ইউটিউব ভিলেজ ঘুরে আসার অভিজ্ঞতা ।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব ভিলেজে আমার ঘুরে আসার কিছু গল্প। গ্রামীণ পরিবেশে একেকদিন একেক রকম রান্না সাথে সাজানো গোছানো চারপাশ।এটা হলো কুষ্টিয়ার শিমুলিয়া গ্রাম। বর্তমানে এটা ইউটিউব ভিলেজ হিসেবে পরিচিত। অনেকদিন ধরে ইউটিউব ভিলেজের কথা শুনে আসছিলাম।কিন্তু কখনো যাওয়া হয় নি। তাই তো ঈদের কিছুদিন পর পরিবারের সদস্যদের সাথে চলে গিয়েছিলাম ইউটিউব ভিলেজ।
প্রচন্ড রোদ এবং গরম থাকার কারণে আমার একদম যেতে ইচ্ছা করছিল না। তারপরও সবার জোড়াজুড়িতে আমিও যাওয়ার জন্য রাজি হলাম । সেজন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম সবাই ।ইউটিউব ভিলেজ যেতে আমাদের প্রায় ৪৫ মিনিট সময় লেগেছিল। খুবই রাগ লাগছিল এতোক্ষন সময় লাগছিল তাই।কিন্তু যখনি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম চারপাশের পরিবেশ দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম।
আমরা ইউটিউব ভিলেজ এ গিয়েছিলাম বিকালে।এই বিকেলবেলার পরিবেশটা ছিলো দেখার মতো। কিন্তু একটা সমস্যা হলো ঈদের সময় হওয়ায় মানুষের প্রচুর ভিড় ছিলো।তা না হলে প্রকৃতিটা আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম।
ইউটিউব ভিলেজ চারপাশ মূলত সবুজ গাছপালায় ভর্তি ছিল। যা দেখতে অসম্ভব সুন্দর ছিল। জায়গাটাতে অনেক ধরনের ফুল গাছ ছিলো।আমি তো সেখান থেকে কিছু ফুলের নাম ও জানি না।চারপাশে এত সুন্দর সবুজ গাছপালা, হরেক রকম ফুল দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল।
হাঁটতে হাঁটতে চারপাশ দেখছিলাম।খুবই চমৎকার লাগছিল। আমরা সবুজ গাসের উপর সবাই বসে ফুচকা,ঝাল-মুড়ি আরো অনেক কিছু খেয়েছিলাম।
আমরা সবায় ট্রেনেও উঠেছিলাম। ট্রেনে উঠে আমরা খুব মজা করেছিলাম।
এই জিনিসটার নাম আমি মুলত জানি না। এটা এখনো চালু হয় নাই। চালু হইলে অবশ্যই উঠতাম। এটার নাম কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে অবশ্যয় জানাবেন।
আমরা ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধ্যা হয়ে আসছিল। আমরা ওখানে বেশি সময় ছিলাম না।হাতে কম সময় থাকায় বেশি কিছু দেখতেও পারছিলাম না। সন্ধ্যা হতে না হতেই জায়গাটা বেশি সুন্দর হয়ে উঠছিল। সন্ধ্যা লাগার সাথে সাথে আকাশে মেঘ ও জমা হচ্ছিলো।মেঘের জন্য আকাশটা অদ্ভুত সুন্দর লাগছিল।
আকাশে মেঘ জমা হওয়ার কারণে আমরা বেশি দেরী না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পথে আকাশটা অনেক সুন্দর লাগছিল। তাই একটা ছবি তুলে নিলাম।
ইউটিউব ভিলেজ পরিবারের সাথে ঘোরার জন্য একদম পারফেক্ট স্থান। সবুজ গাছপালার পরিবেশ আমাকে অনেকটা মুগ্ধ করেছে। আজ এখানেই শেষ করছি । আবার দেখা হবে নতুন কোন পোস্টে। ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।
লোকেশন: ইউটিউব ভিলেজ
ডিভাইস: infinix hot30i
ইউটিউব ভিলেজে দারুন কিছু সময় অতিবাহিত করেছেন। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।আমাদের বাসার পাশেই ইউটিউব ভিলেজ কিছুদিন আগে আমিও গিয়েছিলা। এটা ঠিক বলেছেন পরিবারের সাথে ঘোড়ার মতো একটি সুন্দর স্থান। আপনাকে ধন্যবাদ আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
youtube ভিলেজে গিয়ে দেখছি খুব ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। এরকম জায়গাগুলোতে গিয়ে সময় কাটাতে খুব ভালোই লাগে। বিভিন্ন রকম ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এই জায়গাটির সৌন্দর্য দেখে আমি নিজেই অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপনাদের ঘোরাঘুরি করার পর্বটা এবং বিভিন্ন রকমের এলোমেলো ফটোগ্রাফি, আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।
জ্বী আপু। ইউটিউব ভিলেজ এর পরিবেশটা দেখলে মনে খুব শান্তি লাগে। গ্রাম্য পরিবেশ হওয়ায় আরো বেশী সুন্দর লাগে। ধন্যবাদ আপু আপনাকে, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।
এর আগেও অনেক জনকে দেখেছি এই জায়গাটিতে ঘুরতে যেতে। আমার তো দেখে ইচ্ছে করছে এখনই এই জায়গাটিতে চলে যেতে ঘোরার জন্য। এরকম সুন্দর পরিবেশ আমার খুবই পছন্দের। এরকম সুন্দর পরিবেশে যদি ঘোরা হয় তাহলে মনটাও একেবারে ভালো হয়ে যায়। আপনারা সবাই মিলে সেখানে ঘুরতে গিয়ে খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলেন। ভালো লেগেছে আপনার ঘোরাঘুরি করার পর্ব।
আসলেই ভাইয়া ইউটিউব ভিলেজে আমরা সবাই অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।