রঙিন কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি ||DIY

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

কেমন আছেন আমার সকল ভাই এবং বোনেরা। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আবারো আপনাদের মাঝে কাগজের ডাই নিয়ে হাজির হলাম। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন তবুও কেন জানি এটা করতে খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে জানিনা কার কেমন লাগে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে।আমি আজ আপনাদের কয়েকটি রঙিন কাগজের সাহায্যে একটি সুন্দর শাপলা তৈরি করে দেখাবো। কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন।

IMG_20230722_171042_153@-1417344693-02.jpeg

এই শাপলা তৈরি করতে যেসকল উপকরণ প্রয়োজন সেগুলো নিচে দেওয়া হল।

উপকরণ :

১.কিছু রঙিন পেপার
২.কাঁচি
৩.স্কেল
৪.কলম
৫.আঠা
৬.স্ট্যাপলার

1690022531729.jpg

ধাপ-১

প্রথম ধাপেই একটি সবুজ কালারের পেপার নিয়ে সেটি লম্বালম্বি ভাবে ভাঁজ করতে হবে ।

IMG_20230722_161442_065.jpg

লম্বা ভাঁজটি খুলে আড়াআড়িভাবে আরও একটি ভাঁজ দিতে হবে। কাগজটি আড়াআড়ি ভাঁজ করে দুই সাইডে নিচের ছবির মত মার্ক করে নিতে হবে।

IMG_20230722_161752_249.jpg

এখন মার্ক করা অংশ দুটি কেটে নিব কাঁচির সাহায্যে।

1690022507020.jpg

দুই সাইড কাটা কাগজটি খুলে এখন নিচের ছবির মত ভাঁজ করে নিব। এবং আবার পুনরায় এপিক ওপিট করে ভাঁজ করবো।

IMG_20230722_162321_000.jpg

IMG_20230722_162631_255.jpg

ভাঁজ করা কাগজটির দুই প্রান্ত একসাথে করে স্ট্যাপলার মেশিন দিয়ে আটকে নেব। যেটা দেখতে একদম শাপলার পাতার মতো দেখাবে।

1690022553362.jpg

ধাপ-২

দ্বিতীয় ধাপে তৈরি করবো শাপলা ফুলের ভেতরের হলুদ অংশ। হলুদ অংশ তৈরি করতে প্রথমেই প্রয়োজন একটি হলুদ কাগজ। যেটি আমি ২২ ইঞ্চি লম্বা এবং সাড়ে ৪ ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি।

IMG_20230722_163328_154.jpg

এখন এটা দুই ভাঁজ করে কাঁচির সাহায্যে এক পাশ চিকন করে কেটে নিব।

IMG_20230722_163549_383.jpg

তারপর এটা এভাবে চিকুন করে ফুলের মত করে ভাঁজ করে নিব।

IMG_20230722_164024_899.jpg

ধাপ-৩

তৃতীয় ধাপে তৈরি করব শাপলা ফুল। এর জন্য প্রথমেই দৈর্ঘ্য প্রস্থ একই মাপ অর্থাৎ ১২ ইঞ্চি করে মোট তিনটি কাগজ কাটবো। প্রথমে এই কাগজটি নিয়ে চার ভাঁজ করবো কোনাকুনিভাবে। তারপর কলমের সাহায্যে ফুলের পাপড়ির মত করে আঁকবো এবং কাচিঁর সাহায্যে সেটি কেটে নিব। পাপড়ির মাঝ বরাবর অংশটাও কেটে নেব। এতে ফুলের মাঝ বরাবর একটি ছিদ্র তৈরি হবে।যেটি ফুল সেট করতে কাজে লাগবে ।

IMG_20230722_165309_616.jpg

IMG_20230722_165342_031.jpg

IMG_20230722_165422_381.jpg

IMG_20230722_165455_501.jpg

এবার দৈর্ঘ্য প্রস্থ ৮ ইঞ্চি করে তিনটি কাগজ কেটে নিব। এবং একই নিয়মে ফুল তৈরি করব। তিনটা ফুল একই মাপের হলেও এর পাপড়িগুলো কেটে আঁঠার সাহায্যে লাগাতে হবে হবে। যেভাবে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে।

IMG_20230722_165738_615.jpg

IMG_20230722_170116_020.jpg

এখন শাপলা ফুলের পাপড়ি, পাতা এবং শাপলা ফুলের হলুদ অংশ একসাথে জয়েন্ট করার পালা। প্রত্যেকটা ফুলের মাঝখান বরাবর আমি ছিদ্র করে নিয়েছিলাম কাচিঁর সাহায্যে। সেগুলো হলুদ অংশের সঙ্গে সেট করব।এবং পাতার উপর আঠার সাহায্যে বসিয়ে দেবো। এভাবেই খুব সহজে একটি সুন্দর শাপলা ফুল তৈরি হয়ে গেল।

IMG_20230722_170301_082.jpg

IMG_20230722_170930_273.jpg

IMG_20230722_171108_037.jpg

আশা করি আপনাদের ভাল লেগেছে। কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
 last year 

জাতীয় ফুল শাপলা। আর শাপলা ফুলের ডাই প্রজেক্ট দেখতে অসাধারন লাগতেছে। মনে হচ্ছে যেনো অরজিনাল ফুল। নিখুঁত ভাবে পুরো কাজ সম্পন্ন করেছেন। এধরনের কাজ গুলো দেখলে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 last year 

জ্বী ভাইয়া, রঙিন কাগজের তৈরি যে কোন কিছুই অনেক সুন্দর লাগে। আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম ‌। কাগজের কালার কাম্বিনেশনও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি শাপলা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

জ্বী আপু রংবেরঙের কাগজ দিয়ে কিছু তৈরি করলে অনেক সুন্দর লাগে। আপনার ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম আপু। অনেক ভালোবাসা আপনার জন্য

 last year 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি শাপলা ফুল তৈরি করেছেন আপনি। আমি নিজেও এরকম রঙিন কাগজ দিয়ে DIY প্রজেক্ট তৈরি করতে অনেক বেশি পছন্দ করি। এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমিও রঙিন কাগজ দিয়ে ডাই প্রজেক্ট করতে অনেক পছন্দ করি। সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ভালোবাসা আপু

 last year 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে শাপলা ফুল তৈরি করেছেন। যেটা দেখতে সত্যি কারের শাপলার মত লাগছে। প্রথমে তো আমি ভেবেছিলাম শাপলা ফুলের ফটোগ্রাফি এটা। পরে ভালোভাবে পুরো পোস্ট করে বুঝলাম আপনি এটা তৈরি করেছেন। সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাদের এত সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু রঙীন কাগজের তৈরি জিনিস গুলো করতে অনেক সময় লাগে কিন্তু এগুলো বানাতে কিন্তু খুবই ভালো লাগে । আমার কাছে খুব ভালো লাগে । আপনার রঙিন কাগজের তৈরি শাপলা ফুলটি কিন্তু অনেক সুন্দর হয়েছে সত্যিকারের শাপলা ফুল মনে হচ্ছে । ফিনিশিং টা অনেক সুন্দর দিয়েছেন ।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে আমার বেশ ভাল লাগে।আপনি রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর ও নিখুঁত করে শাপলা ফুল তৈরি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে।সুন্দর একটি ফুলের ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

কাগজের শাপলা ফুল দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপু আপনার প্রতিভা এবং দক্ষতা আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক পরিশ্রম করে এত সুন্দর করে কাগজের শাপলা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো আপু।♥️♥️

 last year 

জ্বী আপু রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক ততটাই পরিশ্রমের প্রয়োজন হয়। তবুও ভাল লাগে রঙিন কাগজ দিয়ে ডাই তৈরি করতে।অনেক ভালোবাসা আপু আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা এই রঙিন কাগজের শাপলা ফুল দেখে যেন মনে হচ্ছে এটা সত্যিকারের শাপলা ফুল।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর শাপলা ফুল তৈরি করেছেন। এই শাপলা ফুল তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে, ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকেও।

 last year 

রঙিন কাগজের তৈরি শাপলা ফুল দেখতে ভালো লাগছে অনেক আপু।আপনার ডাই এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

জ্বী আপু এই ডাইগুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম। আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56688.84
ETH 2388.88
USDT 1.00
SBD 2.28