🎨DIY- Project এসো নিজে করি: 🍁" একটি ম্যাপল পাতার মধ্যে দৃশ্য " অংকন🍁 || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🙂
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটি তে একজন মেম্বার হতে পেরে আমি গর্বিত। এই কমিউনিটি তে আমি কোন এডমিনের আন্ডারে এ আছি সেই পরিচিতি হিসেবে আমার নামের পাশে একটা ম্যাপল পাতার চিহ্ন দেওয়া হয়েছে।এই পাতাটি আমার খুবই পছন্দের।এই উজ্জ্বল পাতা থেকে ঠিকরে পড়ে রক্তিম আভা। এই রঙ এর কারনেই আমার কাছে এতোটা পছন্দের।এই পাতাগুলা এতোটাই আকর্ষনীয় রক্তিম আভায় এমন ভাবে আলোকিত হয়ে থাকে যে ফুলের প্রয়োজন নেই।প্রতিটা পাতায় ফুলের মতো মনোমুগ্ধকর।এই পাতার রূপে মুগ্ধ হয়ে ইচ্ছে হলো ম্যাপল পাতার একটি জলরঙ এর দৃশ্য আকতে।আজকে আমি আপনাদের সাথে ম্যাপল পাতার একটি জলরঙের দৃশ্য একে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক।
🎨অংকন এর বিষয়🎨
🍁ম্যাপল পাতার দৃশ্য🍁- সাদা কাগজ
- পেন্সিল 2B
- জলরঙ
- তুলি
- রাবার
- পানি
👇 ধাপ ১👇
প্রথমে একটি সাদা কাগজের উপর HB পেন্সিল দিয়ে হালকা ভাবে ম্যাপল পাতা একে নিতে হবে।
👇 ধাপ ২👇
এবারে পাতাটির মধ্যে HB পেন্সিল দিয়ে হালকা ভাবে একটি পালতোলা নৌকা সেই সাথে নদীর পানির সেড এবং একটি চাঁদ একে নিতে হবে।
👇 ধাপ ৩👇
এবার শুরু করবো জলরঙের কাজ।প্রথমেই ম্যাপল পাতার মধ্যে কমলা কালার এর জলরঙের সেড দিয়ে ভরাট করে নিতে হবে।
👇 ধাপ ৪👇
এবার কমলা কালার এর উপর লাল কালার এর জলরঙের সেড দিয়ে আবারো ভরাট করে নিতে হবে।
👇 ধাপ ৫👇
পাতার মধ্যে পুরোটা অংশ খুব ভালো ভাবে গাঢ় করে জলরঙ করতে হবে। তবে যেন নৌকা টা একদম ঢাকা না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। হালকা হলেও দেখা যাবে এমন করে জলরঙ করে নিতে হবে।তাহলে পরে নৌকায় জলরঙ করতে সুবিধা হবে।
👇 ধাপ ৬👇
এবার ম্যাপল পাতার মধ্যে একটি চাঁদ একে নিতে হবে। সেজন্য সাদা কালারের জলরঙ নিতে হবে। এবার চাঁদ এ জলরঙ করে দিতে হবে।
👇 ধাপ ৭👇
এবারে নদীতে ভাসমান পালতোলা নৌকাতে জলরঙ করে নিতে হবে।এক্ষেত্রে কালো রঙ এর জলরঙ করতে হবে।
👇 ধাপ ৮👇
এবার পুরো পাতার উপরের অংশগুলাতে ছোট ছোট সাদা রং এর ফোটা দিয়ে নিতে হবে। পাতাটি আরো বেশি আকর্ষনীয় হয়ে যাবে তাহলে।সবকিছু ভালো ভাবে দেখে জলরঙ করে নিতে হবে। তাহলেই হয়ে যাবে মনোমুগ্ধকর ম্যাপল পাতা।
এতোক্ষন সময় নিয়ে আমার তৈরি জলরঙ এর পেইন্টিং দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ছবিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।
আপনার ম্যাপল পাতার দৃশ্য অংকনটা অনেক সুন্দর হয়েছে। আপনে জল রঙের ব্যবহার খুব সুন্দর ভাবে করেছেন। সব ধাপগুলো খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। তবে আমি জল রঙ ব্যবহার ভালো পারি না।
শুভ কামনা রইল আপনার জন্য।
জ্বী ভাইয়া চেষ্টা করেছি। আমি আগে থেকেই করি এজন্য আকতে সুবিধা হয়। আপনিও চেষ্টা করলে একদিন ঠিকই পারবেন।ধন্যবাদ
আপনি ম্যাপল পাতার মাঝে সুন্দর করে নৌকার ছবি এঁকেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার খুব ভালো লাগছে।
অনেক ধন্যবাদ আপু! আমি চেষ্টা করেছি ভালো ভাবে আকতে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
একটি ম্যাপল পাতার মধ্যে দৃশ্য " অংকন🍁করেছেন নৌকায় ছবিটা অনেক সুন্দর হয়েছে আপু আপনার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো
আপনাকেও ধন্যবাদ জানায়। আমার আকা ছবিটি দেখে এতো ভালো মন্তব্য করার জন্য।
ওয়াও ম্যাপল পাতার মধ্যে নৌকার, পানির, সূর্যের দৃশ্য সেই রকম লাগতেছে। এতো সুন্দর আর্ট আগে দেখছি বলে মনে হয় না। সব কিছু মিলে অসাধারণ হয়ছে আপনার পোস্টটি
তাই নাকি! এতো সুন্দর ভাবে আর্ট করতে আমার অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
বাহ্বা!! হ্বা!!হ্!!একটি ম্যাপল পাতার মধ্যে দৃশ্য " অংকন🍁 টি জাস্ট অসাধারণ হয়েছে♥
তাই নাকি! আমি তো অবাক এতো প্রশংসা করছেন দেখে।ধন্যবাদ আপু।
আপনার অঙ্কনটি অসাধারণ হয়েছে। ম্যাপল পাতার মধ্যে দৃশ্য সত্যিই দারুণ। আমার কাছে আপনার অংকন টি খুবই চমৎকার লেগেছে ।ধাপগুলো খুব সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
হুম, আমার আরো ভালো লাগছে আপনার এতো এতো প্রশংসা পেয়ে। ধন্যবাদ আপু।
বাহ আপু।
আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ।
ধন্যবাদ আপু। আমি চেষ্টা করেছি ভালো ভাবে আকতে। আপনার এতো প্রশংসা পেয়ে আমার খুবই ভালো লাগছে।
আপু আপনি অনেক বেশি ভালো জলরং এর ব্যবহার করতে পারেন। আমিও চেষ্টা করতে চাই তবে জলরং কিনেছিলাম সেই কবে। এরপর আর কিনা হয়নি তাই ব্যবহার ও করা হয়নি।
ধন্যবাদ আপু! আসলে সেই ছোটবেলা থেকে খুব আকতাম সেজন্য এখনো সেই দক্ষতা টা ধরে রেখেছি।
ম্যাপল পাতার মধ্যে দৃশ্য অংকন অসম্ভব সুন্দর ছিল। অনেক ভালো প্রতিভার পরিচয় দিয়েছেন। আমার কাছে খুবই সুন্দর লেগেছে।এতো সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ! চেষ্টা করেছি ম্যাপল পাতার মধ্যে ইউনিক একটা ভাব আনতে। সেজন্য ছবিটা এভাবে আকিয়েছি।
চেষ্টা করেন সফল হবেন।
ওয়াও!! আপনার আর্ট অবাক করার মতো হয় সবসময়। অনেক সুন্দর আর্ট পারেন আপনি। ম্যাপল পাতার মধ্যে দৃশ্য অঙ্কনটি সুন্দর হয়েছে অনেক। শুভেচ্ছা ও দোয়া রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া, সবসময় চেষ্টা করি ভালোভাবে আর্ট করতে।