দিন শেষে একজন বেসরকারী চাকুরীজীবির কথা

হ্যালো বন্ধুরা
আসালামুআলাইকুম.............

আশা করি সবাই ভলো আছেন এবং সুস্থ আছেন । একই সাথে আমার সকল বন্ধুদের পরিবারের সুস্থতা কামনা করছি। চলুন শুর করা যাক।

কাল 11/01/2023ইং তারিখ আমাদের দেশে হরতাল । কিভাবে অফিসে যাব তা চিন্থা করতে করতে পকেটের অবস্থা দেখলাম খুব খারাপ অবস্থা এমনেই কাল হারতাল যেখানে যেতে 10 টাকা লাগবে সে খানে লাগবে 50 টাকা । এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। বউ সকাল 5টা ডেকে বল্ল সকাল সকাল না বাহির হলে অফিসে যেতে পারবেনা। যাই হোক সকালে নাস্তা না খেয়েই 5.10 মিনিটে বাহির হলাম। খুব কষ্টে অফিস পৌছালাম। সরাদিন কাজ করতে করতে কখনো যে অফিস সময় শেষ তা খেয়াল ছিল না যাই হোক অফিস থেকে বাহির হোলাম সকালে বাসা বাহির সময় বউ বলে দিয়েছি যে আসতে সময় কিছু বাজার করে নিয়ে আসবা যেমন পিয়াজ এবং শাকসবজি।

যাই হোক সরাদিন অফিস শেষ করে দিন শেষে আবার বাজার নাম শুনলেই যে যর এসে যাই । যাই হোক বাজারে গেলাম পিয়াজ দোকানে জিঞ্জাসা করলাম দাম কত তিনি বললো 130 টাকা । আমি বললাম গত সপ্তাহে ত 80 টাকা ছিল ।দোকানদার বললো গাড়ি গোড়া চলে না ততো পিয়াজ পাবো কোথায়। নিলে নেন না নিলে চলে যান আর কি করা 1 কেজি পিয়াজ নিলাম। আপনার হইতে জানবেন কিভাবে চলতে হয় একজন্য বেসরকারী কর্মজীবি মানুষের। বাকিটা আপনাদের বুঝে নিতে হবে।

Peaj.jpg
দাম:-130টাকা

তার পর গেলাম সবজি বাজারে আরে এখানে ত 80 থেকে 100 টাকার নিচে কেজি নাই তাহলে আমরা কিভাবে চলবো

পটল কিনলাম আশি টাকা দিয়ে।
তার পর পুইঁশাক কিনলাম যে আগে 10 থেকে 20 টাকায় পাওয়া যেতু সে নিলাম 40 টাকা

আরো কিছু টুকি টাকি বাজার শেষ করে বাড়ি ফিরলাম রাত 10.30 টায়। তার পর ফ্রেস এবং রাতের খাবার শেষ করে ঘুমাতে ঘুমাতে রাত 12.00 । শুতে শুতে মনে পড়লো কাল অফিসে যেতে হবে ।
আমাদের জীবটা এভাবেই একদিন শেষ হয়ে যায় ।

আজ এখানেই শেষ করলাম। পরবতীতে নতুন কোন লেখা নিয়ে হাজির হবো আপনাদের সাথে। আশা করি সবাই ভলো থাকবেন।

Sort:  
 10 months ago 

কথাগুলো আমাদের সবার সাথেই খুবই রিলেটেবল। এমন অস্থিতিশীল অবস্থার মাঝেও অফিস যাওয়া মিস নাই, আর বাজারে আগুন!! তবে ভাই, আপনি কোন ছবিতেই সোর্স উল্লেখ করেন নি দেখছি। দয়া করে রুলস অনুযায়ী ছবির নিচে সোর্সটি উল্লেখ করে দিবেন।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সরকারি, বেসরকারি সবার নাগালের বাইরে চলে গেছে ভোজ্য পন্য সহ সব কিছুর দাম।আসলে যার যেমন আয় তার তেমনি ব্যায়।অসহায় হয়ে থাকা ছারা কোন উপায় নাই।কাউকে বলার মতো কিছু নেই, করার মতোও নেই।কষ্ট করেই সবার চলতে হয়।এক মাত্র উচ্চ বিত্তবানদের টিকে থাকা সম্ভব।

 10 months ago (edited)

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: https://www.daraz.com.bd/products/pui-sak-seed-50-gram-seed-all-season-hybrid-i221461586.html

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59218.43
ETH 2534.91
USDT 1.00
SBD 2.44