বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আসলে ঘুরতে সবারই অনেক ভালো লাগে। আমার কাছে ঘুরতে বেশ ভালো লাগে। আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি ভূমি আমাদের এই বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আরো দুদিন আগে আমি বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম বাবার বাড়িতে। আসলে পরীক্ষা শেষ হলে সব বাচ্চারাই বেড়াতে যাওয়ার জন্য অস্থির থাকে। তারজন্য আমি গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। তবে বেড়াতে গিয়েছিলাম ঠিক কিন্তু আবার সেই দিনই চলে আসতে হয়েছে। আর বাচ্চারা নানু বাড়িতে থাকতে পারেনি দেখে তাদের মন অনেক খারাপ। আসলে আমাকে ছাড়া কখনো থাকেনি তো।আর বাবার বাড়িতে গেলে সব মেয়েরা মুক্ত পাখির মতো ঘুরেবেড়ায়। যদি ও বর্তমান শশুর বাড়িতে ও ঘুরে বেড়ায়। তবে বাবার বাড়িতে কোন পিঁছু টান থাকে না। তাই আমরা সবাই মিলে প্রকৃতির মাঝে ঘুরতে গিয়েছিলাম। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
এটা হচ্ছে আমাদের ফসলের মাঠ। আসলে এই মাঠে আসলে আমার মন প্রাণ জুড়ে যায় ।ছায়ায় ঘেরা কাক ডাকা আমাদের এই ফসলের মাঠ। আমরা কয়েক জন মিলে গিয়েছিল। আসলে মাঠে এখন প্রায় ধান কাটা শেষ । নতুন ধান ঘরে তুলে কৃষকদের মনে হাসি ফুটে উঠেছে। আর ঘরে ঘরে শুরু হয়ে গেছে নবান্নের উৎসব। আসলে এমন মাঠে ঘুরে বেড়াতে পড়ন্ত বিকালে বেশ ভালো লেগেছিল। সত্যি এ বিকেল বেলা প্রকৃতি জেনে অপরূপ রূপে সেজেছিল।
আমাদের মাঠে সব থেকে আগে ধান কাটা শেষ হয়ে যায়। পাশে রয়েছে ঘাস লাগানো। সত্যি এমন সবুজ ঘাসে ঘুরে বেড়ালে মন প্রাণ জুড়ে যায় । যে সকল জমিতে ধান কাটা শেষ হয়ে গেছে সে সকল জমিতে আরো অনেক ফসল করছে। অনেকে টমেটো লাগিয়েছে।
আসলে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। বিকেলে পড়ন্ত বেলায় হালকা রোদে এভাবে ঘুরতে অনেক ভালো লেগেছে।আসলে লোকজন এক পাশ দিয়ে ধান কাটছে আরেক পাশ দিয়ে এভাবে পিঁয়াজ, বেগুন ও বাঁধাকপি লাগিয়েছে দেখতে অনেক ভালো লেগেছে। সত্যি বাঁধাকপি গুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। আসলে এভাবে টাটকা জিনিস খেতে পারলে অনেক ভালো হয় আমাদের। কিন্তু আমরা তো সব সময় টাটকা জিনিস পায় না। আমরা কয়েক ভাই বোন মিলে ঘুরতে গিয়েছিলাম তাই হয়তো আরোও বেশি ভালো লেগেছিল। সত্যি এভাবে পড়ন্ত বিকালে সবাই মিলে ঘুরার মাঝে অন্যরকম আনন্দ ।
আসলে আমরা কিছু দূর যেতেই চোখে পড়ল সরিষা ফুল।সত্যি সরিষা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লেগেছিল। আসলে বাচ্চারা অনেক গুলো ফুল নিয়ে এসেছে। তবে অনেক দিন পরে সরিষা ফুল দেখে সত্যি ভালো লেগেছে। আমরা সরিষা ফুলের পাশে ছিল শিম গাছ। আসলে গাছের শিম গুলো দেখতে অনেক ভালো লেগেছে । গাছ হচ্ছে আমার এক চাচার, তারপর চাচাকে বলে অনেক গুলো শিম এনেছি।তবে দাম দিতে গেলে চাচা নেইনি।যাইহোক পড়ন্ত বিকেলে প্রকৃতির মাঝে সুন্দর একটি সময় কাটিয়েছি আমরা।আর যার মন খারাপ থাকে প্রকৃতির মাঝে গেলে এমনিতেই মন ভালো হয়ে হয়ে যায়। আমরা অনেক সুন্দর একটি সময় কাটিয়ে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর, রাজেন্দ্র কলেজ |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।আমার কাছে নতুন নতুন ডাই ও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি।
আসলেই এটা কিন্তু ঠিক, পরীক্ষা শেষ হলে বাচ্চারা বেড়াতে যাওয়ার জন্য বায়না ধরে। বাবার বাড়িতে গিয়ে দেখছি বিকেলবেলায় প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য বেরিয়ে পড়েছিলেন। প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে আসলে মনটা একেবারে ভালো হয়ে যায়। তবে আপনারা থাকেননি এটা জেনে খারাপ লাগলো। বাচ্চারাও আর থাকতে পারেনি আপনার জন্য। থাকতে না পারায় তাদের মন খারাপ হয়েছিল বুঝতেই পারছি। প্রকৃতির এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে আমার কাছে ভালো লেগেছে। মুহূর্তটা নিশ্চয়ই খুব ভালো ছিল।
আসলে আপু বাড়িতে ধান কাটছে তার জন্য থাকতে পারিনি, ধন্যবাদ আপু।
ঘুরাঘুরি করার সবারই খুবই পছন্দের। আর যদি হয় প্রকৃতির মাঝে তাহলে তো কোন কথা নেই। বিকেল বেলায় প্রকৃতির মাঝে দেখছি বেশ ভালো সময় অতিবাহিত করেছিলেন। তবে বাচ্চাদের মন খারাপ হয়েছে, নানুর বাড়ি থেকে চলে আসার কারণে, এটা জেনে খুব খারাপ লাগলো। ঘুরাঘুরি করার সময় বেশ কিছু ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লেগেছে। আপনার ঘুরাঘুরি করার মুহূর্তটা এবং ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
সত্যি বাচ্চাদের অনেক মন খারাপ ছিল থাকতে পারেনি দেখে, ধন্যবাদ ভাইয়া।
মাঝেমধ্যে এমন সবজি খেতে মধ্যে ঘোরাঘুরি করতে আমারও ভালো লাগে। খুব সুন্দর একটি মুহূর্ত। এমনিতেই শীতকালে বিভিন্ন প্রকার শাকসবজি ও ফসল মাঠে দেখতে পাওয়া যায়। তার মধ্যে থেকে ফটোগ্রাফি ধারণ করতে আর সময় অতিবাহিত করতে সত্যি ভালো লাগে। খুব সুন্দরভাবে আপনি সরিষা ফুলের ফটোগ্রাফি সহ মাঠে বিভিন্ন দৃশ্য ধারণ করেছেন।
প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বাচ্চারা না শুধু বড়রাও ছুটি পেলে আর ঘরে থাকতে চায়না।আসলে একঘেয়েমি কাটাতে ঘোরাঘুরির কোন বিকল্প নেই। পোস্ট পড়ে বুঝলাম অনেক ভাল সময় কাটিয়েছেন প্রকৃতির মাঝে। শীতের শুরুতে গ্রামের মেঠো পথে ঘুরতে বেশ ভালই লাগে।মন ভাল হবার সাথে বাড়তি লাভ হিসেবে শিম গুলো পেলেন। ভাল লাগল আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ ঘোরাঘুরির মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।
তা ঠিক বলেছেন শিম গুলো বাড়তি হিসেবে পেয়েছি, ধন্যবাদ ভাইয়া।
বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি সবগুলো ফটোগ্রাফি দেখলাম। কোথাও দেখলাম খালি জমি,আবার কোথাও ধানের জমি ,আবার কোথাও সবজির জমি। একটা জিনিস খেয়াল করলাম যে,আপনাদের দিকে প্রচুর পরিমাণে সরিষা ক্ষেত করা হয়েছে। সবগুলো জমির মধ্যে সরিষা ফুল ফুটলে পরিবেশটা দারুন লাগবে। ধন্যবাদ।
জি ভাইয়া পরিবেশটা অনেক সুন্দর ছিল, ধন্যবাদ ভাইয়া
গ্রামের আলাদা একটা মায়া আছে আপু। গ্রামীণ পরিবেশ এ একটা পড়ন্ত বিকেল কাটালে যে কারোর মন ভালো হয়ে যাওয়ার কথা। আপনার বাচ্চারা এমন গ্রামীণ পরিবেশে বেশ মজা করেছে। আর যতবার আমি সরিষা ফুল এর ছবি দেখি,, আমার খালি সরিষা ফুলের বড়া খাওয়ার জন্য মন আকুপাকু করে 🥹
আপু একদিন সময় করে চলে আসবেন, অনেক ভালো করে দুজনে ঘুরব,ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু স্কুল বন্ধ পেলেই মামা বাড়িতে যাওয়ার জন্য সব বাচ্চাই অস্থির হয়ে পড়ে।প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে সত্যি খুব ভালো লাগে।সরিষা ফুল গুলো খুব সুন্দর লাগছে দেখতে।সত্যি পরন্তু বিকেলের রোদ খুব মিষ্টি লাগে শীতের দিনে।খুব ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
আপু আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।
একে ঠিক বাচ্চারা পরীক্ষা শেষ হলে বেড়াতে অনেক পছন্দ করে। যাইহোক বেড়াতে গিয়ে অনেক সুন্দর করে প্রকৃতির ফটোগ্রাফি করেছেন। আপনার সবুজ শ্যামলা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফি গুলো বেস্ট চমৎকার হয়েছে। আসলে গ্রাম অঞ্চলের পরিবেশ সত্যিই অসাধারণ। যারা বিশেষ করে শহরে থাকে তারা গ্রামে গেলে তাদের কাছে অন্যরকম লাগে। যাইহোক অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু পোস্টটি পরে মন্তব্য করার জন্য
গ্রামাঞ্চলে এরকম প্রাকৃতির মাঝে ঘুরতে আলাদা একটা ভালো লাগে। আর ছোট বাচ্চারা যখন স্কুল বন্ধ হয় তখন আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে অনেক পছন্দ করে। তবে আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। শীতের আগমনে এমনি পরিবেশ অনেক ভালো লাগে ঘুরতে গেলে। আর এখন সব জায়গাতে নতুন ধরনের শীতের চাষ করতেছে। তবে আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
পোস্ট করে মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ