সুস্বাদু মাছের ডিম ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

সুস্বাদু মাছের ডিম ভুনা রেসিপি

PhotoCollage_1688374292711.jpg
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ভাত আমাদের প্রধান খাবার। আমরা ভালো ভালো খাবার যতই খায় না কেনো মাছ না খেলে ভালো লাগে না। আর মাছের ডিম হলো আরো মজার খাবার। বিশেষ করে ইলিশ মাছের ডিম।তারপর রুই মাছের ডিম ও আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো আজ আপনাদের মাঝে রুই মাছের ডিম নিয়ে এসেছি। আসলে ঈদের দিন থেকে আজ অব্দি মাংস খেতে খেতে আর ভালো লাগে না। তবে আজ দুপুরে মাছের ডিম ভুনা করেছি অনেক মজা হয়েছে। সবাই অনেক মজা করে খেয়েছে। এমনিতেই অনেক মজা হয়েছে।আমার বাচ্চারা তেমন মাছ খায়না তবে মাছের ডিম অনেক পছন্দ করে।তো চলুন শুরু করি আমার আজকের পোস্ট।
52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

PhotoCollage_1688374244060.jpg
১.মাছের ডিম
২.আদা ও রসুন বাটা
৩. হলুদের গুঁড়ো
৪.ধনের গুঁড়ো
৫.লবন ও তেল
৬.কাঁচা মরিচ পেঁয়াজ
৭.লবণও তেল

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

20230702_104045.jpg20230702_104027.jpg

প্রথমে আমি কিছু মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি।

ধাপ-২

20230702_105459.jpg20230702_105550.jpg

এখন চুলায় একটা কড়ায় বসিয়ে দিলাম কড়ায় গরম হয়ে গেলে তেল দিয়ে দেব।

ধাপ-৩

20230702_105628.jpg20230702_110031.jpg

তেল গরম হয়ে আসলে ধুয়ে রাখা মরিচ ও পেঁয়াজ কুঁচি দিয়ে দেব। পিয়াজ বাদামি রঙের হয়ে আসলে আদা ও রসুন বাটা দিয়ে দেবো।

ধাপ-৪

20230702_110130.jpg20230702_110244.jpg

আদা রসুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।তারপর হলুদ ও মরিচের গুড়ো দিয়ে দেবো। তারপর সকল মসলা কষাণো হয়ে গেলে ধুয়ে রাখা মাছের ডিম দিয়ে দেব।

ধাপ-৫

20230702_110433.jpg20230702_110540.jpg

ডিম দিয়ে কিছু ক্ষণ কষিয়ে পানি দিয়ে দেব। পানি দিয়ে আরো কিছু ক্ষণ কষিয়ে নেব।

ধাপ-৬

20230702_112015.jpg20230702_112220.jpg

এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন একটা বাটিতে তুলে পরিবেশন করব। অনেক মজা হয়েছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 last year 

ঠিক বলছেন আপু মাছে ভাতে বাঙালি আমরা ভাতের সাথে মাছ না খেলেই ভালো লাগেনা। তাই খাবারের মেনুতে যে কোন মাছ রাখতে হয়। যদি ইলিশ মাছ কিংবা রুই মাছের ডিম হয় তাহলে তো আর বলার লাগবে না দারুন হবে। বেশ মজার করে ডিম ভুনা করেছেন দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে রেসিপিটি।

 last year 

জি আপু অনেক মজা হয়েছিল ধন্যবাদ আপু

 last year 

আপু আপনার মাছের ডিম ভুনা দেখে খিদা লেগে গিয়েছে। আমি আবার মাছের ডিম অনেক পছন্দ করি। আপনি খুব সুন্দর ভাবে মাছের ডিম ভুনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

প্রশংসনীয় মন্তবের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

মাছে ভাতে বাঙালি বলে কথা।মাছ না খেয়ে তো একটা দিন যায় না।আর তার সাথে যদি রুই মাছের ডিম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আপু আপনি অনেক সুস্বাদু করে রুই মাছের ডিম রেসিপি করেছেন।দেখে খুব লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 last year 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু মাছের ডিম ভুনা দারুন হয়েছে। মাছের ডিম আমারও ভীষণ পছন্দ। আপনি খুব সুন্দরভাবে মাছের ডিম ভুনা করে শেয়ার করলেন।দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু

 last year 

ইলিশ মাছের ডিম খেতে সবচেয়ে বেশি মজার। তবে রুই মাছের ডিম খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপু আপনার তৈরি করা রুই মাছের ডিমের এই মজার রেসিপি দারুন হয়েছে। মাছের ডিম খেতে আমিও অনেক পছন্দ করি। এছাড়া মাছের ডিমে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে।

 last year 

আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ইলিশ মাছের ডিম ভাজি খেতে তো দারুন লাগে আপু। আর এমনিতেই মাছের ডিম ভাজি গুলো বেশ সুন্দর করে ভাজি করলে খেতে ভালো লাগে। আপনি আজকে রুই মাছের ডিম ভাজি করেছেন। যদিও আমি জানতে পেরেছি ইলিশ মাছের পরে আপনার রুই মাছের ডিম ভাজি খেতে বেশি ভালো লাগে। আপনি বেশ চমৎকারভাবে রুই মাছের ডিমের রেসিপি তৈরি করেছেন। তৈরি ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাই ইলিশ মাছের পরে রুই মাছের ডিম খেতে অনেক মজা ধন্যবাদ আপনাকে।

 last year 

জি আপু আমরা মাছে ভাতে বাঙালি । মাছ আমাদের খুব পছন্দ, আর মাছের ডিম তার ব্যতিক্রম নয় ।মাছের ডিম আমার কাছে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে মাছের ডিম ভুনা করি ।আবার অনেক সময় ডিমের বড়া বানিয়ে থাকি। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে কিছু কিছু রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে সুস্বাদু মাছের ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন। ডিম ভুনা খুবই অসাধারণ হয়েছে। আপনার ডিম ভুনা রেসিপি পোস্ট টি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

জি ভাইয়া অনেক সুস্বাদু ও মজার হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 last year 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

ওয়াও অসাধারণ আপনি খুব সুন্দর করে মাছের ডিম ভুনা রেসিপি করেছেন। আপনি ঠিক বলেছেন আমরা মাছে বাতি বাঙালি। তবে অনেক সময় অনেকেই মাছ খেতে পছন্দ করে না। তবে আমার কাছে মাছের ডিম ভাজি করে খেতে খুব ভালোই লাগে। সত্যি বলতে আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। আর আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে।খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা।

 last year 

মাছের ডিম ভুনা আমার অনেক পছন্দ। আপনার রেসিপি টা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপির কালার টাও খুব সুন্দর এসেছে। দেখে বোঝা যাচ্ছে এটা খেতে খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62255.52
ETH 2449.42
USDT 1.00
SBD 2.63