সজীবের পরিবর্তন দ্বিতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

সজীবের পরিবর্তন দ্বিতীয় পর্ব

cloud-2436676_1280.jpg

source

আসলে সজীবের যেহেতু ফ্লাইট হয়ে গেছে। সেই আনন্দে সজীবের কাছের বন্ধু ও আপনজন কয়েক জনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এয়ারপোর্টে যাবার পরেও সজীব জানতে পারল রাত ১২টায় ফ্লাইট। তারপর সজীবের কাছের লোকজন জানতে পারলো এটা অন্য কাজের ভিসা এসেছে। আসলে সজীবের আসার কথা ছিল ড্রাইভারিং ভিসা। সেখানে এসেছে কৃষিকাজের ভিসা।আসলে সজীব তো কখনো কাজ করেনি আবার কৃষি কাজ। তবে দালালরা তো বিদেশে পাঠিয়ে দিয়ে আর কোন খোঁজ নেবে না।


অবশেষে সজীব সেই ফ্লাইটে আর বিদেশে গেল না। এদিকে সজীবের বাড়ি থেকে কিছু ধার করে টাকা নিয়েছে তারপর আবার কিস্তি রয়েছে সব মিলে মহাবিপদে সজীবের বাবামা। সজীব অসহায় হয়ে বাড়িতে চলে এলো, আসলে এই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তারা বললো একমাস পরে আবার বিদেশ যাবে কিন্তু মাস পেরিয়ে গেল যাবার আর খবর নেই। এদিকে সজীব যাব যাব করে তেমন কিছুই করতে পারছে না। তার বাবা এদিকে পরিবারের সবাই খাওয়া দাওয়া অন্য দিকে কিস্তি কিযে অভাবের মধ্যে আছে বুঝানো মুশকিল।


তারপর সজীব সিদান্ত নিল সে কিছু করবে। তবে কি করবে ভেবে পাচ্ছিল না। অবশেষে সজীব একটা ট্রাক চালায়। আসলে সজীব কাজ তো আগেই জানত তাই গাড়ি চালাতে তার তেমন কোন সমস্যা হয়নি।যাইহোক কিছুটা হলেও সজীব তার বাবামার পাশে দাঁড়িয়েছে।তবে সজীব মাসে কিস্তির টাকা শোধ করছে।এদিকে না পারছে বিদেশ যেতে না পারছে টাকা ফেরত আনতে।বিদেশের আশাবাদ ছেড়ে দিয়ে এখন সজীব গাড়ি চালিয়ে বেশ ভালোই চলছে। ইতিমধ্যে সজীব কাজের প্রতি অনেক দ্বায়িত্ব নিল। তবে বিদেশ যাওয়ার আশা ছাড়েনি।


এভাবে চলে গেল দুটি বছর। তারপর সজীব বেশ ভালোই ইনকাম করছে। এখন সজীব বেশ ভালো পজিশনে আছে। লোন শোধ হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হলো বিদেশের যাবার জন্য জমা দেওয়া টাকা গুলো আর পেল না।যাইহোক সব দেনা শেষ করে সজীব এখন অনেক ভালো। সে তার বাবা মাকে সাহায্য করতে পারে।এখন তার বাবা মার কোন দুঃখ নেই। সজীব ও বাবা মার বেশ কথা শোনে। এখন সজীবের বাবা মা সজীবকে বিয়ে দেবার জন্য অস্হির হয়ে গেল।এদিকে অনেকেই বলে আগে মেয়ে বিয়ে দিয়ে নিন তারপর ছেলে বিয়ে দেবে। আসলে বিয়ের পরে সবাই চেঞ্চ হয়। তবে সজীব ও তেমন রাজি ছিল না। যাইহোক সজীবের বাবা বলে ছেলে আমি বিয়ে দেব।তা না হলে একটা নিয়ে আসলে তখন কিরব ৷ তারপর কয়েকটি মেয়ের দেখে সজীবের বিয়ে ঠিক করে ফেলল। [চলবে ]

আজ এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে আবার আসবো নতুন কোন গল্প নিয়ে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 11 months ago 

সজীবের পরিবর্তন গল্পটার দ্বিতীয় পর্ব পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে‌। ওখানে তো দেখছি সজীব আর বিদেশ যেতে পারেনি। অবশেষে সে দেশে কিছু একটা করার চিন্তা করেছিল জেনে ভালো লাগলো। আর শেষে দেখছি সজীবের বিয়ে ঠিক করে ফেলেছে। আশা করছি বিয়েটা সম্পূর্ণভাবে হবে এবং ভালো হবে। আপনি অনেক সুন্দর গল্প লিখতে পারেন। এরকম গল্প গুলো আপনার কাছ থেকে পরবর্তীতেও পড়ার অপেক্ষায় থাকলাম।

 11 months ago 

গল্পটা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

যারা বিদেশে যাই তাদেরকে খুব সাবধানে টাকা গুলো জমা দিতে হয়। কারণ যারা দালাল আছে তাদের কাজ হচ্ছে যে টাকাগুলো আদায় করে যে কোন একটা ভিসা লাগাই দিলে হইছে। কিন্তু সজীবের ভাগ্য খারাপ তবে সজীবের উচিত ছিল বিদেশে চলে যাওয়ার। কারণ সেখানে চলে গেলে কোন চেষ্টার মাধ্যমে কাজে অগ্রগতির ধরণ বদলাতে পারতো, যাক অবশেষে দেশের মধ্যে সেটেল হতে পেরেছে তাতে ভালো। পরবর্তীতে আরো সুন্দর কিছু জানতে পারবো অপেক্ষায় রইলাম।

 11 months ago 

আসলে আপু সজীব সেখানে গিয়ে কিছুই করতে পারতো না, এখনি ভালো আছে। ধন্যবাদ আপু।

 10 months ago 

আসলে বিদেশের ব্যাপারটা এমনই। দালালেরা আগে বলে একটা, কিন্তু হয় আরেকটা। যাইহোক অবশেষে সজীব ট্রাক চালানোর সিদ্ধান্ত নিয়ে বেশ ভালো করেছে। সজীব তার মা বাবাকে আর্থিক সাহায্য করছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। তবে সজীবের আগে তার বোনের বিয়ে দেওয়া দরকার ছিলো। কারণ বিয়ের পর সজীব পরিবর্তন হয়ে যাবে মনে হচ্ছে। তখন সজীবের বাবার উপর অনেক চাপ পড়ে যাবে। যাইহোক পরবর্তী পর্বে বিস্তারিত জানতে পারবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46