প্রথমবার রঙিন কাগজ দিয়ে একটি পাখি তৈরি করলাম। (১০% @shy-fox এর জন্য বরাদ্দ।)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার, সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।

ভগবানের কৃপায় আমিও ভালো আছি। আমি প্রথমবার কাগজ দিয়ে একটি আর্ট তৈরি করব। আমি আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাব। আমি আজকে রঙিন কাগজ দিয়ে একটি পাখি তৈরি করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার নিজের হাতে তৈরি করা এই পাখিটি, যা আমি প্রথমবার তৈরি করলাম। এমন পোস্ট আমার বাংলা ব্লগে আমি প্রথম বার করছি। কোনো ভুল হলে নিজগুণে ক্ষমা করবেন।

IMG_20221111_221526.jpg

🌼 উপকরণ : 🌼

👉 রঙিন পেপার
👉 কাঁচি
👉 পেন
👉 স্কেল

IMG_20221111_233800.jpg

বিবরণ :

ধাপ - ১

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। তারপর রঙিন কাগজটিকে ১৪ সেমি বাই ১৪ সেমি মাপে কেটে নিলাম। এক কোনা করে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিলাম। তারপর প্রথমে কোনাকুণি ভাবে ও তারপর সোজাসুজি ভাবে দুইবার করে ভাঁজ করে নিলাম।

IMG_20221111_161753.jpg

IMG_20221111_161856.jpg

IMG_20221111_161826.jpg

IMG_20221111_161916.jpg

IMG_20221111_162035.jpg

ধাপ - ২

এরপর কাগজটাকে কোনাকুণি ভাঁজ করে ছোট করতে হবে। তারপর তার কোনাগুলোকে অল্প করে ভাঁজ করতে হবে যেমন ছবিতে দেখা যাচ্ছে।

IMG_20221111_162251.jpg

IMG_20221111_162430.jpg

IMG_20221111_162531.jpg

IMG_20221111_162659.jpg

IMG_20221111_162904.jpg

ধাপ - ৩

এখন আগের ভাঁজটাকে পাশাপাশি ভাঁজ করতে হবে। তারপর সেই দিকের অংশটিকে উল্টো করে ভাঁজ করতে হবে। একই ভাবে দুদিকে ভাঁজ করতে হবে। তারপর সেটিকে পাশাপাশি ভাঁজ করতে হবে।

IMG_20221111_162916.jpg

IMG_20221111_163154.jpg

IMG_20221111_163206.jpg

IMG_20221111_163213.jpg

ধাপ - ৪

এবার কাগজটাকে উল্টো করে ধরে একটা দিকেমাঝ বরাবর ভাঁজ করতে হবে। এরপর আবার পাশাপাশি ভাঁজ করতে হবে। এর ফলে একদিকে একটা ভাঁজ ও অন্যদিকে তিনটে ভাঁজের কাগজ পাব।

IMG_20221111_164143.jpg

IMG_20221111_164217.jpg

IMG_20221111_164238.jpg

ধাপ - ৫

এবার তিনটে ভাঁজের কাগজকে আড়াআড়ি ভাবে দুদিকে থেকে ভাঁজ করতে হবে। করলে পাখির ডানা পেয়ে যাব আমরা। এরপর পাখির মাথার দিক দুমড়িয়ে ভাঁজ করতে হবে। এমন করলে আমরা পাখির ঠোঁট করতে পারব।

IMG_20221111_164303.jpg

IMG_20221111_164317.jpg

IMG_20221111_164326.jpg

শেষ ধাপ -

এরপর কালো পেন দিয়ে পাখির চোখ এঁকে নেব। আশা করি আমার এই পাখি আপনাদের সবার খুবই ভালো লাগবে।

IMG_20221111_164548.jpg

IMG_20221111_164533.jpg

ধন্যবাদ। ভালো থাকবেন।

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpg

ক্যামেরা
ফটোগ্রাফার
লোকেশন
ভিভো জেড ১ প্রো
@pap3
বহরমপুর

Heroism_Second.png

১২ই নভেবর‚ ২০২২‚ শনিবার

Amar_Bangla_Blog_logo_png-3.png

gOuhvta.png

Sort:  
 2 years ago 

এই প্রথম কাউকে অরিগ্যামি বানাতে দেখলাম।অনেক ভাল হয়েছে।মনে হচ্ছেনা প্রথমবার বানিয়েছেন।ধাপ গুলোর বর্ননাও ভালভাবে দিয়েছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগে এইটা যেহেতু আপনার প্রথম রঙ্গিন কাগজ দিয়ে পাখি তৈরি করে পোস্ট শেয়ার করেছেন খারাপ হয়নি।রঙ্গিন কাগজ দিয়ে পাখি তৈরি করেছেন খুব সুন্দর হয়েছে।এভাবে তৈরি করতে থাকুন একদিন অনেক ভালো মানের তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোটবেলায় অনেক কিছু তৈরি করলেও কখনো পাখি তৈরি করিনি। এই প্রথম পাখি তৈরি করলাম। ধন্যবাদ আপু এমন সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

বাহ্ কই সুন্দর অরিগ্যামি বানিয়েছিস। খুব ভালো লাগলো। আমি অরিগ্যামি যদিও পারি না।কিন্তু কেউ বানালে দেখতে খুব ভালো লাগে।সব থেকে ভালো লাগলো এত ডিটেইলসে প্রতিটি ধাপ তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর DIY তুলে ধরার জন্য।

 2 years ago 

আমি জানতাম না এগুলো অরিগ্যামি বলে। ধন্যবাদ পায়েল সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি প্রথমবার রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি পাখি তৈরি করেছেন। এধরনের ডাই প্রজেক্ট গুলো করতে ভীষণ ভালো লাগে। লাল রঙের রঙিন কাগজ হওয়াতে চমৎকার ফুটে উঠেছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

এই পাখি গুলো হালকা সবুজ, হলুদ কাগজে করলে আরো সুন্দর লাগে। আসলে খুব কম পাখির রং এমন লাল হয়। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়া আপনি প্রথম বার হিসেবে রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি পাখি তৈরি করেছেন।আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো অনেক ভালো লাগে।ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে পাখি তৈরি করে শেয়ার করেছেন। কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনি রঙিন কাগজ যতোটুকু করে কেটে নিয়েছেন মাপসহ লিখে দিয়েছেন এই বিষয়টি সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। প্রথমবার হলেও দেখি কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আপনি অনেক ভালো পারছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ছোটবেলায় এক সময় কাগজের বহু কিছু তৈরি করতাম। তাই এটা প্রথমবার হলেও করতে অসুবিধা হয়নি। মাপ বলার কারণ পাখি টি বর্গাকার কাগজ না হলে তৈরি করা যাবে না। ধন্যবাদ ভাই।

 2 years ago 

যদিও রঙিন কাগজের পাখিটি দেখতে খুবই সিম্পল মনে হচ্ছে। তবে আপনি সময় দিয়েছেন এবং খুব চমৎকারভাবে এটি আমাদের সাথে ধাপে ধাপে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ দাদা সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ রিপ্লের ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার পাখি তৈরির পদ্ধতি দেখে মনেই হয়না প্রথমবার বানিয়েছেন। আমার কাছে আপনার পাখি অনেক কিউট লেগেছে। পাখি দেখতে অনেকটা বাস্তবের মতোই হয়েছে। কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু এমন সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রথমবারের মতো আপনি পাখি তৈরি করেছেন। প্রথমবার হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। আমার অনেক বেশি ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ ছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

যদিও আপনি প্রথম রঙিন কাগজের পাখি তৈরি করেছেন, সত্যি অসাধারণ ছিল। দেখে খুবই ভালো লাগলো, আপনার হাতের কারুকাজ প্রশংসার দাবিদার। আমাদের মাঝে এত সুন্দর রঙিন কাগজের পাখি তৈরি করে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনাকেও শুভেচ্ছা, আপনি ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64188.14
ETH 2766.12
USDT 1.00
SBD 2.66