বাচ্চাদের জন্য ঈদের কেনাকাটা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।
বাচ্চাদের জন্য ঈদের কেনাকাটা
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ঈদ মানে আনন্দ। আর যে যেই জায়গায় থাকুক না কেনো ঈদে সবাই চেষ্টা করে মা বাবা এর সাথে ঈদ করার জন্য। তাই তো সবাই ঈদের ছুটি পেলে ছুটে চলে বাড়ির দিকে। তেমনি ঈদে বাচ্চাদের নতুন জামা না হলেন ঈদ হয় না। আসলে বাচ্চা বলে কথা,হাজার জামা থাকলে ঈদে নতুন জামা চাই। আমাদের ছোট বেলা এমন ছিল। তবে এই ঈদে তেমন কিছু কেনাকাটা নেই। এই ঈদে শুধু গরু খাসি খাওয়ার পালা।তারপরেও বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা তো করত। তো চলুন শুরু করি আজকের পোস্ট।
আমি বেশির ভাগ সময় রায় প্লাজা থেকে বাচ্চাদের জন্য জামা কিনি।ঠিক তেমনি এবারো চলে আসলাম রায় প্লাজা মার্কেটে।
আমার যেহেতু মেইন উদ্দেশ্য ছিল বাচ্চাদের জামা কাপড় কিনা। আসলে এবার আমি বাচ্চাদের জন্য সুতির ভিতরে জামা কিনতে চেয়েছিলাম। কারণ সব সময় তো গর্জিয়াস জামা কিনা হয়। তারপর দোকানদার অনেক গুলো ড্রেস দেখালো।আমার ও ড্রেস গুলো অনেক ভালো লাগল। যদিও একটুদাম বেশি তারপরেও অনেক সুন্দর ড্রেস গুলো। আসলে দামী ড্রেস গুলো সবারই পছন্দ হয়।তবে ড্রেস গুলো ভালো দেখে আমি দুটি ড্রেস নিলাম কিন্তু দুঃখের বিষয় হলো বড় মেয়ের সাইজ পেলাম না।আসলে দোকাদার আগে বললো সব সাইজের আছে পরে আর বড় মেয়ের সাইজ পেল না।তখন অনেক কষ্ট লাগলো কারণ এতোক্ষণ ভরে পছন্দ ও দামাদামি করে যখন দিতে পারলো না তখন ছোট মেয়ের জামা নিয়ে চলে আসলাম অন্য দোকানে।
তারপর আবার চলে আসলাম অন্য দোকানে। তবে আগের দোকানের মতো আর জামা পছন্দ হয় না। সত্যি একবার একটা পছন্দ হলে আর যতই দেখে আর ভালো লাগে না।অবশেষে অন্য জামা কিনার সিদান্ত নিলাম। যদিও এবার আমার পার্টি ড্রেস কিনার ইচ্ছে ছিল না। তবে বড় মেয়ের একটা পার্টি ড্রেস পছন্দ হলো।এখন সে এই লাল রঙের পার্টি ড্রেস কিনবে। তারপর বড় মেয়েকে এটাই কিনে দিলাম। তবে সমস্যা হলো এখন ছোট মেয়ে আর একটা ড্রেস কিনবে।তারপর বললাম বাসায় নতুন ড্রেস আছে তোমাকে দেব, তখন সে রাজি হলো।যাইহোক অবশেষে পছন্দ মতো দুটি জামা কিনতে পেরেছি এটাই অনেক।
তারপর চলে গেলাম বাচ্চাদের জন্য বাসায় পড়ার কিছু গেঞ্জি, প্লাজু ও প্যান্ট কেনার জন্য। আসলে যেসব গেঞ্জি আগে কিনেছিলাম দেড়শ টাকা করে সেগুলো এখন নিচ্ছে ২০০ টাকা ঈদের জন্য দাম মনে হচ্ছে। তারপর ২০০ টাকা করে দুই মেয়ের ৬ টা গেঞ্জি ও প্যান্ট কিনলাম। জামার থেকেও প্যান্ট ও গেঞ্জি পেয়ে বাচ্চারা অনেক খুশি হল। যাইহোক অনেক ভালোমতো করে নিজের পছন্দ মত জিনিসপত্র কিনতে পেরেছে এটাই অনেক। আশা করি আপনাদের কাছে আমার পোস্টটি ভাল লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
ঈদ মানে অনেক আনন্দ অনেক মজা বাচ্চাদের জন্য কেনাকাটা করলেন সত্যিই যেটা তাদের জন্য অনেক আনন্দের বিষয়। ঈদের মুহূর্তে এইরকম কেনাকাটা ছোট্টবেলা অনেক করেছি সেই মুহূর্তগুলো মিস করি।
ধন্যবাদ আপনাকে
ঈদ বা যে কোন বড় বড় অনুষ্ঠানে এমনিতেই সবকিছুর দাম বাড়িয়ে দেয় দোকানদাররা। তবে ঈদ যে চলে আসলো সেটাই তো আমি বুঝতে পারলাম না। যাই হোক আপনার মেয়েদের জামা কাপড় গুলো সত্যিই খুব ভালো হয়েছে আপু।
ধন্যবাদ আপনাকে, ঈদে দাওয়াত রইল চলে আসবেন ভাইয়া।
ঈদ তো বাচ্চাদেরই । আর নতুন জামা নাহলে কি ঈদ হয় ,তাইতো তাদের নতুন জামা চাই।তা রোজার ঈদ বা কোরবানীর ঈদ। ঈদ এলেই সব কিছুর দাম বেড়ে যায় আমাদের দেশে। তা যাই হোক শেষমেষ বাচ্চাদের নতুন জামাতো হল।ধন্যবাদ আপু।
জি আপু শেষমেশ বাচ্চাদের নতুন জামা হয়েছে, ধন্যবাদ আপনাকে।
ঈদতো বাচ্চাদেরই । আর নতুন জামা না হলে কি ঈদ হয়।তাইতো তাদের নতুন জামা চাই। আর ঈদ এলে সকল কিছুর দাম বেড়ে যায়, তা মশলা থেকে কাপড় সবকিছু। তবুও শেষ পর্যন্ত বাচ্চাদের পছন্দ মতো জামা কিনতে পেরেছেন তাই শান্তি। বাচ্চাদের ঈদ আনন্দে কাটুক। অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু আপনাকে।
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। বড়রা না কিনলেও ছোট বাচ্চাদের কেনাকাটা করাই লাগে। এবং তারা এই জামা পেয়ে অনেক খুশি হয়। আপনার মেয়ের জামা গুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। বাচ্চাদের জন্য ঈদের কেনাকাটার মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু ঈদ আসলে বাচ্চাদের জন্য তো কেনাকাটা অবশ্যই করতে হয়। আপনার আজকের শেয়ার করা কেনাকাটার এই গল্প পড়ে বেশ ভালই লাগলো। সব কিছুতেই ঈদের সময় দাম একটু বাড়িয়ে দেয় আপু । এই ব্যাপারগুলো সব জায়গাতেই হয়। এই ঈদে বাচ্চাদের আপনি বিভিন্ন ধরনের জিনিস কিনে দিয়েছেন জেনে বেশ ভালো লাগলো। নতুন এসব জামা কাপড় পেয়ে বাচ্চারা অবশ্যই অনেক খুশি হয়েছে।
জি ভাইয়া বাচ্চারা অনেক খুঁশি হয়েছে, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
সামনে ঈদ আসছে। বাচ্চাদের সাথে আপনার ঈদ অনেক অনেক ভালো কাটুক এই শুভকামনা রইল আপু।
ধন্যবাদ ভাইয়া
বেশ ভালই তো শপিং করেছেন। আসলে বাচ্চারা একবার একটি ড্রেস পছন্দ করে ফেললে সেটি ছাড়া আর অন্য কিছু নিতে চায় না ।সব বাচ্চাদেরই একই সমস্যা ।বেশ ভালো লাগলো আপনার শপিং এর অনুভূতি পড়ে ।ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, আর এই ঈদের সময় সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের কম বেশি চাহিদা পূরণ করা একান্ত প্রয়োজন। আজ আপনি বাচ্চাদের জন্য খুব সুন্দর কেনাকাটার মুহূর্ত উপস্থাপন করেছেন এই পোস্টের মধ্যে, যা দেখে আমার অনেক ভালো লেগেছে।
আপনাদের ভাল লাগায় আমার কাছে সার্থকতা ধন্যবাদ ভাইয়া।
যেকোনো উৎসব সকল ধর্মের মানুষের জন্যই আনন্দের।আর উৎসবে বাচ্চারা বেশি আনন্দ করে।আপনার মেয়ের জন্য কেনা দুটি ড্রেস খুবই সুন্দর হয়েছে।গরমের দিনে গেঞ্জি পড়ে বেশ আরাম পাওয়া যায়।ধন্যবাদ আপু।
জ্বী আপু এই কারণে গেঞ্জি কেন ঈদের দিন বিকালে পড়বে ধন্যবাদ আপু।