একটু ঘোরাঘুরি ও কিছু কেনাকাটা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।
একটু ঘোরাঘুরি ও কিছু কেনাকাটা
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। বর্তমান যেহারে গরম তার ওপর আবার কারেন্ট এর সমস্যা সব মিলে কোন কিছু করা আর ভালো লাগে না। তবে আমার বাংলা ব্লগ এমন একটা জায়গা এখানে না আসলে আরো ভালো লাগে না। তাই তো হাজার কষ্ট হলেও চেষ্টা করি আমার বাংলা ব্লগের সাথে থাকার জন্য। যাইহোক কয়েক দিন আগে গিয়েছিলাম বাজারে। বাজারে তেমন কিছু কিনার ছিল না তবে আমার মেয়েদের জন্য টুকিটাকি কিছু খাবার ও খেলনা কিনার জন্য গিয়েছিলাম। আসলে যেখানে যায় না কেনো এক জিনিস কিনতে গেলে তো আর এক জিনিস কিনা হয়। তো চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রথমে আমরা গেলাম এক চাচার দোকানে চিড়া ও মুড়ি কিনার জন্য। আসলে চিড়া মুড়ি সব সময় আপনাদের ভাই কিনে তবে এবার আমি যখন গেলাম তাই কিছু চিড়া ও মুড়ি নিয়ে আসব।যেহারে গরম বলার মতো নয়। দোকানে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে চলে গেল কারেন্ট। দোকানদার চাচাকে দেখলাম তালের পাখা দিয়ে বাতাস করছে।তারপর চাচাকে মুড়ি ও চিড়া মেপে রাখতে বললাম। আমরা আরো কিনাকাটা করে এসে নিয়ে যাব।
এখন চলে আসলাম কিছু ফল কিনার জন্য।তারপর কিছু আম ও কলা কিনলাম। ফল বিক্রিতার পাশে দেখলাম অনেক সবজি, তাই ভাবলাম কিছু সবজি নিয়ে যায়। তারপর শসা, লাউ ও চিচিঙ্গা কিনলাম। আসলে আরো অনেক কিছু কিনতে ইচ্ছে ছিল কিন্তু অনেক গরম তারপর আবার হাতে রাখাও মুশকিল। তাই চলে গেলাম অন্য কিছু কিনার জন্য।
তারপর আমার সবজি ও ফল গুলো চাচার দোকানে রেখে দিলাম। আসলে সব কিছু নিয়ে ঘোরাঘুরি করা মুশকিল। আবার চাচার দোকান থেকে কিছু ছোলার ডাল নিলাম হাঁসের ডিম দিয়ে রান্নার জন্য । আসলে হাঁসের ডিম তো আর কিনতে হয় না, নিজেই হাঁস পালন করি।তাই মাঝে মাঝে শুধু ডাল কিনে আনি।তারপর বাচ্চাদের ভেজে খাওয়ার জন্য কিছু চিপস কিনে আনলাম। এই সব কিনাকাটা দোকানদার চাচার কাছে রেখে চলে গেলাম অন্য পাশে ঘোরার ও বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে।
রোডের সাইডে দোকান তো তাই তেমন কিছু নেই। তবে আমি ও তেমন কিছু কিনব না। মেইন উদ্দেশ্য হলো এই মার্কেটে কখনো ঢুকিনি তাই দেখার জন্য। দেখতে গেলে তো কিছু না কিছু কিনতেই হয়।আসলে কারেন্ট না থাকার কারণে আমি আর ভিতরের দিকে যায়নি। প্রথম দুই দোকান থেকে বাচ্চাদের জন্য দুটি খেলনা ও কিছু ব্যান্ড ও ক্লিপ কিনেছি।তারপর গরমে তো আর যাই খাক না কেনো আইসক্রিম তোবাদ যাবে না। অবশেষে দুটি কোণ আইসক্রিম কিনে নিয়ে এসেছি। যাইহোক আমরা বেশ ভালোই ঘুরাঘুরি ও কেনাকাটা করেছি।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
আসলে এখন অনেক বেশি গরম পড়ছে, যার জন্য কিছুই ভালো লাগেনা। আর আমার বাংলা ব্লগ এমন একটা জিনিস, যেখানে না আসলে আরো বেশি ভালো লাগে না আপনার মত আমার কাছেও। বেশ কিছু কেনাকাটা করেছিলেন দেখছি আপনি। অবশেষে দুটি কোণ আইসক্রিম কিনে নিয়ে এসেছিলেন। একটু ঘুরাঘুরি এবং কেনাকাটা বেশ ভালোই করেছিলেন দেখে বুঝতে পারছি। কেনাকাটা এবং ঘুরাঘুরি করার এত সুন্দর মুহূর্তটা পড়ে অনেক বেশি ভালো লাগলো।
ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।
একসাথে ঘোরাফেরা করলেন আবার সেখানেই অনেক কিছু কেনাকাটা করলে সুন্দর মুহূর্ত শেয়ার করলেন আপনি। বাজারে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে বেশ ভালোই লাগলো। আসলেই বাজারে গেলে শুধু ঘোরাফেরা না সাথে খাওয়া দাওয়া ও হয়। তাছাড়া বাজারে গেলে সুন্দর কিছু দেখলে নিতে ও ইচ্ছে করে। আপনার ব্লগ পড়ে অনেক ভাল লেগেছে।
আপনাদের ভালো লাগা আমার কাছের স্বার্থকতা, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকবেন।
আমার বাংলা ব্লগ থেকে দূরে থাকা যায় না। আপনি বেশ ভালো ঘুরাঘুরি করেছেন সাথে কেনাকাটাও হয়ে গেল। পোস্ট পড়ে এবং ছবিগুলো দেখে খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমিও একটু বাজার থেকে ঘুরে আসি। আইস্ক্রিম এর ছবি দেখে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু।
সত্যি ভাইয়া এই গরমে আইসক্রিম বাচ্চাদের খেতেই হবে, ধন্যবাদ আপনাকে।
বাজারে মেয়েদের জন্য টুকিটাকি খাবার কিনার খুবই সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর আপনি যে নিজেই হাস পালন করেন এটা জেনে আমার খুবই ভালো লেগেছে। যাহোক ঘোরাঘুরির চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি ভাইয়া আমার অনেক হাঁস আছে, আমার পোস্ট আপনার ভালো লেগেছে যেনেে। অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া