বৃষ্টি ভেজা মেঘলা দিনে, যাচ্ছি হেটে কোন অজানায়" পেন্সিল স্কেচ অংকন।🎨 || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||

in আমার বাংলা ব্লগ3 years ago
২৫ (সেপ্টেম্বর)
শনিবার

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমিও ভালো আছি! আজকে দিনটা মেঘলা। মাঝে মাঝে ঝুম বৃষ্টি নামছে। জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি।হঠাত মনে হলো বৃষ্টি ভেজা মুহুর্তের একটা ছবি অংকন করি। সেই চিন্তা থেকে শুরু করলাম ছবি আকানো,জানিনা কেমন হবে। তো চলুন শুরু করা যাক।

💫অংকন এর বিষয়💫

ঝুম বৃষ্টিতে, ছাতা হাতে হেটে চলা একটি মেয়ের চিত্র অংকন।


20210918_145605.jpg


💞 উপকরন 💞


  • সাদা কাগজ
  • পেন্সিল 2B, HB.
  • স্কেল
  • রাবার
  • পেন্সিল কাটার

20210915_145235.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ১👇


20210918_122735.jpg
প্রথমত, একটি সাদা কাগজ নিতে হবে। তারপর একটি Hb পেন্সিল নিয়ে আকানো শুরু করতে হবে।শুরুতেই ছাতার অংশটি একে নিবো।তাহলে ছবি আকানো আরো বেশি সহজ হয়ে যাবে।ছাতার অংশটি হালকা ভাবে একে নিবো।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ২👇


20210918_133848.jpg

এরপর ছাতার নিচে মাথার অংশটি এবং শরীরের কিছু অংশ সেই সাথে ২পাশে ২ টি হাত একে নিবো।মাজার কাছে জামার বর্ডার একে নিবো।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৩👇


20210918_134124.jpg
এরপর জামার অংশটি দুপাশ থেকে দাগ কেটে জামার আকৃতি অনুসারে একে নিবো।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৪👇


20210918_135225-1.jpg
জামা আকানো শেষ হলে, জামাটিকে আরো বেশি সুন্দর করে তুলতে জামার মধ্যে দাগ কেটে কেটে ডিজাইন করে দিবো। এতে জামাটি দেখতে অনেক সুন্দর লাগবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৫👇


20210918_135225.jpg
জামা আকানো শেষ হলে,জামাটির নিচের অংশ এ দুটি পা একে নিবো। এমন ভাবে আকবো যেন ২ টি পা কাছাকাছি থাকে।সেই সাথে পায়ের পেন্সিল জুতা একে নিবো।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৬👇


20210918_141651.jpg
এবার চোখের পছন্দে ছবির প্রতিটা অংশে পেন্সিল সেড দিয়ে নিবো।প্রথমে ছাতার অংশটি এরপর মাথা, পিঠ সব শেষে জামা এবং পায়ের অংশগুলাও পেন্সিল সেড দিয়ে দিবো।এরপর দেখতে আরো বেশি প্রকট লাগবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৭👇


20210918_142041.jpg
এবার ছাতার উপর এবং আশেপাশের কিছু অংশ নিয়ে বৃষ্টি ফোটা একে নিবো।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৮👇


20210918_145601-1.jpg
সবশেষে খেয়াল করে দেখতে হবে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। থাকলে রাবার দিয়ে মুছে সুন্দর ভাবে একে নিতে হবে। তাহলেই, হয়ে যাবে বৃষ্টি ভেজা মিষ্টি মেয়ে অংকন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আশা করি, আমার চিত্র অংকন টি আপনাদের ভালো লেগেছে।আমার আকানো ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।

20210902_020400-1.png

Screenshot_2021-09-02-01-33-35-1-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে অঙ্কনটি আপু।ছাতামাথায় মেয়েটি চমৎকার লাগছে ।আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

বরাবরই আপনার অংকন করার দৃশ্য গুলি খুবই সুন্দর দেখতে হয় আজ আপনি খুব সুন্দর চিত্র এঁকেছেন বৃষ্টিভেজা মেয়ের চিত্র অজানার উদ্দেশ্যে রওনা খুবই সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
মনের অনুভূতি নিয়ে আকার চেষ্টা করি আপনাদের ভালো লাগলে আমার ছবি আকা সফল মনে হয়।

 3 years ago 

বাহ! দারুন ড্রয়িং করেন তো আপনি পেন্সিল দিয়ে।
বৃষ্টির দিনে ছাতা মাথায় লাজুক মেয়ের ড্রয়িং বেশ নিখূঁতভাবে সম্পন্ন করেছেন। আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

তাই নাকি! শুনে খুব খুশি হলাম, যে আপনার ভালো লেগেছে আমার চিত্র অংকনটি। চেষ্টা করি মনের অনুভূতি নিয়ে অংকন করতে জানিনা কতটা পারি।তবুও কিছুটা চেষ্টা করেছি মাত্র!☺

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43