বিয়ের জন্য ফুল কেনা ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

বিয়ের জন্য ফুল কেনা

20221222_131016.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো ভাইয়ের বিয়ের জন্য ফুল কেনা।বিয়েতে ফুল না হলে মনে হয়, যেন কোন বিয়েই না।তবে ফুল হচ্ছে ভালোবাসার প্রতিক।সত্যি ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন। আর পবিত্র বন্ধন ভালোবাসার জিনিস দিয়েই শুরু হয়।আজ যদিও অনেক ব্যস্ত, তারপরেও আসলাম একটি পোস্ট নিয়ে। তাই আজ আর তেমন কিছু লিখছি না।তো চলুন শুরু করি আজকের পোস্ট।

20221222_152838.jpg

20221222_152836.jpg

বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তেমন কিছু বলার নেই।কারণ অনেক দিন ধরেই দ্রব্যমূল বৃদ্ধি পেয়েছে। আজ সকালে আমার ভাইয়ের বিয়ের জন্য কিছু ফুল কিনতে গিয়েছিলাম। আসলে ফুল গুলোর অনেক দাম। তবে আমাদের অনেক ফুল দরকার গাড়ি ও ঘর সাজানোর জন্য। যাইহোক আমরা অনেক দোকান ঘুরে ফুল গুলো কিনেছি।প্রথমে এই ফুল গুলোর কিছু মালা কিনেছিলাম।

20221222_131043.jpg

20221222_131016.jpg

তারপর আসলাম অন্য ফুল ও কিছু ফুলের তোরা কেনার জন্য। আমরা বেশকিছু গোলাপ ফুল কেনেছি।রজনীগন্ধার স্টিক ও নিয়েছি অনেক গুলো। তারপর কিছু ফুলের তোরা ও কাগজের ফুল কিনেছি।

20221222_130958.jpg

20221222_130952.jpg

তারপর আমরা কিছু গাঁথা ফুলের মালা ও কিছু কাগজের ফুলের মালা কিনেছি।আসলে ফুলের মালা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি বলতে ফুলের মালা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা অনেক গুলো গাঁথা ফুলের মালা কিনেছি।

20221222_130947.jpg

20221222_130926.jpg

তারপর আমরা সব কিছু মিলে ভালোই ফুল গুলো কিনেছিলাম। অবশেষে আরো কিছু রজনী গন্ধার ফুলের স্টিক কিনেছি।তারপর বেশকিছু গাঁথা ফুল কিনেছি।যাইহোক সব কিছু মিলে ভালোই ফুল কেনা হলো। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনলিংক


আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

একদম যথার্থ বলেছেন আপু বিয়ে হলো এক পবিত্র বন্ধন ৷ আর তাই এই প্রবিত্র বন্ধনের জন্য ফুল তো লাগবেই ৷ আর যতটা মনে এর আগেও আপনার ভাইয়ের বিয়ের কথা বলেছিলেন ৷ এখন তাহলে আনুষ্ঠানিক ভাবে নিয়ে আসবেন ৷
যা হোক অনেক ফুল কিনেছেন দেখে ভালোই লাগলো ৷
আর দ্রব্যমূল্য দাম আর বলিয়েন না অবস্থা খারাপ ৷
অনেক ধন্যবাদ এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ৷

 2 years ago 

ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। বিয়ে হবে কিন্তু ফুল থাকবে না তা কেমন করে হয়। আপনার ভাইয়ের বিয়ের উপলক্ষে গাড়ি সাজানোর ঘর সাজানোর জন্য ফুল কিনতে গিয়েছেন,জেনে ভালো লাগলো। আসলে দ্রব্যমূল্যর বৃদ্ধির বাজারে ফুলের দামও বেড়ে গিয়েছে। যাই হোক তাও কিনতে পেরেছেন তাই অনেক।রজনীগন্ধা ফুল আমার বেশ ভালো লাগে।

 2 years ago 

সত্যি বলেছেন আপু বিয়ে হবে ফুল থাকবে না তা কেমনে হয়,ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

একদম ঠিক বলেছেন আপু ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক ফুল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আপনার ভাইয়ের বিয়ের উপলক্ষে আপনি ফুল কিনতে গিয়েছেন জেনে ভালো লাগলো। আপনার ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এখন যা বাজারে দাম বেড়েছে তাতে জিনিস কিনতে অনেক সমস্যা হয়। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু ফুল হচ্ছে শান্তির এবং ভালবাসার দুটোরই প্রতীক। ফুল ছাড়া কোন শুভ কাজ সম্পন্ন হয় না। বিয়ে কিভাবে হবে!!! আপনার ভাইয়ের বিয়ের জন্য ফুল কিনেছেন, আর এই ফুল দিয়ে পুরো বাড়ি এবং ঘর সাজি এবং রাঙিয়ে তুলবেন। তবে তো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হবে। দাওয়াত দিবেন কিন্তু আপু। আপনার ভাইয়ের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু ফুল ছাড়া কোন শুভ কাজ সম্পূর্ণ হয়না।বিয়ে তো শেষ হয়ে গেছে, এখন এসে বউ দেখবেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

কোন বিয়ে ফুল ছাড়া কল্পনা করা যায় না। বিয়েতে গাড়ি সাজানো,ঘর সাজানো এমকি খোপায় পরতেও ফুল প্রয়োজন। আর দ্রব্যমূল্যের বৃদ্ধির কারনে সখের কাজগুলো প্রায় বাদ দিতে হচ্ছে। তবুও বিয়েতে ফুল না হলে চলে না। তাই আপনিও কিছু তাজা ফুলের সাথে কাগজের ফুলও কিনেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার ও আপনার ভাই ও বৌএর জন্য।

 2 years ago 

জি ভাইয়া ফুল ছাড়া বিয়েতে কল্পনা করা যায় না। এভাবে মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ভাইকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের সবাইকে নাজেহাল করে দিচ্ছে তবুও বিয়ে তো করতেই হবে। যাক বেশ কিছু ফুল কিনেছেন দেখলাম।
শুভেচ্ছা রইলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের সবারই জন্য কষ্টকর।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফুল হল সৌন্দর্যের প্রতীক। যে কোন শুভকাজে ফুল খুবই গুরুত্বপূর্ণ।ফুল দিয়ে ঘরবাড়ি না সাজালে বিয়ে বাড়ি মনে হয় না। আপনি আপনার ভাইয়ের বিয়েতে ঘর সাজাতে ফুল কিনতে গেলেন, খুব ভাল করেছেন। আর আমাদের সাথে শেয়ার করেছেন খুবই ভাল লাগলো। এ সময়টাতে বিয়ের সিজন, তাই এত দাম ফুলের।তাও ফুল কিনতে পেরেছেন জেনে অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু আপনাকে। অনেক অভিনন্দন আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এ সময় বিয়ের সিজন তাই আরো বেশি দাম মনে হয়।যাইহোক অবশেষে ফুল গুলো কিনতে পেরেছি, এটাই অনেক। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ! চমৎকার অনেক গুলো ফুল কিনেছেন।আসলে বিয়ে মানে হচ্ছে যে পবিত্রতার বন্ধন।আর ফুল হচ্ছে পবিত্রতার প্রতিক, সৌন্দর্যের প্রতিক।পবিত্রতার বন্ধনের দিনে ফুল দিয়ে যদি শুরু করা না হয় তাহলে কেমন যেন গ্যাপ থেকে যায় মনে হয়।অসংখ্য ধন্যবাদ আপু আপনার ভাইয়ের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রশংসানীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

আপু আমি আগেই জেনেছি আপনার কাছ থেকে যা আপনার ভাইয়ের বিয়ে। আর বিয়ে একটি বন্ধন। আর বন্ধন কে পবিত্র করার জন্য ফুল একটি অন্যতম।বাসর ঘর এবং গাড়ি সাজানোর জন্য আপনি ফুল কিনতে গিয়েছিলেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দ্রব্য অনেক দাম। ইচ্ছা থাকলেও মনের মত করে সবকিছু করা সম্ভব হয়ে উঠছে না। আমার কাছে রজনীগন্ধা ফুল খুবই ভালো লাগে এর ঘ্রাণ খুবই সুন্দর।আপনার এই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি বলেছেন ভাইয়া বর্তমান পেক্ষাপটে ইচ্ছে থাকলেও মনের মতো করে ঘর সাজানো যায় না।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 98320.57
ETH 3439.18
USDT 1.00
SBD 3.12