সিম দিয়ে পালং শাক রান্নার রেসিপি ||১০% বেনিফিসিয়ারি shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন,আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করব। শীতের সবজি সিম দিয়ে পালং শাক রান্না। শীতের দিনে পালংশাক খুব মজার একটি খাবার। পালং শাক খুব পুষ্টিকর খাদ্য। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
সিম দিয়ে পালং শাক রান্না

20220128_125113_HDR.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহ :-
20220128_120840_HDR.jpg

20220128_113742_HDR.jpg
প্রথমে ৩মোটা শাক কেটে নিয়েছি। শাকের জন্য মরিচ ও
পিঁয়াজ কেটে নিতে হবে। সিম কেটে নিয়েছি কয়েকটি। কিছু রসুন কেটে নিয়েছি। এখন রান্না করব।স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে।

প্রস্তুত প্রণালীঃ

20220128_113736_HDR.jpg

ধাপ:-১/প্রথমে শাক গুলো ছোট করে কেটে নিয়েছি।
20220128_114544.jpg

ধাপ :-২/কেটে রাখা শাক গুলো ভালো করে ধুয়ে একটি জালিতে নিতে হবে।

20220128_121627.jpg

ধাপ:-৩/ শাক গুলো কড়াই ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য।

20220128_122147.jpg
ধাপ :-৪/কিছু কখন নেড়ে চেড়ে শীম গুলো দিয়ে দিলাম।
20220128_122311_HDR.jpg
ধাপ:-৫/আরও একটু নেড়ে চেড়ে মরিচ ও পিঁয়াজ দিয়ে দিলাম।
20220128_122948.jpg
ধাপ :-৬/মরিচ ও পিঁয়াজ দিয়ে বেশ কিছু কখন নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলাম।
20220128_123944.jpg
ধাপ :-৭/ সিদ্ধ করে রস অবস্থায় চুলার উপর থেকে তুলে নিব।
20220128_124230_HDR.jpg

ধাপ:-৮/এখন শাক তেলে দেওয়া জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম।
20220128_124346.jpg
ধাপ :-৯/তেল গরম হয়ে যাওয়ার পর রসুন দিয়ে দিলাম।
20220128_124558_HDR.jpg
ধাপ:-১০/রসুন লাল রঙের হয়ে গেল।

20220128_124628.jpg

ধাপ:-১১/রসুন লাল রঙের হয়ে যাওয়ার পর সিদ্ধ করা শাক গুলো দিয়ে দিলাম।

20220128_125117_HDR.jpg
এখন তৈরি হয়ে গেল দারুণ মজার সিম দিয়ে পালং শাক রান্নার রেসিপি। এখন গরম পরিবেশন করব।
আজ এখানে শেষ করছি। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ওয়াও আপনার তৈরি করা সিম দিয়ে পালং শাক রান্নার রেসিপি টা দেখতে খুবই লোভনীয় লাগছে ।একটু আগেই সিম রান্না দিয়ে ভাত খাইলাম আমার আম্মু আজকে সিম রান্না করেছিলেন আমাদের বাড়িতে । এটি খেতে খুবই মজাদার এবং সুস্বাদু ছিল এমনিভাবে আপনার এই রেসিপিটিও মনে হচ্ছে খেতে খুবই মজাদার হবে । ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনাকে রেসিপিটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সিম দিয়ে পালং শাক রান্নার অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সিম দিয়ে এরকম হবে পালং শাক ভাজি করলে খুবই সুন্দর লাগে। বিশেষ করে সকাল বেলায় এই রকম ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। এত মজাদার একটি ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া এমন সুন্দর ভাবে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56855.76
ETH 2540.09
USDT 1.00
SBD 2.24