🎨🖌DIY- Project এসো নিজে করি: জলরঙে আকা👻 " ভূতের বাড়ি " 🏘🌃|| ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊

in আমার বাংলা ব্লগ3 years ago
(৩ নভেম্বর)
বুধবার

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আজকে আমি ভিন্নরকম কিছু আপনাদের সাথে তুলে ধরবো।আমি ছোট বেলা থেকেই ভূতের ভয় পায়। প্রতিদিন রাতে ভয়টা বেশি বেড়ে যায়।তবে, একদিন ভূতের বাড়ি আকবো ভাবিনি।আজকে ভূতের বাড়ি আকাতে ইচ্ছে হলো।ভূত নিয়ে কমিউনিটি তে অনেকের গল্পও পড়েছি।খুব ভয় পেয়েছিলাম।তবে, সেই ভয় কে জয় করে আজ নিজেই ভূতের বাড়ি আঁকানোর সিদ্ধান্ত নিলাম।এই মধ্যরাতে থমথমে পরিবেশে এমন ছবি আকানো খুবই ভয়ংকর ব্যাপার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো যেন ভূতের বাড়িটা দেখে মনে হয় এখানে সত্যিই ভূত বাস করে।ভূতের বাড়ির ছবিটা আমি জলরং দিয়ে আকাবো।জলরং এর মাধ্যমে ছবি ফুটিয়ে তোলা অনেক কষ্টসাধ্য সেই সাথে সময়সাপেক্ষ ব্যাপার।কিন্তু, জলরং এর ছবি আকানো হলে দেখতে মনোমুগ্ধকর লাগে।আমার কাছে জলরং ভীষন প্রিয়।
তো চলুন শুরু করা যাক।

🖌 অংকন এর বিষয় 🖌

🏘জলরঙে আকা🌃 " ভূতের বাড়ি " 🌆

received_305088481428366-1.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👌উপকরন👌


IMG_20211027_093211.jpg

  • জলরঙ
  • হ্যান্ডমেইড কাগজ,
  • পানি রাখার ট্রে,
  • রঙ রাখার ট্রে,
  • তুলি,
  • HB পেন্সিল
    Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ১👇


1635852908557_received_640824123578507.jpeg

প্রথমে একটি রঙের পাত্রে নীল রঙ এবং পরিমান মতো পানি নিতে হবে।তারপর নীল রঙ এর সাথে পানি মিশ্রন করে নিতে হবে।তারপর একটি সাদা কাগজ নিয়ে তার উপর পুরো অংশ জুড়ে তুলি দিয়ে নীল জলরঙ এর টোন দিতে হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ২👇


received_266347188833263.jpeg
দ্বিতীয় ধাপে, উপরের দিকে আবারো নীল জলরঙ এর টোন দিতে হবে।উপরের দিকে নীল রঙ টাকে ব্যাকগ্রাউন্ড এর চেয়েও একটু বেশি গাঢ় করে নিতে হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৩👇


1635852900728_received_583463796107883.jpeg

এবারে একদম নিচের দিকে ১ইঞ্চি মতো জায়গা জুড়ে গাঢ়ভাবে কালো জলরঙ এর টোন দিয়ে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৪👇


received_277216224277448.jpeg
এবার দুপাশে দুটি গাছ একে নিতে হবে। সেজন্য কালো রঙের, জলরং নিয়ে গাছ এর কান্ড,পাতা,ডালপালা গুলা একে নিতে হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৫👇


received_1002355750496928-1.jpg
এবার গাছের উপরের দিকে ডালপালাগুলার ব্যাকগ্রাউন্ড আরো বেশি নীল জলরঙ করে নিতে হবে গাঢ় করে রঙ করতে হবে।তাহলে গাছ এর দৃশ্যটি আরো বেশি ফুটে উঠবে।

সেই সাথে গাছের গোড়ার দিকে ছোটছোট ঘাস একে নিতে হবে। কালো কালার জলরঙ ব্যাবহার করতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৬👇


1635852906295_received_282512563746709.jpeg
এবার দুটি গাছের মাঝখান বরাবর দুটি কালো জলরঙ করে পাশাপাশি দুটি ভূতের বাড়ির গঠন একে নিতে হবে।
জানালা দরজা একে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৭👇


IMG_20211027_083446.jpg
এবার জানালা এবং দরজার অংশগুলা হলুদ রঙের জলরঙ দিয়ে একে নিতে হবে।খুব ধিরে ধিরে কাজটা করতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৮👇


IMG_20211027_083500-1.jpg
গাছের ডালপালা গুলা আরো বেশি আকর্ষনীয় করে তোলার জন্য ডালপালার মধ্যে সাদা জলরঙ এর ফোটা ফোটা দিতে নিতে হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৯👇


IMG_20211027_083454-1.jpg
তারপর গাছের ডালপালার পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড এ একটি গোলাকার সাদা টোন দেওয়া চাঁদ, জলরং দিয়ে একে নিতে হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ১০👇


received_305088481428366-1.jpg
প্রতিটা অংশের নিখুতভাবে দেখতে হবে।কিছু কিছু জায়গা চোখের পছন্দ মতো রঙ দিয়ে ভুতের বাড়ী আকতে হবে।এমন ভাবে আকাতে হবে যেন মনে হয় আসলেই ভূতের বাড়ি। এইতো তাহলেই আকানো হয়ে যাবে ভয়ংকর ভূতের বাড়ী।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20210917_090740-1.png

এতোটা সময় নিয়ে আমার আকানো জলরঙের ভূতের বাড়ীর ছবিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

20210902_020400-1.png
20211103_015337-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Sort:  
 3 years ago 

ওয়াও আপু সত্যি তো ভূতের বাড়ি মনে হচ্ছে। জল রং দিয়ে আপনি অনেক সুন্দর করে ভূতের বাড়ি বানিয়েছেন চাঁদনি রাত সাথে আকাশ ভরা তারা সব মিলে দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জি আপু, চাঁদনী রাতে এরকম একটা ভূতের বাড়ি আঁকায়ছিলাম।ছবিটা দেখার পর আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল। সেই সাথে খুব ভয়ও লাগছিল। তো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ

 3 years ago 

আপু আপনার এই ঘরটি কেনো জানি না মনে হচ্ছে আমি কোথাও দেখেছি অর্থাৎ কোনো কার্টুনে। 😍😍
এতো বেশি সুন্দর হয়েছে যে কি আর বলবো!!
পুরো আর্টটাই অসাধারণ লেগেছে আপু আমার কাছে।

 3 years ago 

ধন্যবাদ আপু! এই আর্ট টি অনেক দিন আগে একটি কার্টুন এ দেখেছিলাম ভুতের বাড়ি পুরোটা না মিললেও অনেকটাই মিল আছে। এজন্য মনে হয়েছে আপনার।

 3 years ago 

ওয়াও
রাতের দৃশ্যটি আপনি অনেক সুন্দরভাবে এঁকেছেন। এককথায় অনবদ্য। প্রতিটি ধাপের বৈশিষ্ট্যগুলোও ধারাবাহিকভাবে সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

চেষ্টা করেছি, ভূতের বাড়ি টিকে সুন্দর ভাবে আকাতে সেই সাথে ছবি আঁকানোর বর্ণনাগুলো সাবলীল ভাষায় দেওয়ার চেষ্টা করেছি। যেন খুব সহজেই কেউ চাইলেই ছবিটা আঁকতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই চমৎকার একটি আর্ট দেখে মনটা ভরে গেল।গাছগুলোর অংকন খুবই সুন্দর হয়েছে আর নীল আকাশের মাঝে স্নো গুলো দারুণ ফুটে উঠেছে।

 3 years ago 

আপু আপনার মন্তব্য পড়ে, খুবই চমৎকার ভাবে ছবিটি আকানোর চেষ্টা মনে হচ্ছে সফল হয়েছে।
ধন্যবাদ

 3 years ago 

আপু আপনার ভূতের বাড়িটা অনেক সুন্দর হয়েছে।খুব সুন্দরভাবে রং করেছেন।ধাপগুলিও বেশ ভালোভাবেই উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জলরঙে আঁকা ছবিগুলো আকাতে অনেক সময় লাগে। আর সেই সাথে অনেক কষ্টসাধ্য। তারপরও চেষ্টা করেছি, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

এতো রেখে ভূতের বাড়ি😳। বাড়িটা খুবই সুন্দর একেছেন। এবং দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ভূতের বাড়ি। একটা নিরিবিলি ভয়ংকর পরিবেশ। আপনার আর্টগুলো খুবই হয় আপু। ভূতেরও থাকার জন্য তাহলে বাড়ি লাগে😄😄

 3 years ago 

হাহাহা, হঠাৎ করেই ইচ্ছে হলো কারণ, আমাদের কমিউনিটি তে অনেকেই ভুতের গল্প পোস্ট করে। সেখানে অনেকেই ভূতের গল্প লিখে থাকে তো সেগুলো যখন পড়া হয়, তখন মনের মধ্যে অনেক ভয় কাজ করে 😳সেই ভয় থেকেই মনে হলো একটা ভূতের বাড়ি আকালে কেমন হয়। তারপর আবার শুরু করলাম জল রং দিয়ে ভুতের বাড়িটি আকাতে।চেষ্টা করেছি, সুন্দরভাবে করতে। আর হ্যাঁ ভূতের বাড়ির দরকার হয়। কারণ শিকার ধরে নিয়ে যেখানে রাখতে হবে তাই না👻

 3 years ago 

😳😳😳😳😳

 3 years ago 

😆😂😂ভয় পাচ্ছেন নাকি! ভুত কিন্তু আপনার পিছে পিছে ঘুরছে!

 3 years ago 

সত্যি আপু একটি ভূতের বাড়ি হয়েছে কারণ একটি নিরিবিলি পরিবেশ এর মধ্যে আপনি বাড়িটি অঙ্কন করেছেন। আপনার বাড়িটি অংকন অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যা,এটা গভীর রাতে আকানো হয়েছিল। সে সময়টাতে অনেক নিরিবিলি একটা পরিবেশ ছিল সেই মুহূর্তে ছবিটা আকায়ছিলাম। তখন সেই নিরিবিলি সময়টা ছবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

 3 years ago 

আপনি ভূতের বাড়ি তৈরি করেছেন দারুন হয়েছে আপু অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার তো ভিশন পছন্দ হয়েছে ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

জি ভাইয়া, ভূতের বাড়ি তৈরি করেছি। চেষ্টা করেছি ছবিটা দারুন ভাবে আকাতে। যেন সবাই এক দেখাতেই বুঝতে পারে যে এটা ভূতের বাড়ি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপনার জলরঙের চিত্রে বাস্তবতা প্রকাশ পেয়েছে। চাঁদনী রাতে একটি বাড়ি চারিপাশে জঙ্গল, বাড়ির রুমগুলোতে লাইটের আলো দেখা যাচ্ছে। সুন্দর আট করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

জল রঙের ছবি আঁকতে আমার সবসময় ভালো লাগে। আর ভূতের বাড়ির ছবিটা যখন আকায় তখন চাঁদনী রাত ছিল। সেই মুহূর্তে, শীতের সময়ের জন্য কিছু স্নো দিয়েছিলাম তারপর আশেপাশে জঙ্গল, ঘাষ এবং রুমের লাইট গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।হলুদ কালার লাইট দিয়ে চেষ্টা করেছি ভালোভাবে ভুতের বাড়ির ছবি ফুটিয়ে তুলতে।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

এমনেই ডোরের মধ্যে আছি তার উপর আপনি ভুতের ভাড়ি একে ফেললেন এটা ঠিক না।এভাবে ভয় দেখালে জরিমানা দিতে হয় বেশ😁😁😁😁

আপু অসাধারন হয়ছে বাড়ীটা কয়টা ভুত পালতাছেন 😁
খুব সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন আপু শুভ কামনা রইলো।

 3 years ago 

হাহাহা, অবশেষে ভূতের বাড়ি আকিয়ে ফেললাম। ভূতের বাড়ি দেখে সবাই তো একটু ভয় পাবেই। চেষ্টা করেছি ভালোভাবে আকানোর। সবচেয়ে মজার বিষয় হলো,কমিউনিটির সকল মেম্বার গুলো প্রত্যেকেই এক একটা ভূত 👻কমিউনিটির সকল মেম্বারদের পালতেছি এই ভূতের বাড়িতে😲

 3 years ago (edited)

আমি ভুতের লিডার🤠🤓

 3 years ago 

হা হা হা ☺আমি ভুত এর রানী! 👻

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.028
BTC 66507.45
ETH 3328.17
USDT 1.00
SBD 2.69