সূর্যমুখী ফুল বাগানে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

সূর্যমুখী ফুল বাগানে ঘোরাঘুরি

IMG_20240209_155006.jpg

 বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আজ এসেছে একটি ঘোরাঘুরি পোস্ট নিয়ে। যাইহোক অনেক দিনের ইচ্ছা ছিল সূর্যমুখী বাগানে ঘুরতে যাওয়ার। আসলে সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না। তবে সূর্যমুখী বাগানের ওখানে আমাদের একটা দাওয়াত ছিল গত শুক্রবারে। আমাদের পরিবারের সবাই গিয়েছিল দাওয়াত খেতে।আর সেখানে থেকেই আমাদের ঘুরা। আসলে সবাই মিলে এই জায়গায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর সেই ঘুরাটা  যদি প্রিয় কোন জায়গায় হয় তাহলে তো কথাই নেই।তবে আমরা গিয়েছিলাম দুপুরবেলায় তার জন্য মনের মত ছবি তুলতে পারিনি । সত্যি বলতে দুপুরবেলায় সূর্যের তাপে ফুলের দিকে তাকানো যাচ্ছিল না। তবে আর যাই হোক বাচ্চারা ফুলগুলো দেখে অনেক আনন্দ অনুভব করছিল। যাইহোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট। 

IMG_20240209_160137.jpg

IMG_20240209_160133.jpg

IMG_20240209_160210.jpg

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। অপরূপ সৌন্দর্যে লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। আমরা কয়েকজন আগেই তাদের বাসায় পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আমাদের আরও লোক না আসাতে আমরা আর বাসার ভেতরে ঢুকিনি। আমার বড় জা আসতে একটু দেরি হাওয়ায় আমরা ভাবলাম আমরা আগে একটু সূর্যমুখী বাগানে ঘুরে আসি। তবে আমরা আগে যখন সূর্যমুখী বাগানে গেলাম দূর থেকে শুধু ফটোগ্রাফি করে নিয়েছি। তারা আমাদের বাগানের ভিতরে ঢুকতে দেয়নি। যাইহোক ঢুকতে না দেয়ার কথা বলাতে কিছুক্ষণ পর একজন লোক এসে আমাদের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল। আর ইতিমধ্যেই আমাদের সকল লোক চলে এসেছিল। আমরা সবাই যার যার মতন ঘুরতে থাকলাম। বেশ ভালো লাগছিল এভাবে ঘুরতে।

IMG_20240209_155457.jpg

IMG_20240209_155006.jpg

IMG_20240209_154912.jpg

IMG_20240209_154625.jpg

আমরা অনেক সময় ঘুরাঘুরির পর বাচ্চারা তাদের মতন করতে শুরু করল। আসলে বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে এভাবে পুরো ফুল বাগান ঘুরে দেখতে পেয়ে।সত্যি চার পাশে এমন ফুল এর সৌন্দর্য কার না ভালো লাগে। আমার মনে হয় কেউ একবার গেলে বারবার যেতে চাইবে এই সূর্যমুখী বাগানে।তবে অতিরিক্ত রোদের কারণে আমরা তেমন ঘুরতে পারিনি।আসলে সকাল কিংবা বিকেলে হয়তো ছবি তোলার জন্য পারফেক্ট ছিল। আসলে দিনটি শুক্রবার ছিল তাই সারাক্ষণই ভীর লেগেই ছিল। তবে আমরা গেটের ভেতরে ঢুকায় বেশ নিরিবিলি একটি সময় কাটিয়েছি শুধু আমাদের পরিবারের লোকজন গুলো।সত্যিই এমন আনন্দঘন মুহূর্ত অনেক ভালো লাগে। আসলে নিজের লোকদের নিয়ে প্রিয় জায়গায় ঘুরতে সবারই অনেক ভালো লাগে

IMG_20240209_154617.jpg

IMG_20240209_154559.jpg

IMG_20240209_154556.jpg

তবে বাচ্চারা মাঝের ফাঁকা জায়গায় দিয়ে অনেক আনন্দ করে খেলাধুলা করেছিল।। শুধু বাচ্চারা বললে ভুল হবে আমরা অনেক ভালো একটি সময় কাটিয়েছি। আপনাদের হয়তো বলে বোঝানো যাবে না কত সুন্দর আনন্দ করেছে বাচ্চারা তবে ফটোগ্রাফি দেখলে অনুভব করতে পারবে।আমরা কিন্তু অনেক সময় ধরেই সূর্য মুখে বাগানে ঘোরাঘুরি করেছি । আসলে আমরা দুবার ঘোরাঘুরি করেছি একবার খাওয়া খাওয়া-দাওয়ার আগে আবার শেষ করে। আসলে এখান থেকে আর ফিরে আসতে ইচ্ছে করছিল না, তবে আসছে তো হবেই ।সত্যিই এমন জায়গায় একবার গেলে বার বার যেতে চাই।

IMG_20240209_154510.jpg

IMG_20240209_160958.jpg

IMG_20240209_155228.jpg

IMG_20240209_154556.jpg

আসলে আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম তাই অনেক ভীর ছিল। আমাদের মতো অনেকেই এই সূর্যমুখী বাগানে ঘুরতে এসেছে। অনেকে ফুলের ভিডিও করছে।আসলে আমরা যেহেতু দুপুর বেলা গিয়েছিলাম তাই অনেক ফুল গুলো শুকিয়ে গিয়েছে। এখনতো ফুল ফোটা প্রায় শেষের দিকে। তবে ভিতরের কিছু নতুন ফুল ফোটছে।আসলে যার মন ভালো থাকবে না সে যদি এমন ফুলের মধ্যে ঘুরতে আসে মন এমনিতে ভালো হয়ে যাবে। যাইহোক আমরা সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 5 months ago 

এতগুলো সূর্যমুখী ফুলের সৌন্দর্য শেষ কত উপভোগ করেছি আমার মনে নেই।
তবে আপনার পোষ্টের মাধ্যমে এরকম সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগলো।
পড়ে বুঝতে পারলাম আপনার মেয়েরা অনেক হ্যাপি ছিল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জি ভাইয়া বাচ্চারা অনেক খুশি ছিল, ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

সূর্যমুখী বাগানের অপরূপ সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে শুক্রবারে আপনাদের দাওয়াত ছিল দাওয়াতও খাওয়া হয়ে গেল আর সেই উদ্দেশ্যে ভ্রমণ হয়ে গেলো।একসাথে দুই কাম করলেন এবং ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জি ভাইয়া এক সাথে দুটি কাজ করেছি, অনেক ভালো লেগেছিল।ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

সূর্যমুখী ফুলের বাগানটি দেখতে অনেক সুন্দর লাগছে। আর এরকম সুন্দরও মনোরম পরিবেশে বাচ্চাদের সঙ্গে নিয়ে সময় কাটানোর মজাই আলাদা। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। এরকম পরিবেশে ঘোরাঘুরি করলে মনটা এমনিতেই সজীবতায় পরিপূর্ণ হয়ে যায়। দারুন একটি মুহূর্ত কাটিয়েছেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এরকম ফুল বাগানে ঘুরতে গেলে খুবই ভালো সময় কাটানো যায় এবং মুহূর্তটা খুবই ভালো কাটে। আর এরকম বড় ফুল বাগান থাকলে অনেকেই এখানে ঘুরতে তো আসবেই। সূর্যমুখী ফুলের বাগান গুলো আমার কাছে খুব সুন্দর লাগে দেখতে। তবে আমাদের এইদিকে খুব একটা করা হয় না। আপনাদের মত দেখছি প্রচুর মানুষ এসেছিল সূর্যমুখী বাগানে ঘুরাঘুরি করার জন্য। যাইহোক বাচ্চারা নিজেদের মতো করে ভালো সময় কাটিয়েছিল জেনে ভালো লাগলো। বাগানটা নিশ্চয়ই অনেক বেশি বড় ছিল।

 5 months ago 

জি আপু বাচ্চারা নিজেদের মতো করে বেশ ভালো একটা সময় কাটিয়েছিল,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সূর্যমুখী ফুলের বাগান ঘুরতে যাব যাব আশায় করে কিন্তু যা হয়ে উঠলো না এবার। আপনি তো বেশ চমৎকার সূর্যমুখী ফুলের বাগানে ঘোরাঘুরি করেছেন বাচ্চাদের সাথে যেন ফটোগ্রাফির বর্ণনা পড়ে আর দেখে বুঝতে পারলাম। ভালো লাগলো আপনাদের আনন্দঘন সুন্দর এই মুহূর্তটা দেখে।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 5 months ago 

বাচ্চারা অনেক মজা করেছে সাথে আপনারাও তা বোঝাই যাচ্ছে সূর্যমুখীর বাগানের পরিবেশ দেখে।চারদিকে শুধু ফুল আর ফুল।কি যে অপূর্ব দৃশ্য তা তো সরেজমিনে গেলেই বোঝা সম্ভব আপনার মতো।ক্ষেতে ঢুকতে দেয়না কারণ অনেক সময় ক্ষেতের ক্ষতি করে মানুষজনেরা। অনেকেই ফুল ছিরে নেয়।অবশেষে আপনাদের কে ঢুকতে দিয়েছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পরিবেশের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

জি আপু বিভিন্ন ধরনের মানুষ ভিতরে ঢুকে অনেক ক্ষতি করে থাকে, ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। আর যেখানেই এই ফুলের চাষ হয় সেখানেই দর্শনার্থীদের ভিড় জমে। আপনি ও আপনার মেয়েদের কে নিয়ে সূর্যমুখী বাগানে দারুন একটি সময় কাটিয়েছেন। আপনার ফটোগ্রাফিতে দেখতে পেলাম প্রচুর দর্শনার্থী এসেছে সূর্যমুখী ফুলের বাগানে। তবে সবার উচিত কোন ফুল যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জি ভাইয়া অনেক ভালো একটা সময় কাটিয়েছি, ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এরকম পরিবেশে ঘোরাঘুরি করলে মন এমনিতে খুবই ভালো হয়ে যায়। কিছুদিন আগে আমিও এরকম সূর্যমুখী ফুলের বাগানে গিয়েছিলাম আমার কাছে বেশ ভালই লেগেছে। ফুলের বাগানে ঘুরতে সবার কাছেই ভালো লাগে। সবাই বাগানে ঘুরে বেশ আনন্দ উপভোগ করেছেন। ফটোগ্রাফিতে দেখে বোঝা যাচ্ছে আপনার বাচ্চারাও খুব আনন্দে কাটিয়েছে। এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

জি আপু সবাই অনেক আনন্দ অনুভব করেছিল, ধন্যবাদ আপু।

 5 months ago 

আপু খুবই চমৎকার একটা জায়গায় আপনারা ঘুরাঘুরি করেছেন। সূর্যমুখী বাগানে আসলে জায়গাটা খুবই চমৎকার দেখাচ্ছে দেখেই তো মনে হচ্ছে যদি এখানে যেতে পারতাম খুব ভালো লাগতো। এখানে যে সময়টুকু আপনারা কাটিয়েছেন নিশ্চয়ই অনেক মজার সময় কাটিয়েছেন। এত চমৎকার জায়গায় কান্না ঘুরতে ইচ্ছে করে বলেন। এত সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জি ভাইয়া অনেক ভালো একটা সময় কাটিয়েছি,পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57305.83
ETH 3076.79
USDT 1.00
SBD 2.40