টক ঝাল মিষ্টি জলপাই আচারের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

টক ঝাল মিষ্টি জলপাই আচারের রেসিপি

Color Splash_2023102774618522.png

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আচার কার না পছন্দ বলুন। আমার মনে হয় ছোট বড় সবারই আচার অনেক পছন্দ। আর এখন অনেক জলপাই বাজারে পাওয়া যায়। আমার মেয়েরা জলপাই এর টক মিষ্টি ঝাল আচার বেশি পছন্দ করে। তাই আমি মাঝে মাঝে ওদের বানিয়ে দেয়।কিছু দিন আগে ও বানিয়ে দিয়েছি তবে সেগুলো শেষ হয়ে গেছে।তাই আবার মেয়ের জন্য কেক কিনতে গিয়ে দেখি অনেক জলপাই তাই আবার ও এক কেজি জলপাই কিনে এনেছি। আসলে আমার কাছে ও জলপাই এর আচার অনেক ভালো লাগে। আমাদের বাসার সবাই কম বেশি জলপাই এর আচার পছন্দ করে। যাইহোক আচার গুলো গতকাল রাতে বানিয়েছি, বানানোর সাথে সাথে সবাই কম বেশি খেয়েছে। আর খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তারপর আমি ও খেয়ে দেখলাম অনেক ভালো হয়েছিল। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে জলপাই এর টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

Color Splash_202310277745257.png
১.জলপাই
২.পাঁচফোড়ন
৩.চিনি
৪.লবন
৫.শুকনো মরিচ
৬.হলুদ ও ধনের গুঁড়ো
৭.সিরকা
৮.সরিষার তেল
৯.রসুনবাটা

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ-১

Color Splash_20231027703913.png
প্রথমে আমি এক কেজি জলপাই নিয়ে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়ায়ের ভিতর কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি।

ধাপ-২

Color Splash_202310277838895.png
বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি।তারপর ঠান্ডা হলে হাত দিয়ে জলপাই গুলো একটু ভেঙে নিয়েছি ।

ধাপ-৩

Color Splash_202310277559885.png

এখন চুলায় আর একটা কড়াই বসিয়ে কিছু শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিয়ে দিয়েছি।তারপর সেগুলো গুড়ো করে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি ।

ধাপ-৪

Color Splash_202310277342519.png

এখন চুলাই আবার কড়াই বসিয়ে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছে। তারপর শুকনো মরিচ রসুন বাটা, পাঁচফোড়ন, হলুদ ও ধনের গুঁড়ো দিয়েছি।

ধাপ-৫

20231026_193054.jpg20231026_192836.jpg

তারপর ভেঙে রাখা জলপাই গুলো দিয়ে দিয়েছি। জলপাই গুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু লবণ দিয়েছি।

ধাপ-৬

Color Splash_202310277526250.png
এখন পরিমাণ মতো চিনি দিয়ে বেশকিছু সময় রান্না করে নিয়েছি। চিনি ভালো করে গলিয়ে গেলে তারপর চিলিফ্লেক্স গুলো দিয়ে দিয়েছি।

ধাপ-৭

20231026_200246.jpg20231027_073625.jpg

চিলিফ্লেক্স দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর পরিমাণ মতো সিরকা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। এখন গরম গরম পরিবেশন করব।আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 last year 

যে মুহূর্তে আমি আপনার জলপাই আচারের পোস্ট পড়ছি ঠিক এই মুহূর্তে রাস্তা দিয়ে কোন হকার জলপাই আচার বিক্রয় করতে করতে যাচ্ছে মাইকে এলাম বাজাতে বাজাতে। সত্যি ভালো লাগলো দুইটি বিষয়ে একত্রে চোখের সামনে এবং কানে আসা অনুভূতি পেয়ে। এখন জলপাইয়ের আচার তৈরি করার সময় তো, তাই গ্রামে যাদের গাছ রয়েছে তারা আচার বানায়। আর এভাবে রাস্তায় অনেক মানুষের আবার বিক্রয় করতে দেখছি।

 last year 

তাহলে বেশ ভালোই হয়েছে, একটু খেয়ে দেখতেন আরো অনেক ভালো লাগতো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টক ঝাল মিষ্টি জলপাই আচারের রেসিপি। আসলে জলপাই আচারের রেসিপি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। কিছুদিন আগে আমার আম্মু বাড়িতে তৈরি করেছিল বেশ মজা করে এই রেসিপি খেয়েছিলাম। ধন্যবাদ আপু এত সুন্দর পদ্ধতিতে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু জলপাই আচার খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

টক ঝাল মিষ্টি জলপাই আচারের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। ধাপে গুলো দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া অবশ্যই তৈরি করবেন, ধন্যবাদ আপনাকে।

 last year 

আঁচার খেতে আমার কাছেও বেশ ভালো লাগে এবং এটা বিশেষ করে মেয়েরা বেশি খায়। টক ঝাল খেতে বেশি পছন্দ করে।আমার ও আঁচার খেতে অনেক ভালো লাগে। আপনি যে এত সুন্দর করে বাসায় এটা তৈরি করেছেন। আমি তো মনে করতেছি আপনার বাসায় চলে যাব খেতে। অনেক সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং বর্ণনা গুলি অনেক ভালো ছিল এবং আমার খুব বুঝতে সুবিধা হয়েছে। আপনি সুন্দর করে আমাদের মাঝে পরিবেশন করেছেন। অবশ্যই আপনার এটা দেখে বাসায় তৈরি করব। শুভেচ্ছা রইল।

 last year 

জি ভাইয়া দাওয়াত রইল আরো আচার বানিয়ে খাওয়াব, আসলে ছেলে মেয়ে সবাই পছন্দ কম আর বেশি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

জলপাই আচার খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। আপনি এক কেজি জলপাই কিনে এনেছিলেন এবং তা দিয়ে এই আচার তৈরি করা হয়েছিল নিশ্চয়ই অনেক মজাদার হয়েছে এটা। এই জলপাই তৈরি দেখে আমার ইচ্ছে করছে এখনই তুলে নিয়ে খেয়ে ফেলতে। জলপাই তৈরি করার ধাপ গুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জি ভাইয়া অনেক মজার হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 last year (edited)

টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার দেখে তো জ্বিহাতে জল চলে আসলো আপু। জলপাইয়ের আচার কখনো বাড়িতে বানিয়ে খাইনি তবে কিনে নিয়ে অনেকবার খেয়েছি বেশ ভালো লাগে। আপনার এই আচারের রেসিপি তৈরি প্রক্রিয়া অনেক সুন্দর হয়েছে আপু। আপু আপনার এই পোষ্টের পোস্টর কয়েকটি ছবি ইনভ্যালিড দেখাচ্ছে দয়া করে এটি ঠিক করে নিবেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

কই ভাইয়া এখানে তো সব ছবি ঠিক দেখাচ্ছে, ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। জলপাই আমার অনেক পছন্দের। তবে টক একটু বেশি হলে খেতে পারি না।আপনার জলপাই এর আচার দেখে জিভে জল চলে আসলো। টক ঝাল জিনিস গুলো মেয়ে মানুষের অনেক পছন্দের।যাইহোক আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি টি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

জলপাই আচারের রেসিপি বাহ্ দারুন হয়েছে। দেখে তো খেতে ইচ্ছে করছে। যদিও আমি আচার খুব কম খাই তবে জলপাই আচার এখনও খাওয়া হয়নি। এজন্য খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

জি ভাই একদিন অবশ্যই তৈরি করে খাবেন অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 last year 

আহ জলপাই এর আচার এর এই রেসিপি আমার কাছে যা লাগেনা। একদম অসাধারন হয়ে থাকে এই আচার গুলো। এইতো দুইদিন আগেও আম্মু এক বাটি আচার দিয়েছিলো একটু চেখে দেখতে। আমি পুরো বাটি শেষ করে দিয়েছিলাম মজা লেগেছিলো বলে। বাজারে প্রায়ই জলপাই দেখতে পাই এখন। বানাতে হবে বাসায় এনে।

 last year (edited)

জি ভাইয়া বানিয়ে খাবেন অনেক মজা লাগে, ধন্যবাদ ভাইয়া ।

 last year 

যে কোন ফলের আচার খেতে আমি খুবই পছন্দ করি। আর যদি হয় জলপাইয়ের আচার তাহলে তো কোন কথাই নেই। জলপাইয়ের আচার খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর প্রত্যেক সিজনে তৈরি করার চেষ্টা করি। আগে তৈরি করলেও এখন খুব একটা তৈরি করা হয় না। বিশেষ করে এই বছরে তৈরি করা হয়নি। তবে আপনার পোষ্টের মাধ্যমে দেখে লোভ লেগে গিয়েছে অনেক বেশি। একা একা আচার তৈরি করে খেয়ে ফেলতেছেন এটা কি ভালো হচ্ছে? আমার জন্য পাঠিয়ে দিবেন মাঝে মাঝে।

 last year 

আপু আচারের দাওয়াত রইল চলে আসবেন সময় করে, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 78880.92
ETH 3188.85
USDT 1.00
SBD 2.68