করবে না।পরে দু পক্ষ বেশ কিছু দিন অপেক্ষায় ছিল কিন্তু রনি ও প্রিয়া দু জনে তাদের সিদ্ধান্তে অটল রইল। তারপর দুজনের বাবা মা তাদের ছেলে মেয়ের সিদান্ধ মেনে নিল।অবশেষে এক বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটল।আসলে দু জনের একজন যদি একটু নরম হতো তাহলে মনে হয় এমনটা হতো না। তাই আমাদের সবারই উচিত সামান্য কিছু নিয়ে জেদ না করা। আমার গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।


আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে৷

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

বিচ্ছিন্ন ভালোবাসা আজকের শেষ পর্ব পড়ে খুব ভালো লাগলো। আসলে রনি এবং প্রিয়ার সম্পর্ক বিচ্ছেদের ঘটনা মর্মাহত। এ ধরনের ঘটনা আসলে আমাদের কারো কাম্য নয়। আমাদেরকে সবসময় একটি সম্পর্ক সারা জীবন অটুট থাকবে এই নিয়ে জীবনের মুহূর্ত পার করতে হতে হবে। গল্পটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

জি ভাইয়া এধরণের ঘটনা আসলে আমাদের কাম্য নয়,তবে অনেক সময় এধরণের ঘটনা ঘটে যায়।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রনি ও প্রিয়ার এই পরিনতি আসলে কারোই কাম্য নয়।যদিও গল্পের নাম দেখে বোঝা যায় বিচ্ছেদ হবে।যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন,শেষ করা সবই সহজ।তাই আমাদের উচিত হবে জেদ বা ইগো কমিয়ে সম্পর্ককে স্বাভাবিক করা।গল্পটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। অনেক অভিনন্দন আপনাকে।

 2 years ago 

সত্যি আপু সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যিই এরকম ছোট ছোট বিষয়ের কারণে অনেক সংসার নষ্ট হয়ে যায়। আপনি ঠিকই বলেছেন এখানে যদি দুজনের থেকে একজনের মন নরম হত তাহলে হয়তো এরকম হতো না।একটা মাত্র ছোট্ট বিষয় যদি যেকোনো একজন ফোন দিয়ে মিটিয়ে নিতো তাহলে তাদের সংসার এভাবে শুরুতেই ভেঙ্গে যেত না। এখনো তো তারা দুইজন তাদের সংসারকে গুছিয়ে নিতে পারেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু সংসার গুছিয়ে নেওয়ার আগেই তাদের সংসার শেষ হয়ে গেল, এই ছোট্ট ভুলের জন্য। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রথম পর্বগুলো যখন পড়েছিলাম আমার কাছে ভীষণ ভালোই লেগেছিল তাদের ভালোবাসার কাহিনী। এটা শুনে ভীষণ খুশি হয়েছিলাম যে তাদের পরিবার তাদেরকেই মেনে নিয়েছে এবং বিবাহবন্ধনে আবদ্ধ করেছে। কিন্তু এখন বেশ খারাপ লাগলো। সত্যিই তাদের জীবনটাই নষ্ট হয়ে গেল এই ছোট্ট একটি কারণে। আমাদের নিজেকেই এই ছোট বিষয় গুলো মিটিয়ে নেওয়া উচিত না হলে অনেক বড় একটি সমস্যা হতে পারে। যেমন রনি ও প্রিয়ার সংসার ভেঙে গিয়েছে। সুন্দর একটি গল্প সবার মাঝে ভাগ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই আমাদের এই ছোট্ট ছোট্ট ভুলগুলো মেনে নেওয়া উচিত, তা না হলেএউ ছোট ভুলে অনেক সংসার এভাবে ভেঙে যায়। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39