এসো নিজে করি ||পেন্সিল দিয়ে একটি হাতি অংকন ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই । নিশ্চয়ই অনেক ভালো আছেন ও সুস্হ আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট

20220821_162120.jpg

প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোষ্টটি হলো পেন্সিল দিয়ে হাতি অঙ্কন। আসলে আমি যখন আঁকতে বসি আমার মেয়ে দুটি আমার সাথে ছবি আঁকে।আজ যখন ওরা স্কুল থেকে এসেছে। আমি ওদের খাওয়ায় দিয়ে চলে গিয়েছি রান্না করতে।ওরা মোবাইলে কার্টুন দেখছিল। চুচু দেখে ছবি ও আঁকছিল। আমার ছোট মেয়ে রিমি পেন্সিল দিয়ে হাতি এঁকেছে আর বড় মেয়ে মোবাইল দিয়ে ছবি তুলেছে। বড় মেয়ে ছোট মেয়েকে দেখিয়ে দিয়েছে।ওরা আমার হাতের চুড়ি দিয়ে বৃত্ত এঁকেছে। ছোট মেয়েকে এখনো স্কুলে ভর্তি করিনি তবে মাঝে মধ্যে বড় মেয়ের সাথে যায়।কেবল চার বছর পরেছে।সবাই ওদের জন্য দোয়া করবেন।যেন ওরা ভবিষ্যৎতে এর থেকে ও ভালো ভালো ছবি আঁকতে পারে। তাহলে চলুন দেখা যাক ওরা কিভাবে পেন্সিল দিয়ে হাতি এঁকেছে।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScYbdAV4MoMxZjGfLrmhWTwwEo57mJMP2KhY6VU9yhScubZLvowWz9so2CP3giMukFSq871BVG2h4kE42juxvnjJgoP3gby5rn8WzGoPDuHx.png

20220821_200435.jpg

১|সাদা কাগজ
২| পেন্সিল
৩| রঙ পেন্সিল
৪|রাবার
৫|চুড়ি

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

20220821_121100.jpg20220821_121234.jpg

প্রথমে একটা সাদা খাতার পেজ নিয়ে তার উপর বৃত্ত এঁকে নিয়েছে।

ধাপ-২

20220821_121634.jpg20220821_121731.jpg

এখন হাতির পা ও মুখ একে বাড়তি অংশ রাবার দিয়ে মুছে দিয়েছে।

ধাপ-৩

20220821_121908.jpg20220821_122123.jpg

এখন হাতির শুর কান ও চোখ এঁকে দিয়েছে।

ধাপ-৪

20220821_122223.jpg20220821_122355.jpg

এখন হাতির লেজ এঁকে কান রং করে দিয়েছি।

ধাপ-৫

20220821_123020.jpg20220821_162120.jpg

এখন হাতির ভিতর পেন্সিল দিয়ে রঙ করেছে। তারপর তার নাম লিখে দিয়েছে।তবে সে ইংরেজিতে নাম লিখতে পারেনা তাই বাংলাই লিখেছে।ব্যাস এভাবেই হয়ে গিয়েছে তাদের পেন্সিল দিয়ে হাতি আঁকা। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আজকের মতো এখানে শেষ করছি । আবার দেখা হবে অন্য সময় অন্যকোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্হ্য থাকবেন,আল্লাহ হাফেজ।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@rimi
ডিভাইসLGK30

আমার পরিচয়ঃ

আমি পারুল। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি ফরিদপুরে বসবাস করি। আমার দুটি মেয়ে আছে। আমি বাংলায় লিখতে ও পড়তে ভালোবাসি।আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করে।ধন্যবাদ বাংলা ব্লগে এই লেখার সুযোগ করে দেওয়ায় জন্য।

সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 2 years ago 

আপনি তো দেখছি পেন্সিল ব্যবহার করে খুবই সুন্দর একটি হাতি অঙ্কন করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার অংকন করা হাতি। এত সুন্দর একটি হাতি অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

আপু আপনার মেয়ের অংকন করা হাতির চিত্রটি অনেক সুন্দর হয়েছে। আশা করছি বড় হলে আরো ভালো অংকন করতে পারবে। তারপরেও নিজের প্রচেষ্টায় এই চিত্রটি অংকন করেছে দেখে অনেক ভালো লাগলো। আপনার মেয়েদের জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

সত্যি ভাইয়া দোয়া করবেন ওদের জন্য। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা হাতির ছবি দেখে খুবই ভালো লাগলো। হাতির ছবিতে দেখলাম পেটের মধ্যে রিমি লেখা, এই হাতির নাম রিমি নাকি??

 2 years ago 

জি ভাইয়া হাতিটার মালিক রিমি,ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা পেন্সিল দিয়ে হাতির চিত্রটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি সুন্দর ভাবে তৈরি করে পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ রইল

 2 years ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39