বিস্ময়কর ফুল নাগলিঙ্গম। (১০% বেনিফিসিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার আমি দেবাদিত্য, আবারও চলে এসেছি আমি শহর রাজ্যের রাজধানী কলকাতায়। সেখান থেকেই আপনাদের জন্য আবার একটি ফটোগ্রাফি পোস্ট করছি। আশাকরি সকলের খুব ভালো লাগবে।

নাগলিঙ্গম এক বিস্ময়কর গাছ। অতীব সুন্দর ও অত্যাশ্চার্য্য এই গাছটি বিখ্যাত তার ফুলের জন্য। এই গাছের ফুলের জন্যই এমন নামকরণ হয়েছে। ভারত, বাংলাদেশের অনেক উদ্যানেই এই গাছ দেখা যায়। যদিও এই গাছের আদি নিবাস ধরা হয় মধ্য ও দক্ষিণ আমেরিকা।

এই গাছের ইংরেজি নাম ক্যানন বল ট্রি। কারণ এর ফল গুলি হয়ে থাকে কামানের গোলার মতো। যা পাঁকতে সময় লাগে এক বছরেও বেশি সময়। তবে পচা ফল থেকে অত্যন্ত দূর্গন্ধ নির্গত হয়। এর উচ্চতা ৩৫ মিটার পর্যন্ত হতে পারে। পাতাগুলি হয় লম্বাটে। পাতার রং হালকা সবুজ থেকে কালচে সবুজ বর্ণের হয়ে থাকে।

ফুল গুলিতে ৬ টি লাল বা কমলা রংয়ের পাপড়ি থাকে। এর উপর নিচে সাপের ফণারমত বাঁকানো উদ্যত ভঙ্গিতে পরাগচক্র দেখা যায়। ফুলের ভিতরে ছোট্ট একটি লিঙ্গ আকৃতি লক্ষ্য করা যায়। এই ফুল থেকে সাধারণত রাত্রী বেলায় তীব্র সুগন্ধ বের হয়। প্রায় সারাবছর ধরেই গাছে অসংখ্য নাগলিঙ্গম ফুল ফুটতে দেখা যায়।

IMG_20220904_111222.jpg

IMG_20220904_111212.jpg

IMG_20220904_111405.jpg

নাগলিঙ্গম গাছ

IMG_20220904_111341.jpg

গাছের পাতা গুলি লম্বাটে।

IMG_20220904_111332.jpg

অসংখ্য ফুল ফুটে আছে গাছে।

IMG_20220904_111305.jpg

একটি নাগলিঙ্গম ফুল আমার হাতে।

IMG_20220904_111610.jpg

এই নাগলিঙ্গম গাছটি রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা ময়দানের ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এর ভিতরে।

IMG_20220904_111624.jpg

এই বড়ো গাছটি নাগলিঙ্গম গাছ।

IMG_20220904_111551.jpg

লোকেশনডিভাইসফটোগ্রাফার
কলকাতাভিভো জেড ১ প্রো@pap3

IMG_20220904_111446.jpg

IMG_20220904_111519.jpg

দেখে মনে হচ্ছে ফুলের ভিতরে একটি লিঙ্গ রয়েছে, যাকে উপর - নীচে ঘিরে রয়েছে অসংখ্য নাগ। যা প্রকৃতির এক বিস্ময় সৃষ্টি।

IMG_20220904_111527.jpg

IMG_20220904_111421.jpg

ভারতের বহু উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, রেল স্টেশনে এই গাছ দেখা যায়। যে কোনো উদ্যানের শোভাবর্ধন করতে এই গাছের জুঁড়ি মেলা ভার। এই গাছ যে শুধুই দৃষ্টিনন্দন তা নয়। এই গাছের বহু ঔষধী গুণাগুণ আছে, যা আমাদের প্রভূত উপকার করে।

ছোটোবেলার এক স্মৃতি আজ উস্কে দিলো ময়দানের এই নাগলিঙ্গম গাছ। ১৯৯৯ সালে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন বৃত্তি পরীক্ষা দেওয়ার চল ছিল। আর সেটা ছিল যথেষ্ট কঠিন পরীক্ষা। সেই পরীক্ষা দিতে গেছিলাম পার্শ্ববর্তী রাজাজগৎ কিশোর হাই স্কুলে। সেই স্কুলের পাশেই ছিল মুক্তাগাছার জমিদারের কাছাড়ি বাড়ি। সেই বাড়ির বাগানে হরেকরকম গাছের মাঝে নাগলিঙ্গমগাছ আমি প্রথম দেখি এবং প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি দেখে আমি অভিভূত হই।

সকলে ভালো থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

এই ফুলটি আজ প্রথম দেখলাম আপনার মাধ্যমে।সত্যি ফুলটি দেখতে আকর্ষণীয় ।অনেক ভালো লাগলো ফুলটি দেখে।শুভকামনা রইলো আপনার জন্য

 2 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ।

 2 years ago 

আপনার দৌলতে নতুন একটি ফুল এর সম্পর্কে এত কিছু জানলাম।ধন্যবাদ আমাদের নতুন কিছু দেখানো ও শেখানোর জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.029
BTC 67563.69
ETH 3470.63
USDT 1.00
SBD 2.68