🎨DIY- Project এসো নিজে করি: 🌃" চাদনী রাতে জলরঙে আঁকা একটি দৃশ্য "🏜🏝অংকন || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমরা সবাই জানি ইতিমধ্যে শীতের আনাগোনা শুরু হয়ে গেছে।🥶 ভালই শীত পড়ছে চারিদিকে।আবহাওয়া খুবই ঠাণ্ডা। তবে, এর মধ্যে হঠাৎ কিছুদিন ধরে বৃষ্টি চলছে। 💦এরকম অবস্থায় শীতের মধ্যে সুন্দর "চাদনী রাত এমন একটি দৃশ্য" যেটা খুবই রোমাঞ্চকর। শীতের মৌসুমে চাঁদনী রাতে চারপাশে তুষারপাত হলে দারুন মুহুর্ত সৃষ্টি হয়। এমন একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে। সেই ভাললাগা থেকেই একটি দৃশ্য জলরং এর মাধ্যমে ফুটিয়ে তুলবো। আশা করি, আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।
🎨অংকন এর বিষয়🎨
🏝জলরঙে আঁকা একটি দৃশ্য 🌃
অংকন- সাদা কাগজ
- জলরঙ
- পেন্সিল HB.
- স্কেল
- পানি
- তুলি
- জলরঙ এর পাত্র
👇 ধাপ ১👇
প্রথমে একটি সাদা কাগজের নিচের দিকে লাল রঙের জল রং নিয়ে তুলির মাধ্যমে পেইন্ট করে নিতে হবে।
👇 ধাপ ২👇
এবারে নিচের দিকে লাল রঙের কিছুটা উপরে হাল্কা অরেঞ্জ কালার জলরং এবং হলুদ রঙের আভা রং তুলি দিয়ে পেইন্ট করে নিতে হবে।
👇 ধাপ ৩👇
এবার হলুদ রঙের কিছুটা উপরে রং তুলি দিয়ে গাঢ় নীল কালারের পেইন্ট করে নিতে হবে।
👇 ধাপ ৪👇
এবার বেগুনি কালারের জলরং তুলিতে নিয়ে পেইন্ট করে নিতে হবে।
👇 ধাপ ৫👇
এবারে মাঝ বরাবর হলুদ এবং নীল কালারের মধ্যবর্তী যে সাদা জায়গাটা ছিল, সেই স্থানে সাদা কালারের জলরঙের আভা দিয়ে নিতে হবে।
👇 ধাপ ৬👇
এবার একদম নিচের দিকে লাল রঙের উপরে গাঢ় কালো রঙের জল রং দিয়ে, কিছু ছোট ছোট ঘাস একে নিতে হবে।
👇 ধাপ ৭👇
এবার কালো জলরঙ নিয়ে একটি নারকেল গাছ নিখুঁতভাবে এঁকে নিতে হবে। প্রথমদিকে গোড়ার অংশটা এঁকে নিতে হবে। তারপর কান্ড একে নিতে হবে। তারপরে কিছু পাতা একে নিতে হবে, খুবই ধীরে ধীরে কাজটি করতে হবে। কারণ, যদি অন্য কোথাও রং পড়ে যায় সেটা দেখতে সুন্দর হবে না। এভাবে খুবই সুন্দর ভাবে গাছটি আকিয়ে নিতে হবে।
👇 ধাপ ৮👇
এবারে রাতের আকাশে একটি মায়াবী চাঁদ এবং কিছু বরফের সাদা স্নো বল জলরং দিয়ে এঁকে নিতে হবে।
👇 ধাপ ৯👇
সবশেষে প্রতিটি অংশ নিখুঁতভাবে করার চেষ্টা করতে হবে। কোথাও রং এর কমতি দেখা দিলে সেখানে সুন্দরভাবে জলরং করে নিতে হবে এবং সাদা রঙের চাদ সেই সাথে পাতা গুলো দারুন ভাবে তৈরী করার চেষ্টা করতে হবে। চোখের পছন্দমত জলরং করে নিতে হবে। এরপর রঙ টা কিছুক্ষন শুকাতে দিতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে চাঁদনী রাতের মায়াবী দৃশ্য।
এতোটা সময় নিয়ে আমার আকানো জলরঙের দৃশ্যটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।দৃশ্যটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।
জল রং দিয়ে অনেক সুন্দর দৃশ্য অঙ্কন করেছেন আপু। আপনি জল রং ব্যবহার করে চিত্র অংকনে অনেক দক্ষ। যেটা আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে শুভ কামনা আপনার জন্য।
ধন্যবাদ আপু, খুব ভালো লাগছে।
জল রং দিয়ে চাদনি রাতের খুব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। ধাপ গুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে করেছেন।শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া, ছবিটা আকানোর পাশাপাশি প্রতিটা ধাপ উপস্থাপন করে। ছবিগুলো আঁকার পদ্ধতি বর্ণনা করেছি।
জল রং দিয়ে চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্য দৃশ্য অংকন অসাধারণ ছিল ।আপনি প্রতিনিয়ত জল রং দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি এঁকে আমাদের মাঝে উপহার দিয়েছেন। যেটা আমার কাছে খুবই ভালো লাগে জল রং দিয়ে যে ধরনের ছবি আঁকা হোক না কেন প্রতিটি ছবিই অসাধারণ হয়। যেটা আপনাদের দ্বারা প্রমাণিত।
জি ভাইয়া, জল রঙের ছবি গুলো যদি সুন্দরভাবে তৈরি করা হয়। তাহলে আসলেই দুর্দান্ত দেখতে লাগে।
দিদি,খুবই সুন্দর একটি চাঁদনী রাতের দৃশ্য জলরং দিয়ে এঁকেছেন। সত্যিই খুবই সুন্দর হয়েছে,দেখে মনে হচ্ছে বাস্তবে চাঁদনী রাতের দৃশ্য। দিদি, নিখুঁত এবং দক্ষতার সাথে এই চাঁদনী রাতে দৃশ্যটি আপনি অঙ্কন করেছেন দেখে বোঝা যাচ্ছে। চাঁদনী রাতের দৃশ্য অংকন করা প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার। করেছেন
জল রং সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারলেই এর সৌন্দর্য প্রকাশ পায়। এজন্য বাস্তবের মতো দেখতে লাগছে, ধন্যবাদ।
আপু চাঁদনী রাতের জল রং দিয়ে চিত্রাংকনটি অনেক পছন্দ হয়েছে আমার। দেখে মনে হচ্ছে একেবারে সত্যি কারের চাঁদনী রাত। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি, সুন্দরভাবে আকানো হয়েছে বলেই মনে হচ্ছে, সত্যি কারের চাঁদনী রাত। আপনি বিষয়টি লক্ষ্য করেছেন, ধন্যবাদ।
জল রং দিয়ে খুবই সুন্দর একটি দৃশ্য এঁকেছেন। দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটাযে হাত দিয়ে আঁকা হয়েছে এটা বোঝা যাচ্ছে না খুবই সুন্দর এবং অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ আপু, আমার আকানো ছবিটি আপনার এতটা ভালো লেগেছে জেনে, আমার নিজের কাছেও খুবই ভালো লাগছে।
ওয়াও আপু একেবারে অসাধারণ। জল রং দিয়ে চাঁদনী রাতের দৃশ্যটি একেবারে দেখার মত। আপনি বরাবরের মতো অনেক সুন্দর সুন্দর পেইন্টিং তৈরি করেন আপু। যেগুলো দেখে খুবই ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে আজকে চাঁদনী রাতের একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি জলরঙ এর ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। তবে, এটা অনেক সময়ের ব্যাপার।
আপনার চাঁদনী রাতের দৃশ্যটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। জল রং দিয়ে আপনি খুবই ভালো আর্ট করেছেন ।জল রং দিয়ে আর্ট করা যথেষ্ট সময় ও ধৈর্যের প্রয়োজন ।যেটি আপনি খুব ভালোভাবে দেখিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা সহকারে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি,আপু চাঁদনী রাতের দৃশ্য অনেক সুন্দর এবং এরকম একটা দৃশ্য তৈরি করতে যথেষ্ট সময় এবং ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে।
আপু অনেক সুন্দর হয়েছে আপনার ড্রয়িং টি। শীতের দিনে এই চাঁদনী রাতের রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবো না আমি কারণ অনেক ঠান্ডা লাগে আমার কাছে 🥶😜 তবে এভাবে ড্রইং দেখে উপভোগ করা যায়। চাঁদনী রাত আমার খুব পছন্দ। আপনার ড্রয়িং একদম আসল চাঁদনী রাতের মত লাগছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
জি আপু, চাঁদনী রাতে রোমাঞ্চকর মুহূর্ত সবার কাছেই ভালো লাগবে, আমারও খুবই পছন্দ। আপনার ভালো লেগেছে এতে খুবই খুশি হলাম।
ওয়াও আপু জল রং দিয়ে আপনি অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
আমার ছবিটা দেখে আপনার এতটা ভালো লেগেছে, এবং আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।