🍫রেসিপি: Hershey's চকলেট সেন্ডুইস!🥪 || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🙂

in আমার বাংলা ব্লগ3 years ago

২৬(সেপ্টেম্বর)
রবিবার

হাই বন্ধুরা,সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমার সেন্ডুইস খেতে ইচ্ছে করছে এজন্য আমি সেন্ডুইস বানিয়েছি। তবে মজার ব্যাপার হলো আগে যতরকম সেন্ডুইস খেয়েছি এবারের সেন্ডুইস টা একেবারেই নতুন। এইটা আমি সম্পুর্নভাবে নিজের আইডিয়া থেকে বানিয়েছি। জানিনা কেমন হবে! তবে আশা করছি ভালোই হবে।
তো চলুন শুরু করা যাক।

🍫Hershey's চকলেট 🍫সেন্ডুইস

20210926_190300.jpg


↘উপকরন↙

  • হোয়াইট ব্রেড পাউরুটি
  • Hershey's চকলেট সিরাপ
  • গার্বি বাটার
  • পানি

20210926_185120-1.jpg


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇ধাপ ১👇


প্রথমে সবগুলা উপকরন একসাথে গুছিয়ে নিবো। এরপর ছুরি দিয়ে পাউরুটির চারপাশের বর্ডার এর অংশগুলা কেটে নিবো। তারপর চারকোনা পাউরুটি টিকে দুইভাগে ত্রিকোন আকৃতিতে কেটে আলাদা করে নিতে হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇ধাপ ২👇

20210926_185548.jpg

কেটে নেওয়া ফ্রেস অংশ ২টি পাউরুটির, পুরোটা জুড়ে অল্প পরিমানে পানি দিয়ে নরম করে নিতে হবে।এতে করে পাউরুটি দুটি সুন্দরভাবে একে অপরের সাথে লেগে থাকবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇ধাপ ৩👇

20210926_185701-1.jpg

20210926_185712-1.jpg


পাউরুটির চারপাশের অংশগুলিকে টুকরো টুকরো করে কেটে নিবো। এরপর এর সাথে ১ চা চামচ গার্বি বাটার এবং হার্সি চকলেট সিরাপ নিবো।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇ধাপ ৪👇

20210926_185818.jpg
পাউরুটির টুকরো অংশগুলা সেই সাথে ১ চা চামচ গার্বি বাটার এবং হার্সি চকলেট সিরাপ একসাথে মিশিয়ে সেন্ডুইস এর পূর তৈরি করে নিবো।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇ধাপ ৫👇

20210926_185915.jpg
এরপর "পূরটি" পাউরুটির উপরে পরিমানমত নিয়ে নিতে হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇ধাপ ৬👇


এরপর "পূরটি" পাউরুটির উপরে পুরোটা অংশ জুড়ে লাগিয়ে দিবো।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇ধাপ ৭👇

20210926_190228.jpg
20210926_190209.jpg
এবার একটি পাউরুটির উপর অন্য পাউরুটির অংশটি লাগিয়ে নিবো।এমনভাবে করতে হবে যেন ২টি অংশ একে অপরের সাথে সমানভাবে লেগে যায়।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇ধাপ ৮👇

20210926_190253.jpg
এবারে চকলেট সিরাপ টি দিয়ে সেন্ডুইস এর উপরের অংশটি সুন্দরভাবে সাজিয়ে নিবো।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇ধাপ ৯👇

20210926_190310.jpg
20210926_190300.jpg
সবশেষে পছন্দমত করে সাজিয়ে নিলেই তৈরিহয়ে যাবে খুবই মজাদার হার্সি চকলেট সেন্ডুইস!


এতক্ষন সময় নিয়ে আমার রেসিপিটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20210902_020400-1.png

Screenshot_2021-09-02-01-33-35-1-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Sort:  
 3 years ago 

চকলেট স্যান্ডউইচ কোন দিন খাই নাই কিন্তু দেখে মনে বলছে খেতে ।আপনি অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন বিভিন্ন ধাপে ধাপে যা দেখে অত্যন্ত ভালো লাগলো। একদম ইউনিক কিছু আমাদের মাঝে পরিবেশন করলেন আপনার জন্য শুভকামনা রইল এবং চকলেট খেতে সত্যিই অনেক সুস্বাদু হয় মনে হয়

 3 years ago 

হুম,দেখতে যেমন খেতেও ততটাই মজাদার হয়েছে। শুনে ভাল লাগলো যে আপনার ও খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ।

 3 years ago 

চকলেট জাতীয় যেকোনো কিছু আমার খুব পছন্দের।অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আমিও খুবই পছন্দ করি চকলেট জাতীয় খাবার গুলা। এজন্যই চকলেট সেন্ডুইস বানিয়েছি।

অনেক সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে চকলেট সেন্ডুইস।আমার খাওয়ার ইচ্ছে করছে আপু আপনার চকলেট সেন্ডুইস।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

হুম, দেখে খুবই সুন্দর মনে হচ্ছে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61334.44
ETH 2694.55
USDT 1.00
SBD 2.50