লেভেল ২ হতে আমার অর্জন - By @pap3 (১০% বেনিফিশিয়ারি @shy-fox এবং ৫% বেনিফিশিয়ারি @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি।

আমি @pap3 কিছুদিন আগে লেভেল - ১ কমপ্লিট করি ও গতকাল লেভেল - ২ এর মৌখিক পরীক্ষা দি। আজ আমি লেভেল - ২ এর লিখিত পরীক্ষা দেবার জন্য এই পোস্ট করছি।

লেভেল - ২ এ যে টপিকগুলো শিখেছি তা হলো -

১. কী সিকিউরিটি
২. পাওয়ার আপ
৩. ডেলিগেশন
৪. ওয়ালেট

IMG_20220822_123916.jpg

১. কী সিকিউরিটি
স্টিমিটে একাউন্ট তৈরি করার সময় আমরা কিছু কী পেয়ে থাকি যা দিয়ে আমরা আমাদের একাউন্ট এক্সেস করতে পারি। তাই কী নিরাপত্তা বিষয়ে জ্ঞান থাকা খুবই জরুরী।

২. পাওয়ার আপ
পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পোস্ট থেকে যে আয় করি তা থেকে একটি নির্দিষ্ট অংশ স্টিম পাওয়ার এ যোগ করে আমরা পাওয়ার আপ করতে পারি। স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আমরা ভোট দিতে পারি এবং তা থেকে কিউরেশন রিওয়ার্ডও পেতে পারি।

৩. ডেলিগেশন
একজনের স্টিম পাওয়ার অন্য একজনকে ব্যবহার করতে দেওয়াকেই ডেলিগেশন বলে। আবার চাইলে যেকোনো সময় তা ফিরিয়ে নেওয়া যায়। ডেলিগেশন সাথে সাথেই কার্যকর হয় তবে আনডেলিগেশন কার্যকর হতে ৫ দিন সময় লাগে।

৪. ওয়ালেট
আমরা ব্যাঙ্কে যেমন নিজেদের অর্জিত টাকা গচ্ছিত রাখি তেমনি স্টিমিট ওয়ালেটে আর্ন করা বা ইনভেস্ট করা সমস্ত এসেটস জমা থাকে। তাই ওয়ালেট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

লেভেল টু এর প্রশ্নোত্তর -

১. পোস্টিং কী এর কাজ কি?

উত্তর - সোশ্যাল এক্টিভিটিস এর কাজ গুলো করার জন্য এই কী ব্যবহার হয়। যেমন - পোষ্ট করা, কমেন্ট করা, ভোট দেওয়া প্রভৃতি। ওয়ালেট সংক্রান্ত কাজগুলো এই কী এর মাধ্যমে করা যায় না বলে এই কী সবচেয়ে কম সেনসিটিভ। এই কী দিয়ে আমরা নিম্নলিখিত কাজগুলি করতে পারি -

ক. পোষ্ট ও কমেন্ট করা
খ. পোষ্ট রিস্টিম করা
গ. কাউকে ফলো ও আনফলো করা
ঘ. আপভোট ও ডাউনভোট দেওয়া
ঙ. অনাকাঙ্খিত একাউন্ট মিউট করা
চ. পোষ্ট ও কমেন্ট এডিট করা

২. এক্টিভ কী এর কাজ কি?

উত্তর - ওয়ালেট সংক্রান্ত যাবতীয় কাজ করার জন্য এক্টিভ কী ব্যবহার করা হয়। তাই এই কী খুব সেনসিটিভ কী। ওয়ালেট এ ঢুকতে, কাউকে স্টিম বা এসবিডি ট্রান্সফার করতে, সেভিং এ স্টিম বা এসবিডি পাঠাতে ও উইথড্র করতে ইত্যাদি কাজ সম্পন্ন করতে প্রাইভেট এক্টিভ কি ব্যবহৃত হয়। এই কী দিয়ে আমরা নিম্নলিখিত কাজগুলি করতে পারি -

ক. পাওয়ার অফ পাওয়ার ডাউন করা
খ. উইটনেস ভোট দেওয়া
গ. এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেওয়া
ঘ. প্রোফাইলের তথ্য পরিবর্তন করা
ঙ. ট্রান্সফার করা
চ. SBD স্টিম কনভার্সন করা
ছ. নতুন ইউজার তৈরি করা

৩. ওনার কী এর কাজ কি ?

উত্তর - স্টিমিটে মালিকানা প্রমাণ করতে এই কী দরকার। এই কী সবচেয়ে গুরুত্বপূর্ণ কী। এই কী দিয়ে আমরা নিম্নলিখিত কাজগুলি করতে পারি -

ক. একাউন্ট রিকভারি করা
খ. ওনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করা
গ. ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা

৪. মেমো কী এর কাজ কি ?

উত্তর - প্রাইভেট ম্যাসেজ পাঠাতে ও পেতে এই কী ব্যবহার করা হয়। এর ব্যবহার খুব কম। সাধারণ ইউজারদের এর সম্পর্কে খুব জানার দরকার হয় না। এই কী নিম্নলিখিত কাজে ব্যবহার করা হয় -

ক. এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে
খ. এনক্রিপ্ট করা মেসেজ দেখতে

৫. মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি ?

উত্তর - মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কাজ করা যায়। একাউন্ট খোলার সময় সবচেয়ে সেনসিটিভ যে কী আমরা পাই সেটি হল মাস্টার পাসওয়ার্ড । অন্যান্য সকল কী গুলি মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে। একাউন্ট রিকভার করতে মাস্টার পাসওয়ার্ড লাগে।

৬. মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর - মাস্টার পাসওয়ার্ড নিরাপদ এ সংরক্ষণ করার জন্য একটি সুরক্ষিত ডাইরিতে লিখে রাখতে পারি। প্রিন্ট করে সুরক্ষিত স্থানে রাখতে পারি। আমি পেনড্রাইভে পিডিএফ ফাইলটি এনক্রিপটেড করে রেখে দিতে পারি। এছাড়াও জিমেইল এ টু স্টেপ ভেরিফিকেশন চালু করে গুগল ড্রাইভে রেখে দিতে পারি। কোনো ব্রাউজার থেকে লগইন করলে ক্যাশে ও কুকিজ ক্লিয়ার করতে হবে। কেউ একাউন্ট বানিয়ে দিলে তাকে কোনোভাবেই পাসওয়ার্ড শেয়ার করা যাবে না।

৭. পাওয়ার আপ কেন জরুরী?

উত্তর - পাওয়ার আপ বলতে স্টিমকে পাওয়ার আপ করে স্টিম পাওয়ারে পরিণত করা। স্টিম পাওয়ার বেশি থাকলে ভোট দিয়ে বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়। চাইলে মার্কেট থেকেও স্টিম ক্রয় করে পাওয়ার আপ করা যায়। স্টিম পাওয়ার কম থাকলে ভোট দিলে সেই ভোট এর ভ্যালু কম হয়। তাই পাওয়ার আপ খুবই জরুরী।

৮. পাওয়ার আপ এর প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর - পাওয়ার আপ করার জন্য প্রথমেই এক্টিভ কী দিয়ে লগইন করে স্টিমিট ওয়ালেটে যেতে হবে। তার পর স্টিম ব্যালান্স এর পাশের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। তারপর পাওয়ার আপ অপশন সিলেক্ট করতে হবে। পাওয়ার আপ অপশন এ ক্লিক করার পর এমাউন্টের ঘরে আমি কত স্টিম পাওয়ার আপ করবো সেই এমাউন্ট লিখতে হবে। এরপর ফিল্ড এর নিচে পাওয়ার আপ লেখাটিতে ক্লিক করতে হবে। তারপর আবার একটি ফিল্ড আসবে যেখানে আমি আগে দেয়ে তথ্যগুলো কনফার্ম করবো। সবকিছু ঠিকঠাক থাকলে ok তে ক্লিক করলেই পাওয়ার আপ সম্পন্ন হবে।

IMG_20220822_123809.jpg

৯. সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

উত্তর - সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

১০. মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তর - এনক্রিপটেড করা ম্যাসেজের কোড দিতে মেমো ফিল্ড ব্যবহার হয়।

১১. ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি. নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তর : ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি. নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

১২ . ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর : ডেলগেশন বৃদ্ধি করার সময় আমি মোট কত এসপি ডেলিগেট করবো সে এমাউন্ট লিখতে হবে। আমি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি. ডেলিগেশন এর কিছুদিন পর যদি আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চাইলে এক্ষেত্রে ডেলিগেশন এর পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এস.পি. লিখতে হবে।

লেভেল টু থেকে এই ছিল আমার অর্জন। আশা করি সব প্রশ্নের ঠিকঠাক ভাবে উত্তর দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।

Sort:  
 2 years ago 

লেভেল ২ এর বিষয়বস্তুগুলো আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য এটাই প্রার্থনা করি আপনি যেন খুব দ্রুত ভেরিফাইড মেম্বার হয়ে যেতে পারেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

আপনি আপনার পোস্ট খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। ভালো কিছু অর্জন করেছেন দোয়া রইল আপনি যেন খুব তাড়াতাড়ি পরবর্তী লেভেলগুলো ভালোভাবে শেষ করতে পারেন সেই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের সমর্থন যেন সব সময় পাই। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39