রঙিন কাগজ নিয়ে প্রজাপতি তৈরি

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

রঙিন কাগজ নিয়ে প্রজাপতি তৈরি

IMG_20231114_080507.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আমি আমার সৃজনশীলতা রক্ষার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন ধরনের পোস্ট নিয়ে আসার জন্য। আজ এসেছি একটি ডাই নিয়ে।রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। তবে রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। তাই তো সময় পেলেই বসি রঙিন কাগজ নিয়ে। আসলে বর্তমান সময়ের সব মায়েরা অনেক ব্যস্ত বাচ্চাদের পরিক্ষা নিয়ে। আসলে রঙিন কাগজ দিয়ে যা কিছু তৈরি করি না কেন দেখতে অনেক ভালো লাগে।রঙিন কাগজের জিনিস গুলো দেওয়ালে টাঙিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে । তবে তৈরি করার পরে আমি বেশি সময় রাখতে পারি না। বাচ্চারা সাথে সাথে নিয়ে খেলা শুরু করে দেয়। যাইহোক তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddR7hTp53GUE9kBCFqwVURCRcG6yMpgXaPmET2kd85PRmmWEgUS4ir8GzeeWBd...zTa1ptP3oNMnA9yi8h9PkCQfzA91MDYWSde9zuLYzGq27UJuPA7TbVHMD51cTpbBvVVjJ9g34ovpjnNHrBiFuAv5jT6QhtNmMGtWaLC9Vn3Ann5QEKWtZLDPcJ.png

IMG_20231114_071716.jpg
১.রঙিন কাগজ
২.আঠা
৩.কাঁচি

প্রস্তুত প্রণালী

ধাপ-১

IMG_20231114_072048.jpgIMG_20231114_071745.jpg

প্রথমে আমি দুই ধরনের দুটি রঙিন কাগজ নিয়েছি। তারপর কাগজটি মাঝখান থেকে ভাজ করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-২

IMG_20231114_072235.jpgIMG_20231114_072206.jpg

এখন কেটে নেওয়া অর্ধেক আড়াআড়ি ভাবে ভাজ করে নিয়েছি তারপর বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-৩

IMG_20231114_072359.jpgIMG_20231114_072426.jpg

এখন আড়াআড়ি ভাবে আরেক ভাজ করে নিয়েছি। তারপর এক পাশ এভাবে ভাজ করে নিয়েছি।

ধাপ-৪

IMG_20231114_072450.jpgIMG_20231114_072603.jpg

এখন চিত্রের মতো করে দুই পাশ এভাবে ভাজ করে নিয়েছি। তারপর চিত্রের মতো করে কোনাকুনি করে নিয়েছি।

ধাপ-৫

IMG_20231114_072636.jpgIMG_20231114_072721.jpg

তারপর কাঁচি দিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন দুই পাশ চিত্রের মতো করে ভাজ করে নিয়েছি।

ধাপ-৬

IMG_20231114_073112.jpgIMG_20231114_073103.jpg

এখন দুই পাশ এভাবে ভাজ দিয়ে চিত্রের মতো করে নিয়েছি। এখন আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৭

IMG_20231114_073915.jpgIMG_20231114_080545.jpg

এখন আরো একটু চিকন করে কাগজ কেটে আঠা দিয়ে প্রজাপতির সাথে লাগিয়ে দিয়েছি।এভাবে আমি দুটি প্রজাপতি বানিয়ে নিয়েছি। ব্যাস এভাবে তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের প্রজাপতি তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 7 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর প্রজাপতি তৈরি করেছেন প্রজাপতি গুলোকে দেখতে কিউট লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু

 7 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনার তৈরি প্রজাপতিটি দেখতে বেশ সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতির পাখা দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি ডাই পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 7 months ago 

ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া আপনাদের ভালো লাগলেই কাজ করা সার্থক।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

যেহেতু বছর শেষ হয়ে গিয়েছে আর বছর শেষে প্রায় সকলেরই পরীক্ষা থাকে যার কারণেই অনেক মেয়েরা তার সন্তানদের পরীক্ষা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। এত এত ব্যস্ততার পরেও আপনি দারুন একটা রঙিন কাগজের প্রজাপতির অরিগামী তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আসলে আপু পরীক্ষার জন্য আরও বেশি ব্যস্ততা বেড়ে গেছে, ধন্যবাদ আপু।

 7 months ago 

আপনার একটা জিনিস ভালো লাগলো আপনি প্রতিনিয়ত পোষ্টের ভিন্নতা আনার জন্য নতুন নতুন কিছু তৈরি করছেন এবং আজকে আপনি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। এটা ভীষণ ভালো ছিল এবং এই কাজগুলো করার জন্য যথেষ্ট দক্ষতার প্রয়োজন এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার কাজগুলি বরাবরের মত ভীষণ ভালো লাগে এবং খুব সুন্দর করে আপনি উপস্থাপনা করতে পারেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

 7 months ago 

আসলে ভাইয়া চেষ্টা করি সব সময় বিভিন্ন ধরনের কিছু নিয়ে আসার জন্য। ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতি তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 7 months ago 

আসলেই রঙিন কাগজের কিছু তৈরি করার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। এভাবে যদি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করা হয়, তাহলে দেখতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই দুটি পাখি অনেক সুন্দর হয়েছে। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করতে নিশ্চয়ই ধৈর্য, সময় এবং দক্ষতার প্রয়োজন হয়েছে। এরকম ভাবে ছোট বড় অনেকগুলো প্রজাপতি তৈরি করে, ঘরের দেয়ালে লাগালে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে।

 7 months ago 

আসলে আপু তৈরি করতে গেলে বাচ্চারা অনেক জ্বালায়, তারা দেওয়াল পর্যন্ত নিতে সময় দেয় না, ধন্যবাদ আপু।

 7 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর প্রজাপতি তৈরি করেছেন আপনি। আসলে আমারও সব সময় রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে খুবই ভালো লাগে। আজকে আপনার তৈরি করা রঙিন কাগজের প্রজাপতি গুলো দেখে সত্যিই অসাধারণ লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখেছি তৈরি করতে পারবে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 7 months ago 

ধন্যবাদ আপু পোস্টটি পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 7 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে প্রজাপতি তৈরি করেছেন। এই প্রজাপতি তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে, দেখে শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ধাপ গুলো দেখে সহজেই তৈরি করতে পারবেন ধন্যবাদ

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে আপনি প্রজাপতি তৈরি করে ফেলেছেন৷ অসম্ভব সুন্দর হয়েছে এই প্রজাপতিগুলো৷ কাগজ দিয়ে এরকম সুন্দর সুন্দর প্রজাপতি তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ আর এরকম সুন্দর ডাই শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷

 7 months ago 

প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের প্রজাপতি ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

জি আপু ধাপ গুলো দেখে যে কেউ তৈরি করে নিতে পারবে,ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.030
BTC 61014.18
ETH 3412.53
USDT 1.00
SBD 2.52