জেনারেল রাইটিংঃ অর্থই অনর্থের মূূল

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট

PhotoCollage_1690363727343.jpg

আমাদের জীবনে চলতে হলে অর্থের প্রয়োজন হয়। আবার অতিরিক্ত অর্থ থাকলেও মানুষ ধ্বংস প্রাপ্ত হয়।কথায় বলে, দুনিয়াটা টাকার কারখানা ।এ পৃথিবীতে অর্থ বা ঐশ্বর্য মানুষের একান্ত প্রয়োজন। আর অর্থের জন্য মানুষ জীবনসংগ্রামে লিপ্ত হয়। এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন অনস্বীকার্য,কারণ অর্থ ছাড়া জীবনে কিছুই করা সম্ভব নয় । আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই অর্থের চাহিদা অপূরণীয়। তাই মানুষ তার কাঙ্খিত অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে।

বর্তমান পৃথিবীতে একমাত্র অর্থের মাপকাঠি দ্বারাই পতি-পত্তি ও সম্মান নির্ণিত হয় । বিপদে -আপদে, উৎসবে, জন্ম- মৃত্যুতে জীবনের প্রতিটি ক্ষেত্রেই অর্থের প্রয়োজন। আবার অর্থের প্রতি অতিরিক্ত লোভেই মানুষ মানুষকে খুন করতে পারে। আর অর্থের জন্য মানুষের এই পাশবিকতা মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয। বেশি অর্থে বেশি সুখ শান্তি বিরাজমান মনে করে লোভী মানুষ অর্থ উপার্জনের জন্য অবৈধ পথ ধরে। ফলে অন্যের উপর অত্যাচার, অনাচার দুর্নীতি চালিয়ে, অন্যকে শোষণ করেই নিজের সমৃদ্ধ ঘটানোর চেষ্টা চালায় । পরি নামে অর্থলোভী মানুষ সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি করে অনর্থ ঘটায়।


আসলে অর্থ জীবনে সুখের উপকরণ। প্রতিপত্তি ও সম্মান নির্ণীত হয়। অবৈধ পথে অর্থ উপার্জনের জন্য লোভী মানুষ তৎপর। এই লোভ মানুষকে পাপের দিকে ঠেলে দেয়, অন্যায়ের পথে পরিচালিত করে। তাই অর্থকে অনর্থের মূল বলা অস্বাভাবিক কিছু নয়। আর পৃথিবীতে সকল অশান্তি ও অনর্থের মূলে রয়েছে অর্থ।

অর্থের লোভেই সীমার ইমাম হোসেনকে হত্যা করেছিল। অর্থের লোভেই মানুষ নৈতিকতা বিসর্জন দেয়। অর্থই মানুষের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিজ্ঞ লোকেরা বলেন অর্থই অনর্থের মূল।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
বিষয়'অর্থই অনর্থের মূল '

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 last year 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
আসলে আমরা সবাই সকাল থেকে নিয়ে রাত অব্দি এই অর্থের পিছনেই ছুটাছুটি করছি।
অর্থই মনে হয় আমাদের জীবনের সব।
এজন্যই অনেক লেখক অর্থকে সেকেন্ড গড বলে আখ্যায়িত করেছেন।
এটাও ঠিক টাকা-পয়সা থাকলে যেমন সুখ আসে আবার এর বিপরীত হতে পারে।
তবে যদি বৈধ পথে ইনকাম হয় তাহলে অবশ্যই সুখ শান্তি থাকবে ।অবৈধ পদে ইনকাম হলে টেনশনে মাথা ঘুরবে।

 last year 

জি ভাইয়া অবৈধ পদে আমাদের ইনকাম করা মোটেও উচিত নয়, ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন। এটা ঠিক অর্থের প্রয়োজন আছে।কিন্তু এই অর্থই আবার অনর্থের মূল।তাই অতিরিক্ত অর্থ মানুষের বিপদ ডেকে আনে। অনেক বেশি টাকা - পয়সা আমাদের কাম্য নয়।ধন্যবাদ আপু সুন্দর বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56784.71
ETH 2392.67
USDT 1.00
SBD 2.27