📸ফটোগ্রাফি: পড়ন্ত বিকেলে নীল আকাশের কিছু আলোকচিত্র! ☁|| ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🙂

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
২৮(সেপ্টেম্বর)
মঙ্গলবার

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। ফটোগ্রাফি এমন একটা বিষয় যার মাধ্যমে আমরা কিছু মুহুর্ত ফ্রেমেবন্ধী করে রাখতে পারি।ফটোগ্রাফি করলে মন অনেক হালকা লাগে।মাঝে মাঝে আমিও অবসর সময় পেলে কোথাও গেলেই কিছু ফটোগ্রাফি করি।এইটা আমার শখ বলা যায়।আমি মোবাইল দিয়ে ফটোগ্রাফি করি। মোবাইল থেকে তোলা তেমন কিছু ছবি আজ আপনাদের মাঝে শেয়ার করবো।প্রকৃতি মন ভাল করে দেওয়ার এক অদ্ভুত উপায় জানে।প্রকৃতি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ প্রদর্শন করে।আমরা প্রতিনিয়ত সেই রূপ দেখে মুগ্ধ হয়।আকাশ এর বিশালতা আমাদের অনেক কিছু শেখায়।বিশাল ওই আকাশের মতো আমাদের উচিত আমাদের মন এর প্রশান্ত করা। পড়ন্ত বিকেলে উদাসী মনে সূর্য ডোবা বিকেল যারা অনুভুব করে তারা আকাশের আসল রূপ খুজে পাবে।কোন এক পড়ন্ত বিকেলে ছাদের উপর বসে বিষন্ন মনে আকাশের রুপে মুগ্ধ হয়ে চেয়ে থাকা কিছু দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই।
তো চলুন শুরু করা যাক।

📸ফটোগ্রাফি ১📸

20210830_180851.jpg

w3w image location
Device: Realme 8

নীল আকাশের মাঝে একটি গাছের ডাল,সবুজ পাতাগুলা দেখে মনে হচ্ছে, আকাশের বুকে জন্মেছে জীবন্ত একটি গাছ।
20210917_091016-1.png

📸ফটোগ্রাফি ২📸

20210830_180901.jpg

w3w image location
Device: Realme 8

আকাশের বুকে সূর্যের আভায় ঘেরা বিশালতার মাঝে গাছের ডালপাতা সহ দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে।
20210917_091016-1.png

📸ফটোগ্রাফি ৩📸

20210830_180731.jpg

w3w image location
Device: Realme 8

আকাশের নীল, যেন রংতুলিতে আকা কোনো ক্যানভাস।
20210917_091016-1.png

📸ফটোগ্রাফি ৪📸

20210830_180743.jpg

w3w image location
Device: Realme 8

বিকালে সূর্য ডোবার সময় আকাশে অনেক মেঘ হয়েছিলো,সেই মুহুর্তে তোলা এই ছবিটি।
20210917_091016-1.png

📸ফটোগ্রাফি ৫📸

20210830_180625.jpg

w3w image location
Device: Realme 8

নীল আকাশের মাঝে ভেসে চলা মেঘগুলা কী অপূর্ব সুন্দর একটি দৃশ্য।
20210917_091016-1.png

📸ফটোগ্রাফি ৬📸

20210830_180600.jpg

w3w image location
Device: Realme 8

নীল আকাশের মাঝে বাশপাতা এমন ভাবে উকি দিচ্ছে যেন আকাশ ছুয়ে ফেলবে।
20210917_091016-1.png

📸ফটোগ্রাফি ৭📸

20210830_180826.jpg

w3w image location
Device: Realme 8

এটি আমাদের বাসার ছাদ থেকে তোলা হয়েছিলো।আকাশ তখন অনেকটাই মেঘলা ছিলো।
20210917_091016-1.png

📸ফটোগ্রাফি ৮📸

20210830_180910.jpg

w3w image location
Device: Realme 8

আকাশের মাঝে আছে একরাশ নীল,সেই নীল এ ভেসে যায় আকাশের মেঘেরা।
20210917_091016-1.png

📸ফটোগ্রাফি ৯📸

20210830_180753.jpg

w3w image location
Device: Realme 8

পড়ন্ত বিকেলে সূর্যাস্তের আভায় খুবই মুগ্ধ হয়েছি।বিকেলে কিছু আলোকচিত্র নিয়েছিলাম বাসার ছাদ থেকে।
20210917_091016-1.png

এতক্ষন, সময় নিয়ে আমার আলোকচিত্র গুলা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।


✌ছবির বিস্তারিত তথ্য✌

ডিভাইসরিয়েলমি ৮
ক্যামেরা৬৪ এমপি
ক্যাটাগরিপ্রাকৃতিক ছবি
ফটোগ্রাফার@oishi001
লোকেশনখুলনা ,বাংলাদেশ
তারিখ২৮-০৯-২০২১

20210902_020400-1.png

Screenshot_2021-09-02-01-33-35-1-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Sort:  
 3 years ago 

নীল আকাশের অসাধারণ ফটোগ্রাফি। ভালো লেগেছে আমার। সেইসাথে আপনার পোস্টটি এত সুন্দর ভাবে গুছিয়ে করেছেন খুব ভালো হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া! আপনার ভাল লেগেছে জেনে নিজের তোলা ফটোগুলা সার্থক মনে হচ্ছে।

 3 years ago 

আসলে আপনি খুব ভালো কথা বলছেন যে প্রকৃতি যে কখন কোন সময় বিভিন্ন রূপ ধারণ করে। মনে হচ্ছে বাশ আকাশ ছুঁয়ে ফেলছে এবং অনেক সুন্দর দৃশ্য ছিল বিকাল টাইমে যখন সূর্য ডুবে যাচ্ছে তখন ক্যামেরাটি অনেক সুন্দর ভাবে ছবিটি ক্যাপচার করেছেন। আরো অনেক ছবি ছিল দেখার মতো ছিল নীল আকাশের অনেক ধন্যবাদ। আপনাকে এত সুন্দর বর্ণনা দেওয়ার জন্য আপু

 3 years ago 

ধন্যবাদ! নীল আকাশের নানা রূপ ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছি। আপনাদের ভাল লাগলেই আমারো ভালো লাগে।

 3 years ago 

🙂🙂🙂

 3 years ago 

আসলেও খুব খুশি খুশি লাগছে! ☺

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু ফোটোগ্রাফি।নীল আকাশ দেখতে আমার ও খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ! আমার ফটোগ্রাফি গুলা দেখার জন্য।

 3 years ago 

আকাশের ফটোগ্রাফি খুব সুন্দর করেছেন। এই রকম নীল আকাশ দেখলে মনের প্রশান্তি হয়।

আপনার আপনার পোস্টে বারের নামটা ভূল লিখেছেন। এটা মংগলবার না মঙ্গলবার হবে

একেবারে উপরে থাকায় বিষয়টি একটু দৃষ্টিকটু লাগছে। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ, বিষয় টা জানানোর জন্য পরবর্তি তে ঠিক ভাবে লেখার চেষ্টা করবো।

 3 years ago 

🙂🙂

নীল দূর আকাশের সেই রূপটা সব সময় আমাদের মাঝে লুকিয়ে থাকা কষ্টটার সঙ্গী হয় অনেক সময়। যখনই মনটা খারাপ থাকে আকাশের দিকে তাকালে যেন কিছু নিঃশ্বাসের ছায়া পাওয়া যায়।

আপনার তোলা সবগুলো আকাশের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফির দক্ষতাটা অনেক। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবার ভাইয়া! অনেক ভাল কিছু মন্তব্য করেছেন এগুলা জেনে খুশি হলাম
ধন্যবাদ।

 3 years ago 

নীল আকাশের আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন বিশেষ করে আপনার প্রথম ফটোর কথা না বল্লেই না মনে হচ্ছে আকাশের বুকে গজানো একটি চারা গাছ

 3 years ago 

জ্বি ভাইয়া সেরকমই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62772.18
ETH 3032.07
USDT 1.00
SBD 3.67