✏DIY- Project এসো নিজে করি:🦊 " লাজুক খ্যাঁক " 🦊এর চিত্র অংকন || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🙂🤓

in আমার বাংলা ব্লগ3 years ago
রবিবার
৩১ (অক্টোবর)

👀আসসালামু আলাইকুম👀

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।লাজুক খ্যাঁক কে যেদিন প্রথম দেখেছিলাম তখন বুঝতাম না।লাজুক খ্যাঁক এর পাওয়ার।লাজুক খ্যাঁক সম্পর্কে একটি পোস্ট পড়ে অনেক বিষয় জেনেছি তখন থেকেই লাজুক খ্যাঁক কে আমার ভীষণ ভালো লাগে।তো এতোটা ভালো লাগার লাজুক খ্যাঁক একটা চিত্র না আকালে লাজুক খ্যাঁক তো রাগ করবে।তো ভাবলাম আজকেই মনের মতো করে লাজুক খ্যাঁক আকাবো।তারপর রঙ পেন্সিল নিয়ে শুরু করে দিলাম আঁকানো।তো আজকের লাজুক খ্যাঁকটির আঁকানোর পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করবো।তো চলুন শুরু করা যাক।

🎨 অংকন এর বিষয় 🎨

🦊 লাজুক খ্যাঁক 🦊

IMG_20211009_133448-1-1.jpg

20210917_091016-1.png


👌উপকরন👌


IMG_20211009_165419-1-1.jpg

  • সাদা কাগজ
  • পেন্সিল 2B, HB।
  • রঙ পেন্সিল
  • স্কেল
  • রাবার
  • পেন্সিল কাটার
    20210917_091016-1.png

👇 ধাপ ১👇


IMG_20211009_132113-1-1.jpg

প্রথমে একটি সাদা কাগজে Hb পেন্সিল দিয়ে হালকা ভাবে লাজুক খ্যাঁক এর মুখের অংশ বর্ডার দিয়ে আকিয়ে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ২👇


IMG_20211009_132334-1-1.jpg

এরপর Hb পেন্সিল দিয়ে লাজুক খ্যাক এর গঠন অনুযায়ী চারপাশে বর্ডার একে নিবো।
20210917_091016-1.png


👇 ধাপ ৩👇


IMG_20211009_132507-1-1.jpg
এবার কালো জেল কলম নিয়ে লাজুক খ্যাক এর শরীর এর বর্ডার গুলা একে হাই লাইট করে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৪👇


IMG_20211009_132538-1-1.jpg

এবার লাজুক খ্যাক এর চোখ, নাক,কান মুখ ইত্যাদি অংশগুলা জেল পেন দিয়ে সতর্কতার সাথে গাঢ় করে নিতে হবে।20210917_091016-1.png


👇 ধাপ ৫👇


IMG_20211009_132718-1-1.jpg
এবার লেজ টা গাঢ় করে নিতে হবে।সেই সাথে গলার নিচে একটা হালকা করে দাগ একে নিতে হবে।তবে এটা গাঢ় করার দরকার নাই।হালকা ভাবে, রেখে দিতে হবে।20210917_091016-1.png


👇 ধাপ ৬👇


IMG_20211009_133031-1-1.jpg
এবার শুরু হবে রং এর কাজ।দুটি কালার এর সংমিশ্রনে লাজুক খ্যাক টিকে রাঙিয়ে তুলবো। প্রথমে মুখের অংশে হালকা ভাবে লাল কালার সেড দিতে হবে।এরপর একে একে পুরো শরীর জুড়ে লাল কালার পেন্সিল দিয়ে সেড দিয়ে নিতে হবে।
20210917_091016-1.png

👇 ধাপ ৭👇


IMG_20211009_133448-1-1.jpg
এবার লাল কালার এর উপরে গাঢ়ভাবে দেহের ভিতরের অংশ অরেঞ্জ কালার দিয়ে দিবো।তাহলেই একটা সুন্দর কালার ফুটে উঠবে।20210917_091016-1.png


👇 ধাপ ৮👇


IMG_20211009_133448-1-2.jpg
তারপর চোখ এর মনি,চোখ, মুখ,কান গুলা কালো কালার দিয়ে একবার গাঢ় করবো এবং গলার নিচে
হালকা বর্ডার দেওয়া অংশ সাদা কালার করে নিতে হবে।লেজের অংশে সোনালীর মধ্যে সাদার মিশ্রনে কালার করতে হবে।এইতো হয়ে গেলো প্রিয় লাজুক খ্যাক।20210917_091016-1.png

🤨এতোটা সময় নিয়ে আমার আকানো লাজুক খ্যাক এর ছবিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।🧐ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন!🙄 দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে। Fox.png
20210902_020400-1.png

Screenshot_2021-09-02-01-33-35-1-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটি লাজুক খ্যাঁক অংকন করেছেন। আপনার অংকন টা আমার কাছে খুবই ভালো লেগেছে। কোন রকম ঘষামাজা ছাড়াই অনেক দারুন একটি আর্ট করেছেন। শুভকামনা রইলো

 3 years ago 

হুম ভাইয়া, চেষ্টা করেছি কোনরকম ঘষামাজা ছাড়াই লাজুক খ্যাঁক কে নিখুঁতভাবে আঁকাতে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

 3 years ago 

আপনার লাজুক খ্যাক চিত্রাংকনটি অনেক সুন্দর হয়েছে আর কালার কম্বিনেশন টা এত সুন্দর হয়েছে অসাধারন। সব মিলিয়ে আপনার চিত্রাংকনটা অনেক ভাল লেগেছে। শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপু! আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। লাজুক খ্যাক এর চিত্র অংকন নিখুঁতভাবে করতে। সেই সাথে কালার কম্বিনেশন দারুণভাবে করার চেষ্টা করেছি।

 3 years ago 

আপনার অংকন সফলভাবে সম্পন্ন করেছেন ধন্যবাদ।

 3 years ago 

খুবই ভালো লাগছে আপু! ☺

 3 years ago 

চিত্রটি দেখে মনে হচ্ছে শেয়ার মামা শিকারের আশায় ছুটছে সামনের দিকে। খুবই সুন্দর করে রেখেছেন অনেক ভালো লেগেছে আমার কাছে। ❤️

 3 years ago 

জি, লাজুক খ্যাঁক কে এমনভাবে এঁকেছি দেখে মনে হচ্ছে ভোট দেওয়ার জন্য ছুটছে।

 3 years ago 

আপনার অংকিত লাজুক খ্যাককে দেখে মনে হচ্ছে সে খুব চঞ্চল প্রকৃতির এই বুঝি দৌড় দিবে।আপনার অংকিত চিত্রটা চমৎকার হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

লাজুক খ্যাঁক কে সেইভাবেই এঁকেছি, দেখে যেন মনে হয় ভোট দেওয়ার জন্য ছুটছে। চেষ্টা করেছি খুবই ভালভাবে ছবিটি আঁকানোর। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সুন্দর একটা খ্যাক শিয়াল অঙ্কন করেছেন। সত্যিই অসাধারণ হয়েছে দেখতে। তবে পায়ের নোখ গুলো আরেকটু রাউন্ড করলে ভালো হতো। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন। আমাদের সাথে এত সুন্দর খ্যাক শিয়ালের ছবি অঙ্কন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপু।

 3 years ago 

জি ভাইয়া, চেষ্টা করেছি লাজুক খ্যাঁক কে সুন্দরভাবে আকাতে । সেই সাথে ধাপে ধাপে বর্ণনা গুলা লিখেছি

 3 years ago 

লাজুক খ্যাঁক আমাদের সকলের প্রিয়। আর আমাদের সকলের প্রিয় এই লাজুক খ্যাঁকের চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আমার আঁকানো লাজুক খ্যাঁক এর ছবিটি দেখে এত প্রশংসা করার জন্য

 3 years ago (edited)

আপু আপনার লাজুক খ্যাকের ছবিটি খুব সুন্দর হয়েছে। লাজুক খ্যাক আমাদের সবারই খুব প্রিয়। আমার কাছে বেশি ভাল লেগেছে আপনার লাজুক খ্যাকের রং করাটা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু আমাদের সবার প্রিয় লাজুক খ্যাক কে সুন্দরভাবে চিত্র অংকন করার চেষ্টা করেছি। যেন খুব সহজেই কেউ চাইলেই ছবিটি আকতে পারে।

 3 years ago 

শেয়াল টা কোনদিকে যাচ্ছে আপু🤣🤣মুরগি ধরতে নাকি।

অসাধারন ভাবে একেছেন আপু লাজুক খ্যাকের অনেক সুন্দর সুন্দর চিত্র দেখেছি তার মধ্যে এটা সেরা ছিলো।খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল।

 3 years ago 

তাই নাকি ভাইয়া, অনেকগুলা লাজুক খ্যাঁক এর ছবির মধ্যেও আমার আঁকানো ছবিটি আপনার কাছে সেরা মনে হয়েছে। এটা জানতে পেরে আমি খুবই আনন্দিত

 3 years ago 

আপনার খেকশিয়ালের অংকনটি অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল। অত্যান্ত দক্ষতার সাথে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ! আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।

 3 years ago 

আপু খেকশিয়ালের চিত্রাংকন টি সত্যি অনেক অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ এই লাজুক খেকশিয়াল টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

লাজুক খ্যাঁক কে নিখুঁতভাবে আঁকানো চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি লাগছে। ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 89395.14
ETH 3102.08
USDT 1.00
SBD 2.79