বিকেলে নদীর পাড়ে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

বিকেলে নদীর পাড়ে ঘোরাঘুরি

20230626_125126.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ঘোরাঘুরি করতে আমার মনে হয় সবারই অনেক ভালো লাগে।তবে আমার কাছে অনেক ভালো লাগে, তাই তো সময় পেলেই চলে যায় কোথায় ও ঘুরতে।তাই ঈদে আমাদের আত্মীয় স্বজন অনেকেই এসেছে। সব কাজ কর্ম শেষ করে সবাই বললো চলো বিকেলে একটু ঘুরে আসি। তবে কোথায় যাব তা কিন্তু কেউ ঠিক করেনি।তখন বিকেল সাড়ে চারটা বাজে। তখন সবাই সিদান্ত নিল আমাদের নদীর পাড়ে সুন্দর ঘোরার মতো জায়গা হয়েছে এখন সবাই মিলে ঘুরে আসি। এখানে কাছে আছে তাই তারাতাড়ি ঘুরে আসা যাবে। তাছাড়া এখন নদীতে অনেক পানি বাড়ছে।আগে নদীতে শুধু কচুরিপানা দিয়ে ভরা ছিল। এখন বৃষ্টির জন্য যেমনি পানি হয়েছে আর পানির জন্য কচুরিপানা গুলো সরে গেছে।

20230627_173354.jpg

20230627_173211.jpg

প্রথম আমরা নদীর পাড়ে এভাবে ঘুরতে লাগলাম। আসলে এই যে নদীর পানি দেখছেন এটা হলো কয়েক দিন আগে এসেছে। হঠাৎ করেই গিয়ে দেখি নদীতে অনেক পানি হয়েছে নতুন পানি।এই পানিতে সবাই নৌকা নিয়ে ঘুরছে। আসলে আমাদের এপাড়ে নৌকা ছিল না বিধায় আমরা নৌকাতে উঠতে পারিনি।তারপর নদীতে অনেক কচুরিপানা ছিল পানির বাড়ার কারণে চলে গিয়েছে।

20230626_125227.jpg

কিছু দূর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা যেখানে কয়েক দিন আগে কাজ করছিল। আসলে পাশেই রয়েছে হাইওয়ের ব্রিজ। আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে নদী ভরাট শুরু করেছিল। তারপর সবাই মিলে চলে গেলাম নদী ভরাট দেখার জন্য।

20230626_125203.jpg

এই যে নদী বাঁধা দেখা যাচ্ছে। আমি আগে যখন কাজ শুরু করেছিল তখন গিয়েছিলাম। তবে কাজ শেষ হওয়ার পরে আর যাওয়া হয়নি। সত্যি নদীর পাড়টা মনে হচ্ছে একটা ছোটখাটো পার্ক। আমরা তো অনেক লোকজন গিয়েছি।তবে সবাই সবারই মতো ঘুরছে। অনেকেই নদীর পাড়ে নেমে পানি ধরতে থাকলো।আসলে এমন নদীর ঘাটে বসে প্রকৃতির হাওয়ায় ঘুরতে অনেক ভালো লাগে । আর নদীর পাড়ে এ ভাবে ঘুরতে মন কার না চায়।

20230626_125126.jpg

20230626_125118.jpg

20230626_125112.jpg

তারপর আমরা আর একটু সামনে এগিয়ে গেলাম। আসলে সামনের দৃশ্য গুলো আরো অনেক ভালো লাগল। নদীর ভিতরের পাথরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমাদের মধ্য কয়েক জন নেমে নদীর কাছের পাথর গুলো ধরছে। যেমনি আবহাওয়া ঠান্ডা ছিল কারণ আকাশ মেঘলা ছিল তারপর এমন সুন্দর জায়গায় ঘুরা অনেক ভালো একটা সময় কাটিয়েছি।এমন জায়গায় ঘুরতে সবারই ভালো লাগবে।আমরা গতকাল বিকেলে অনেক ভালো একটা সময় কাটিয়েছি সবাই মিলে ।আশকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনলিংক

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

2GZpiygLZbndtMBNRVUJ19to2HA8AJHhDzhWy6HXkpbABs3wVi77RWv7qwHBXVEN3qzVymfDrdF7YupEDxp2dxQk8bz63txFqiUxURWQ1BudgH7GRTX4aoe8KcTgjL...rqmazngaQSFCEE1jXrmR7g8aaRttRx4JkC2twxSFfTuT37LxyiG5FBmgWctHLy1bxhovdtRWRZAhst4UtrYW1GhfoWLVYrog3FtTpgC8XsdEsddY2raMrKZQgM.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 last year 

নদীর পাড়ে দারুন সময় অতিবাহিত করেছেন। সত্যিই এই সুন্দর মুহূর্ত গুলো মনে রাখার মত। যেটা আমরা গত কয়েকদিন যাবত উপভোগ করছি ভালো লাগলো আপনার কাটানো মুহূর্ত।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল, ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি ঠিক বলেছেন নদীর পাড়ে বসে এভাবে বাতাস খেতে কার না মন চায় ।।আমার তো বেশ ভালো লাগে খোলামেলা প্রকৃতি আমার খুব পছন্দের। নদীর পার হলে তো কোন কথাই নেই। দেখে ও মনে হচ্ছে নদীতে নতুন পানি হয়েছে,একটু ঘোলাটে টাইপের। আপনাকে ধন্যবাদ আপু নদীর পাড়ে কাটানো সুন্দর মুহূর্তটাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সত্যি আপু এভাবে নদীর হাওয়া পেতে অনেক ভালো লাগে,ধন্যবাদ আপনাকে।

 last year 

গতকাল বিকেলে দেখছি অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলেন নদীর পাড়ে গিয়ে। আসলে এরকম নদীর পাড়ে ঘোরাঘুরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। সবাই মিলে নদীর পাড়ে ঘোরাঘুরি করার আনন্দ একেবারে অন্যরকম হয়। এরকম ঘোরাঘুরি করলে মনটাও একেবারে ফ্রেশ থাকে। বেশ কিছু ফটোগ্রাফি করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

নদীর পাড়ে দারুন সময় কাটিয়েছেন দেখেই তো আমার নদীর পাড়ে ঘুরতে যেতে ইচ্ছে করছে। ঘোরাঘুরি করলে মন ভালো থাকে অনেক ধন্যবাদ মাঝে মাঝেই এমন জায়গায় ঘুরতে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

জি ভাইয়া অবশ্যই মন ভালো থাকে, ধন্যবাদ আপনাকে।

 last year 

গোধূলি বিকেলে নদীর পাড়ে চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন‌। বিকেলবেলা নদীর পাড়ে ঘুরাঘুরি মুহূর্ত সত্যি বেশি দুর্দান্ত হয়ে থাকে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য চমৎকার উপভোগ করা যায়। নদীর পাড়ে কাটানোর মুহূর্তের অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

ধন্যবাদ আপনাকে

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

 last year 

নদীর পাড়ে সত্যি ই খুব ভালো লাগে। আপনি নদীর পাড়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। নদীর পাড়ে সুশীতল বাতাস মনকে প্রশান্তি এনে দেয়। বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন, ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য

 last year 

যদি কোন জায়গায় ঘোরাঘুরি করতে যেতে হয় তাহলে বিকেল বেলাতে অনেক বেশি পারফেক্ট। কারন তখন রোদ কম থাকে প্রকৃতি অনেক সুন্দর থাকে। আপনি বেশ সুন্দর করে নদীর পাড়ে ঘোরাফেরা করছেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন ভাল লাগল পড়ে।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য

 last year 

মাঝে মাঝে মন চায় বিশ্বাস কোন স্থানে যায় এবং ঘোরাঘুরি করে আসি। আর এই ঘোরাঘুরির মধ্যে রয়েছে অন্যরকম ভালোলাগা। এটা মন প্রফুল্ল থাকে। সুন্দর একটা মুহূর্তে দারুন অনুভূতি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভালো লাগলো এত সুন্দর পোস্ট পড়ে এবং বর্ণনার সাথে ফটোগ্রাফি দেখে।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31