✏DIY- Project এসো নিজে করি: "মেঘলা মেয়েটির কাল্পনিক পেন্সিল স্কেচ" অংকন 🧕🏻 || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
সোমবার
১৫(নভেম্বর)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজকে সারাদিন টিপটিপ বৃষ্টি💦 ঝরছে। বৃষ্টি পড়লে ☔মনের মধ্যে একটা বিষন্ন ভাব আসে। মনটা কেমন যেন, একটা হয়ে যায় আর এই সময়টাতে কল্পনা করতে আমার খুব ভালো লাগে। বৃষ্টির দিনে পেন্সিল স্কেচ করতে, আমার খুব ভালো লাগে। অবসর সময়টা তে আমি পেন্সিল স্কেচ করে থাকি। পেন্সিল স্কেচ আকর্ষনীয় এবং অনেক জনপ্রিয়, একটা আর্ট। যদি বুঝে শুনে সুন্দরভাবে, নিখুঁতভাবে আঁকানো যায় তাহলে পেন্সিল দিয়ে অনেক কিছুকে ফুটিয়ে তোলা সম্ভব। আমার ডাকনাম মেঘলা।তো আজকে আমি, নিজেই আমার কাল্পনিক একটি মুহুর্তের পেন্সিল স্কেচ করবো। তো চলুন শুরু করা যাক।

✏ অংকন এর বিষয়✏

👱🏻‍♀️মেঘলা মেয়েটির কাল্পনিক পেন্সিল স্কেচ

Polish_20211114_144200180.jpg


👌উপকরন👌


IMG_20211016_140427.jpg

  • সাদা কাগজ
  • পেন্সিল 2B, HB,4B,10B
  • স্কেল
  • রাবার
  • পেন্সিল কাটার
  • রঙ পেন্সিল

20210917_091016-1.png

👇 ধাপ ১👇

IMG_20211017_164320-1.jpg
সর্বপ্রথম মাথার টুপির অংশে এইচবি পেন্সিল দিয়ে ধীরে ধীরে, হালকাভাবে টুপির অংশটি একে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ২👇

IMG_20211017_164502.jpg
এবারে চুলের কিছু অংশও খুবই হালকা ভাবে,পেন্সিল দিয়ে আঁকাতে হবে। সেইসাথে হুডির অংশটি আকিয়ে নিতে হবে এবং হুডির পিছনের দিকে টুপির মতো অংশটি কে ভাজ ভাজ করে আকিয়ে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৩👇

IMG_20211017_164553.jpg
তারপর হুডির পিছনের দিকে হালকা ভাবে গোলাকার একটি অংশ আকিয়ে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৪👇

IMG_20211017_165102.jpg
এবার গোলাকার সেই বৃত্তটির মধ্যে, গাছের ডাল পাতাসহ একে নিতে হবে এবং তার উপরে একটি পাখি এঁকে নিতে হবে। তারপর নিচে মেঘলা নাম ইংরেজি অক্ষরে লিখে নিতে হবে। এই লোগোটির পুরো অংশটা সম্পূর্ণভাবে, আমি আমার নিজের চিন্তা ভাবনা থেকে তৈরি করেছি।20210917_091016-1.png

👇 ধাপ ৫👇


IMG_20211017_165538.jpg
এবারে টুপির মধ্যে থেকে উঁকি মারা, চুলের অংশটুকু গাড়ভাবে পেন্সিল শেড দিয়ে নিতে হবে।
20210917_091016-1.png

👇 ধাপ ৬👇

IMG_20211017_170054.jpg
এবার ক্যাপ এর মধ্যে যে চারটি ভাগে ভাগ করে দাগ দেওয়া আছে। সেই চারটা ভাগে দাগ গুলো তে, ছোট ছোট দাগ কেটে ডিজাইন করে নিতে হবে টুপি টিকে।
20210917_091016-1.png

👇 ধাপ ৭ 👇

IMG_20211017_170533.jpg
এবার হুডির পিছনের দিকের টুপির অংশটিকে ভাঁজে ভাঁজে পেন্সিল শেড দিয়ে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৮👇

IMG_20211017_171115.jpg
এবারে চুলের অংশগুলোকে ধীরে ধীরে পেন্সিল শেড দিয়ে আঁকিয়ে নিতে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৯👇

IMG_20211017_171554.jpg
এবারে লোগোটির বৃত্তাকার অংশটির,চারপাশে গাড়ভাবে পেন্সিল দিয়ে রাউন্ডটি আকিয়ে নিতে হবে এবং এর মধ্যে থাকা পাতা এবং পাখির অংশটিকে পেন্সিল দিয়ে গাড়ভাবে এঁকে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ১০👇

IMG_20211017_171938.jpg
সবশেষে, মেঘলা নামটিকে একটি রং পেন্সিল দিয়ে গাড়ভাবে এঁকে নিতে হবে এবং পেন্সিল দিয়ে প্রতিটা অংশে হালকা ভাবে পেন্সিল সেড দিতে হবে। তাহলে ছবিটি সুন্দর ভাবে ফুটে উঠবে। তাহলেই তৈরি হয়ে যাবে কাল্পনিক মেঘলা মেয়েটির পেন্সিল স্কেচ।20210917_091016-1.png

🧐এতোটা সময় নিয়ে আমার আকানো
"মেঘলার কাল্পনিক পেন্সিল স্কেচ " দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।🤗ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।🙄আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন!🥴 দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে। 😌

20211103_015534-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Sort:  
 2 years ago 

আপনার মেঘলা মেয়েটির পেন্সিল স্কেচ অংকন টি দারুন সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। মেয়েটিকে পেছন দিক থেকে দেখতে চমৎকার লাগছে।খুবই নিখুঁত ভাবে আপনি আর্ট টি করেছেন। প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ, আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো। ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

দেআপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে আর্ট করেছেন আর তার জন্য আপনি অনেক সময় ব্যয় করেছেন দেখে মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী এভাবে ছবিটি আঁকতে সময় তো ব্যয় হয়েছেই, তবে চেষ্টা করেছি সুন্দরভাবে আকানোর।

 2 years ago 

আপনার তৈরি মেঘলা মেয়েটির কাল্পনিক পেন্সিল স্কেচ" অংকন অনেক সুন্দর হয়েছে আপু যদিও আমি এটি অংকন করার চেষ্টা করছিলাম তবে আপনার মতো করতে পারিনি। আপনার প্রশংসা করতে হয় আপু ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

ধন্যবাদ, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি এবং এটাকে সুন্দরভাবে আকাতে পেরেছি। আপনাদের ভাল লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

মেঘলা মেয়েটির আপনি খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন দেখতে অসাধারণ লাগছে বিশেষ করে পিঠের উপরে যে পাখি এবং পাতার দৃশ্যটি আছে শুভকামনা থাকলো আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ পিঠের উপরে যে গোলাকার লোগোটির মধ্যে পাখি এবং পাতার দৃশ্যটি করা হয়েছে তা সম্পূর্ণ আমার নিজের আইডয়া থেকে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

মেঘলা মেয়ের অংকন অসাধারণ হয়েছে। পেন্সিল দিয়ে স্কেচ তৈরি করা আমার খুবই ভালো লাগে। আপনার আজকের মেঘলা মেরে স্কেচ দেখতে যেন ভালো লাগলো। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর করে মেঘলা মেয়ের স্কেচ আঁকার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

মেঘলা মেয়েটির পেন্সিল স্কেচ দেখে আমার এতটা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে মেঘলা মেয়েটির স্কেচ এঁকে ফেলেছেন। মনে হয় এই মেঘলা মেয়ে টি হয়তো আপনি। খুব সুন্দর হয়েছে মেয়েটির সামনের দিকে তাকিয়ে আছে। আমার কাছে তো সবচেয়ে বেশি মেয়েটার চুলগুলো খুবই সুন্দর লেগেছে। সত্যি কথা খুব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

ধন্যবাদ, যে চুল গুলো আপনার ভাল লেগেছে। চুল গুলা আকাতে খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করেছিলাম।

 2 years ago 

পেন্সিল স্কেচ এর আর্ট আমার কাছে খুব ভালো লাগে। রং তুলি ছাড়াও সাধারণ একটি পেন্সিল দিয়ে খুব সুন্দর ভাবে একটি আর্টকে ফুটিয়ে তোলা যায়। আপনার কাল্পনিক একটি মুহুর্তের পেন্সিল স্কেচ আর্টটি খুবই সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে না যে এটি একটি পেন্সিল আর্ট। মনে হচ্ছে যে কোন একটি গেঞ্জির পেছনের লোগো। খুবই নিখুঁতভাবে আপনি আর্টটি করেছেন।

 2 years ago 

জি আপু, লোগোটি সম্পূর্ণভাবে আমার নিজের আইডিয়া থেকে করেছি। আমি চেষ্টা করেছি লোগোটিকে সুন্দরভাবে করতে। যেনো যে কারোরই নজর কাড়ে।

 2 years ago 

মেঘলা মেয়ে কাল্পনিক চিত্র অংকন আমার খুবই ভালো লেগেছে। ভালো সুন্দর উপস্থাপনা খুবই ভালো লেগেছে।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ, আমি চেষ্টা করেছি ছবিটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে।

 2 years ago 

এই মেঘলা মেয়েটি কে আপু দেখার বড়ই স্বাদ জাগছে নিশ্চয় বাস্তবে আছে সে।অতি দ্রুর দেখানোর চেষ্টা করিয়েন।

খুবই সুন্দর হয়েছে অংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে ধাপ গুল খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা।

 2 years ago 

এতই যখন দেখার ইচ্ছে হয়েছে,আচ্ছা চেষ্টা করব, হুডিপরা মেয়েটির মুখ টা আপনাদের মাঝে আনার জন্য।

 2 years ago 

আপনার পেন্সিল স্কেচটি অনেক সুন্দর হয়েছে। আসলে দক্ষ হাতে যা কিছু অঙ্কন করা যায় সবই ভালো লাগে।

 2 years ago 

জি আপু, আমি চেষ্টা করি দক্ষতার সাথে সবগুলো ছবি আঁকা তে। এজন্য হয়তো এতটা ভাল লাগে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 63134.74
ETH 3052.94
USDT 1.00
SBD 3.81