Zentangle ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন । আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ধরনের আর্ট নিয়ে। আর্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। আজ যে আর্টটি আপনাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে zentangle ম্যান্ডেলা আর্ট। এই আর্ট গুলো করতে হলে সঠিক মাপের প্রয়োজন হয়। মাপগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে এই আর্টগুলো মেলানো সম্ভব হয়না আর দেখতেও একদমই অসুন্দর লাগে। আমি কয়েকবার চেষ্টা করার পর আজকের এই zentangle ম্যান্ডেলা আর্ট আঁকতে সক্ষম হয়েছি।অনেকবার চেষ্টা করার জন্য এই আর্টটি করতেও প্রচুর সময় নষ্ট হয়েছে আমার। দেখতে ছোট এবং সহজ মনে হলেও zentangle আর্টগুলো আঁকতে কিন্তু অনেক কষ্ট হয়।তাহলে চলুন আজকের zentangle ম্যান্ডেলা আর্টটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি।



**Zentangle ম্যান্ডেলা আর্ট **


IMG_20231104_214055_193@425644386-01.jpeg



উপকরণ :

• আর্ট পেপার
• পেন্সিল
• জেল কলম
• কম্পাস
• ইরেজার
• স্কেল

IMG_20231104_214205_368.jpg

প্রস্তুতির ধাপসমূহ :

৪ সে.মি মাপ নিয়ে কম্পাসের সাহায্যে একটি বৃত্ত আঁকিয়ে নিব।

IMG_20231104_210316_237~2.jpg

বৃত্তটি সমান করে তিন ভাগে ভাগ করে নিব।

IMG_20231104_210719_315.jpg

আপনারা বৃত্তের মধ্যে যে তিনটি দাগ দেখতে পারছেন এর প্রত্যেকটি দাগ ৪ সে.মি. করে। প্রত্যেকটি রেখার মাঝ বরাবার অর্থাৎ ২ সে.মি. তে মার্ক করে নিব।

IMG_20231104_210815_076~2.jpg

৪ সে.মি. মাপ নিয়ে প্রত্যেকটি রেখায় কম্পাস দাঁড় করিয়ে বৃত্তের মাঝ বিন্দু থেকে এভাবে দাগ দিয়ে নেব।

IMG_20231104_210955_549.jpgIMG_20231104_211007_312.jpg

প্রত্যেকটি রেখার মাঝ বরাবার অর্থাৎ ২ সে.মি. থেকে ছবিতে যেভাবে দেখতে পারছেন ঠিক সেভাবে কম্পাস এবং পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে নিব।

IMG_20231104_211504_469~2.jpg

এখন zentangle আর্টটি এতক্ষণ যেহেতু পেন্সিল দিয়ে আর্ট করেছিলাম তাই পেন্সিলের উপর দিয়ে জেল পেন দিয়ে আর্ট করে নিব। আর বাড়তি পেন্সিলের দাগগুলো ইরেজারের সাহায্যে মুছে ফেলব।

IMG_20231104_211819_080.jpgIMG_20231104_211856_654.jpg

zentangle আর্টটির প্রত্যেকটি রেখা ডাবল করে নিব।

IMG_20231104_212148_662~2.jpg

উপরোক্ত পর্যন্তই আমার কাছে অনেক কঠিন লেগেছে। এখন শুরু করবো ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট করতে আমার ভালই লাগে। তাই এখন আমি আমার পছন্দমত ডিজাইন দিয়ে ম্যান্ডেলা আর্ট গুলো করে নিব।

IMG_20231104_212434_521~2.jpgIMG_20231104_212709_533~2.jpg

IMG_20231104_212809_915.jpg

IMG_20231104_213032_312~2.jpgIMG_20231104_213208_749~2.jpg

IMG_20231104_213429_294.jpg

IMG_20231104_213836_048~2.jpgIMG_20231104_213541_137.jpg

ম্যান্ডেলা আর্ট করা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। এখন নিচে আমার একটি সিগনেচার করে নেব।

IMG_20231104_213940_724~2@707629066-01.jpeg

এটাই আমার আজকের zentangle ম্যান্ডেলা আর্ট এর ফাইনাল লুক।

IMG_20231104_214043_096@-942633597-01.jpeg

IMG_20231104_214050_583@99400386-01.jpeg

আশা করি আমার আজকের zentangle ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে । সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 10 months ago 

আপনি অনেক সময় ব্যবহার করে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন নিশ্চয়ই। আপনার করা এই zentangle ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন ডিজাইন তুলে ধরার কারণে আরো বেশি ভালো লাগছে। সময় এবং দক্ষতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণটা অঙ্কন করেছেন, এবং সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে সত্যি জাস্ট অসাধারণ লেগেছে।

 10 months ago 

জি আপু এই আর্ট গুলি করতে সঠিক মাপের প্রয়োজন হয়। ধৈর্য ও ইচ্ছা শক্তির প্রয়োজন হয় আর মাপ গুলি যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কখনই মেলানো সম্ভব হয় না। আমি তো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। যে এতটা সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে প্রচুর সময় নষ্ট হয়েছে কিন্তু তাতে কি দেখার পর সব দুঃখ কষ্ট দূর হয়ে গিয়েছে আশা করি। 🤲☺️।আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং দারুন দক্ষতায় কাজটি সম্পন্ন করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো আপনার এই ম্যান্ডলা আর্টটি

 10 months ago 

আমি এর আগে কয়েকবার এই ধরনের আর্ট শেয়ার করেছিলাম। কিন্তু গতকাল কি হয়েছিল বুঝতে পারিনি আঁকতে গিয়ে বারবার মাপ ভুলে যাচ্ছি আর অবশেষে আঁকতেই পারিনি। তবে অবশ্যই সেই আর্ট একদিন ঠিক মতো এঁকে শেয়ার করবো। আমার কাছে এই ধরনের আর্ট আরও বেশি ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে Zentangle ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

সত্যি আপু মাপ ঠিক করে না মিললে আর্ট সুন্দর করে উপস্থাপন করা সম্ভব হয় না। আর দেখতেও অনেক এলোমেলো লাগে। আপু আপনার আর্ট আমার খুবই ভালো লাগে। Zentangle ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে।

 10 months ago 

্ম্যান্ডালা আর্ট বেশ সময় নিয়ে আকঁলে দেখতে বেশ সুন্দর হয়। আপনি বেশ মেপে আর্টটি করেছেন । তাই দেখতে বেশি সুন্দর লাগছে। সাথে আকাঁর ধাপ গুলো বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

বাপরে বাপ। আর্টের নামটি যেমন দাঁত ভাঙ্গা তেমনি করে আর্টটি করাও কিন্তু দারুন কঠিন। আপনি কিন্তু বেশ সময় নি্য়ে আর্টটি করেছেন তা বুঝা যাচ্ছে। আমার কাছে কিন্তু দারুন লেগেছে আজকের আর্টটি। আপনি কিন্তু আর্ট করার প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 10 months ago 

সত্যি আপু আপনার প্রতিভা গুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। বরাবরি অনেক ভালো আর্ট করেন আপনি। আজকে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন এবং সেটি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ দারুন একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। আট করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ভিতরের ডিজাইন চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার মাধ্যমে ভিন্ন ভিন্ন সব আউট দেখতে পাই, আজকেও চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে।zentangle ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। সত্যি আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 58984.04
ETH 2551.66
USDT 1.00
SBD 2.35