মুসুর ডাল দিয়ে সজনে রান্না রেসিপি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

মুসুর ডাল দিয়ে সজনে রান্না রেসিপি

20230328_135554.jpg

প্রতি দিনের মতো আজ ও আমি ও মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো মুসুর ডাল দিয়ে সজনে রান্না রেসিপি। আসলে রমজান মাসে রেসিপি তৈরি করা অনেক কষ্ট হয়ে পরে। তারাতাড়ি রান্না করে ইফতারে তৈরি করা কঠিন হয়ে পরে।সত্যি বলতে পোস্টের ভিন্নতা আনার জন্য সব সময় চেষ্টা করি সপ্তাহে একটি হলেও রেসিপি শেয়ার করার জন্য। সজনে মুসুর ডাল, সরিষা ইত্যাদি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমাদের একটা সজনে গাছ রয়েছে। আসলে গাছে অনেক সজনে কিন্তু কখনো কেউ পারে না। তবে গতকাল একজনকে দিয়ে বেশ সজনে পারানো হয়েছে, তাই সবাইকে কিছু কিছু দিয়ে আমাদের জন্য কিছু রেখে দিয়েছি। তাই ভাবলাম মুসুর ডাল দিয়ে সজনে রান্না করি। যেই ভাবা সেই কাজ। তো চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

PhotoCollage_1679995587424.jpg

উপকরণপরিমাণ
সজনেপরিমান মতো
মুসুর ডালপরিমান মতো
কাঁচা মরিচ ফালিপাঁচটি
পিঁয়াজ কুঁচিদুটি
রসুন কুঁচি১ টি
হলুদ গুঁড়ো১ চামচ
ধনের গুঁড়ো১ চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো
কাঁচা জিরা১/২ চামচ

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

PhotoCollage_1679995527194.jpg
প্রথমে আমি কিছু ডাল নিয়েছি।তারপর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম। পানি ফুটে আসলে ধুয়ে রাখা ডাল গুলো দিয়ে দেব।

ধাপ- ২

20230328_123154.jpg20230328_130143.jpg

এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লবন দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডাল ফুটে আসলে ডাল ঘুটনি দিয়ে গলিয়ে নেব।

ধাপ-৩

20230328_130620.jpg20230328_130246.jpg

ডালগুলো গলানো শেষ হলে সজনে ডাটা গুলো দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেব।।

ধাপ-৪

20230328_130626.jpg

তারপর পরিমান মতো পানি দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো।তারপর আরো কিছু ক্ষণ জ্বালিয়ে নেব।

ধাপ-৫

20230328_133305.jpg20230328_133345.jpg

এখন চুলাই একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে রসুন ও পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

ধাপ-৬

20230328_133414.jpg20230328_135140.jpg

এখন কাঁচা জিরা দিয়ে লালচে হয়ে আসলে ডালের ভিতরে দিয়ে দেব।

ধাপ-৭

20230328_135140.jpg20230328_135551.jpg

ফোড়ন দিয়ে আর একটু জ্বালিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার মুসুর ডাল দিয়ে সজনে রান্না রেসিপি। এখন একটি বাটিতে তুলে পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

সজনে ডাটা শরীরের জন্য বেশ উপকারি। ঢাকায় এতো দাম যে কিনে খেতে ইচ্ছা করে না। দাম কমলে তবে খাবো। আমি আবার অন্যভাবে মুসু্র ডাল দিয়ে সজনে রান্না করি। আপনার কাছ থেকে অন্য ধরনের রেসিপি শিখে নিলাম। অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আপু আমি ও অনেক ভাবে রান্না করতে পারি, সত্যি আপু অনেক দাম।আমাদের গাছে অনেক আছে।সম্ভব হলে কিছু পাঠিয়ে দিতাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

মসুর ডাল দিয়ে সজনে ডাটা রান্নার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বর্তমান সময়ে এই ধরনের রেসিপি গুলো খুবই বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের বাড়িতেও এইভাবে প্রায় প্রত্যেকদিন সজনে ডাটা রান্না করে থাকে।

 2 years ago 

সজনে ডাটার যেকোনো রেসিপি আমার খেতে খুবই সুন্দর লাগে। তবে সেটা যদি মসুরের ডালের ভিতরে হয় তাহলে তো বেশ সুন্দর হয়। মসুরের ডাল দিয়ে সজনে ডাটার রেসিপিটা আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া সজনের সব তরকারি অনেক ভালো লাগে। তবে মুসুর ডালের চচ্চড়ি ও পাতলা ঝোল আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ভালো লাগে জেনে ভালো লাগল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার জন্য শুভকামনা রইল সব সময়।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সজনে তো আমার অনেক প্রিয় একটি খাবার আপনি খুব মজার করে মসুর ডাল দিয়ে রান্না করেছেন দেখেতো খেতে ইচ্ছে করছে। আপনি ঠিক বলছেন আপু রমজান মাসে রেসিপি তৈরি করতে অনেক ঝামেলা হয়। খুব তাড়াহুড়া করে ইফতারি করতে হয় তাই রেসিপি নেওয়া জটিল। তবে কষ্ট হলেও মজার একটি রেসিপি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু কতো রেসিপি কিন্ত ছবি নেওয়া কঠিন হয়ে পরে। জি আপু রেসিপিটি অনেক মজার।ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথমেই বলি আপু সজিনার ডাটা আমার খুবই প্রিয় একটি তরকারি। আর আপনি যেভাবে রান্না করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছে। যদি এই তরকারিটা আমি পেতাম তাহলে সব খেয়ে ফেলতাম। তবে আপু সজিনার ডাটা আমি কখনো মুসুরের ডাল দিয়ে রান্না করে খাইনি। আলু দিয়ে সজিনার ডাটা একটু ঘুনা করে রান্না করলে খুবই সুস্বাদু লাগে। আপনি একদিন সজিনার ডাটা আলু এবং সরিষার বাটা দিয়ে রান্না করে খাবেন দেখবেন কতটা সুস্বাদু হয়। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছে, আর সজনে আপনার প্রিয় জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে সজনে খেতে অনেক ভালো লাগে। কিন্তু মসুর ডাল দিয়ে এভাবে কখনো সজনের রেসিপি খাওয়া হয়নি। আপনার এই রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এভাবে রান্না করে খাবেন অনেক মজা লাগে, ধন্যবাদ আপু।

 2 years ago 

মসুর ডাল দিয়ে সজনে ডাটা আমিও এভাবে রান্না করি।খেতে বেশ দারুন লাগে।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু এভাবে রান্না করলে অনেক মজা লাগে, ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়াও আপু আপনার মসুর ডাল দিয়ে সজনে রান্নার রেসিপি পোস্ট দেখতে লোভনীয় লাগছে।খেতেও নিশ্চয় দারুন ছিল।আপনি রান্নার ধাপগুলো বেশ সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এই ধাপ গুলো দেখে যেকেউ তৈরি করতে পারবে, ধন্যবাদ আপু পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই মজাদার একটি রেসিপি আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন ব্যক্তিগতভাবে সজনে দিয়ে মসুরের ডাল রান্নার রেসিপি আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। অনেকদিন পরে এই রেসিপিটি দেখলাম অনেকদিন হলো খাওয়া হয়না। এত মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া রেসিপিটি অনেক মজা, সময় করে একদিন খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মসুরের ডাল দিয়ে এভাবে সজনে রান্না করলে খেতে দারুণ লাগে। আমিও বাসায় এভাবেই খেয়ে থাকি। আপনার রেসিপিটা চমৎকার হয়েছে আপু। রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া অনেক মজা হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.29
ETH 2435.35
USDT 1.00
SBD 2.33