মেঘলা দিনের কলকাতার কিছু চিত্রাবলী (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস। এই বিশ্ব ফটোগ্রাফি দিবসে আমি চলে এসেছি সুদূর মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যের রাজধানী কলকাতা শহরে। আজ বৃষ্টিমুখর মেঘলা দিনের কলকাতার কিছু ছবি নিয়ে আমার এই পোষ্ট। আশা করি সকলের খুব ভালো লাগবে।

আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ জানান দিচ্ছে যখন তখন দূর্যোগ নেমে আসবে। তার মাঝে আমি আজ পৌঁছে গেছিলাম শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্তরে।

IMG_20220819_104724.jpg

লোকেশন - ধর্মতলা, কলকাতা
ডিভাইস - ভিভো জেড ১ প্রো
ফটোগ্রাফার - @pap3

IMG_20220819_104710.jpg

IMG_20220819_104658.jpg

কল্লোলিনী কলকাতার আকাশ আজ ছেঁয়ে আছে মেঘে। দেখে মনে হচ্ছে একটু পরেই নেমে আসবে শীতল বারিধারা। ভাদ্রের তপ্ত প্রান্তরকে করে তুলবে শীতল, স্নিগ্ধ।

IMG_20220819_105455.jpg

ছবিতে দেখা যাচ্ছে পুলিশ মেমোরিয়াল স্ট্যাচু। দূরে দেখা যাচ্ছে বিশ্ববিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনের বাতিস্তম্ভ।

IMG_20220819_194753.jpg

এটি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শহীদ মাতঙ্গিনী হাজরার স্ট্যাচু। যিনি গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন।

IMG_20220819_114415.jpg

এই পথটি চলে গেছে বিখ্যাত সৌধ শহীদ মিনারের পাদদেশে।

IMG_20220819_155325.jpg

শহীদ মিনারের সামনে তোলা একটি নিজস্বী বা সেল্ফি।

IMG_20220819_155254.jpg

বৃষ্টি ভেজা শহীদ মিনার চত্তর।

IMG_20220819_155304.jpg

শহীদ মিনারের সামনে ঘাস খেতে ব্যস্ত দুটি ঘোড়া।

IMG_20220819_155427.jpg

এই সেই বিখ্যাত শহীদ মিনার। যার পূর্ব নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট। এই স্মৃতি সৌধটি নির্মিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কম্যান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতে ১৮২৮ সালে। এটি তৈরি করতে খরচ হয়েছিল তৎকালীন সময়ে ৩৫ হাজার টাকা।

IMG_20220819_155436.jpg

লোকেশন - ধর্মতলা, কলকাতা
ডিভাইস - ভিভো জেড ১ প্রো
ফটোগ্রাফার - @pap3

IMG_20220819_155446.jpg

শহীদ মিনার ময়দান।

IMG_20220819_162029.jpg

এটি প্রেস ক্লাব লেক।

লোকেশন - ধর্মতলা, কলকাতা
ডিভাইস - ভিভো জেড ১ প্রো
ফটোগ্রাফার - @pap3

এটা আমার প্রথম ফটোগ্রাফি পোষ্ট। সকলের কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।

Sort:  
 2 years ago 

আপনার ছবিগুলো বেশ ভালো হয়েছে। তবে এই ধরনের পোস্টে চেষ্টা করবেন আর একটু বেশি লিখতে। তাহলে আপনার পোস্টের গ্রহণযোগ্যতা আরো বাড়বে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দাদা এটা আমার প্রথম ফটোগ্রাফি পোস্ট। চেষ্টা করব পরের পোস্ট গুলো আরো বিশদে লেখার।

 2 years ago 

কলকাতার কিছু ফটোগ্রাফি আপনি মেঘলা দিনে আপনার মোবাইলে ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে চমৎকার লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

সবগুলো ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে দাদা। সব চেয়ে বেশি ভালো লেগেছে ঘোড়ার ঘাস খাওয়ার দৃশ্য। ফটোগ্রাফির ফোকাস অনেক ভালো ছিলো। আপনার সাফল্য কামনা করছি ভাই।

 2 years ago 

ধন্যবাদ দাদা। সত্যি বলতে ওটা আমারো খুব ভালো লেগেছে। ছবি তোলার পর বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর লাগবে।

 2 years ago 

আজ যে বিশ্ব ফটোগ্রাফি দিবস সেটা জানা ছিল না। আপনি খুব সুন্দর মেঘলা দিনের কিছু কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। আসলে মেঘলা দিনের দৃশ্য গুলো থাকে অন্য রকম। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ দাদা।

 2 years ago 

মেঘলা দিনে কলকাতার অনেক চমৎকার একটি আলোকচিত্র আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আপনার মাধ্যমে আমরা মেঘলা দিনের কলকাতার প্রাকৃতিক দৃশ্যটি দেখতে পারলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39