কয়েকটি পোকামাকড়ের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট:
পোকামাকড় ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আমার কাছে ফটোগ্রাফি করতে ও দেখতে অনেক ভালো লাগে। তাই তো সব সময় চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য । আমার কাছে পোকামাকড় দেখতে অনেক ভালো লাগে। তবে পোকামাকড়ের ছবি তুলা অনেক কঠিন হয়ে পড়ে। যাইহোক তারপরেও আমি কিছু পোকাড়ের ছবি তুলতে পেরেছি,ছবি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই।যেই ভাবা সেই কাজ, তো চলুন শুরু করি আমার আজকের পোস্ট।
ফটোগ্রাফি -১
এই পোকা হলো মার্কসা পোকা। আসলে মার্কসা পোকা গুলো দেখতে অনেক সুন্দর লাগে। তবে মার্কসার জাল মাথায় পড়লে আর ভালো লাগে না। যাইহোক আমার রান্না ঘরে মার্কসা বসে ছিল দেখতে অনেক ভালো লেগেছে তাই আমি ছবি তুলে নিয়েছে।
ফটোগ্রাফি -২
এটি হয়তো আমরা কম বেশি সবাই চিনি। এর নাম হলো প্রজাপতি। আসলে প্রজাপতি যখন তার ডানা মিলে থাকে, তখন দেখতে অনেক ভালো লাগে। এই প্রজাপতিটি মেয়ের পড়ার টেবিলের দেয়ালের ওপর বসে ছিল। দেখতে অনেক ভালো লেগেছে তাই আমি ছবি তুলে নিয়েছি।
ফটোগ্রাফি -৩
এটাকে আমরা সবাই চিনি। এটি হলো টিকটিকি। আসলে টিকটিকি গুলো দল বেঁধে এভাবে ঘুরে বেড়ায় দেখতে অনেক ভালো লাগে। আশাকরি আপনাদের কাছে ও অনেক ভালো লাগবে।
ফটোগ্রাফি -৪
এই পোকাটাকে আমরা অনেকেই চিনি।এই পোকাটি টোকা দিলে গোল হয়ে যায় দেখতে অনেক সুন্দর লাগে।
ফটোগ্রাফি -৫
এটি হচ্ছে পিঁপড়া। আসলে পিঁপড়া তো যেখানে সেখানে দেখা যায়। তবে কয়েক দিন আগে আমাদের খড়ির ভিতরে অনেক বড় বড় পিঁপড়া ছিল, সেখান থেকে আমি এই ছবি তুলে নিয়েছি।
ফটোগ্রাফি -৬
এই পোকাটা আমার মনে হয় গ্রাম থেকে শহরেই বেশি দেখা যায়।আসলে আমার রান্না ঘরে চুলার নিচে অনেক তেলাপোকা এভাবে ডিম পেরেছিল। আমি ছবি তুলতে গেলে সব গুলো পালিয়েছে। অবশেষে একটা তুলতে পেরেছি।
ফটোগ্রাফি -৭
এটি হয়তো আমরা অনেকেই চিনি এটি হচ্ছে ফড়িং পোকা। আসলে এই ফড়িং গুলো দেখতে অনেক ভালো লাগে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
আপু আপনি তো দেখছি বেশ সাহসী মানুষ। বিভিন্ন রকমের পোকামাকড়ের ফটোগ্রাফি করেছেন। আসলে পোকামাকড় দেখলে আমার ভীষণ ভয় লাগে। ফটোগ্রাফি করা তো দূরের কথা। যাইহোক আপনি চেষ্টা করেছেন ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য দেখে ভালো লাগলো।
জি আপু চেষ্টা করেছিলাম আরকি, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভয় পেয়ে গেলাম। এ ধরনের পোকামাকট গুলো দেখতে খুবই ভয়ঙ্কর। আপনি কিভাবে ফটোগ্রাফি করেছেন তার চিন্তা করতেছি আমি। খুবই সুন্দর দেখাচ্ছিল প্রত্যেকটা পোকামাকড়।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
আমিও মাঝে মধ্যে পোকামাকড়ের ফটোগ্রাফি করি। যেকোনো সময় পোকামাকড় দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালোই লেগেছে। তবে মাকড়সার ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।