পেন্সিল আর্ট || পাহাড়ের আড়ালে সূর্যাস্ত

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমার আজকের পোষ্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হয়েছি। সব সময় যে রং দিয়ে আর্ট করব এমনটা নয় আমার পেন্সিল আর্ট করতেও খুবই ভালো লাগে। তাইতো আজ আমি আপনাদের সাথে পেন্সিল আর্ট শেয়ার করব। আজ আমি পেন্সিল আর্ট এর মাধ্যমে পাহাড়ের আড়ালে সূর্যাস্তের দৃশ্যটি ফুটিয়ে তুলেছি। আশা করি আজকের আমার এই আর্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টেপগুলো দেখে নিই।

IMG_20230913_180447_270@493931150-01.jpeg

IMG_20230913_180509_365@1026584316-01.jpeg



উপকরণ :
• সাদা কাগজ
• পেন্সিল
• স্কেল
• ইরেজার


IMG_20230913_171055_564.jpg



স্টেপ -১

প্রথমে স্কেলের সাহায্যে মাঝ বরাবর একটি দাগ দিয়ে দিব। এখন এই দাগের উপর সাইডে কিছু পাহাড় আঁকবো।

IMG_20230913_171235_657~2.jpg

IMG_20230913_171440_321.jpgIMG_20230913_171556_958~2.jpg

স্টেপ -২

পাহাড়ের মাঝখানে একটি ঘর এবং ঘরের সামনে একটি সরু রাস্তাও আঁকিয়ে নিয়েছি।

IMG_20230913_172001_676.jpg

স্টেপ -৩

এখন আমি পাহাড়গুলোতে পেন্সিল স্কেচ করবো এতে পাহাড়গুলো বেশি আকর্ষণীয় দেখাবে।

IMG_20230913_172401_712.jpg

IMG_20230913_172737_349~2.jpg

স্টেপ -৪

রাস্তার দুই সাইডে আমি একইভাবে হালকা করে পেন্সিল স্কেচ করব।

IMG_20230913_172945_416.jpgIMG_20230913_173028_031.jpg

স্টেপ -৫

এখন রাস্তার পাশে একটু গাঢ় করে পেন্সিল স্কেচ করব এবং কিছু ঘাস আঁকিয়ে নেব।

IMG_20230913_173152_788.jpg

IMG_20230913_173359_907~2.jpg

স্টেপ -৬

রাস্তার দুই সাইডের মাঠে অনেকগুলো ঘাসের ঝোঁপ আঁকিয়ে নেব।

IMG_20230913_173739_684.jpg

স্টেপ -৭

এখন ঘরে সুন্দর করে ডিজাইন করে নেব পেন্সিলের সাহায্যে।
প্রথমে মাঝ বরাবর যে দাগ টা দিয়েছিলাম সেই দাগের অনুযায়ী অনেকগুলো গাছ আঁকিয়ে নেব।

IMG_20230913_174242_055~2@-2113198277-01.jpeg

IMG_20230913_175159_936.jpg

স্টেপ -৮

রাস্তার এক সাইডে পেন্সিল এবং স্কেলের সাহায্যে বাঁশের একটি বেড়া আঁকিয়ে নেব।

IMG_20230913_175413_928~2.jpg

স্টেপ -৯

আমি গাছগুলো আবারো সুন্দর শেপ দিব পেন্সিলের সাহায্যে।

IMG_20230913_175940_720.jpgIMG_20230913_175938_070.jpg

IMG_20230913_175731_394@-558344567-01.jpeg

IMG_20230913_175738_393@-326547441-01.jpeg

স্টেপ -১০

এখন আমি পাহাড়ের উপরে সূর্য আঁকিয়ে নিবো। আর সূর্যের উপর পেন্সিলের স্কেচ করে নিবো।

IMG_20230913_180229_227.jpg

ব্যাচ আমার সম্পূর্ণ আর্ট রেডি এখন একটি সিগনেচার করে নেব।

IMG_20230913_180407_724@1283084608-01.jpeg

IMG_20230913_180534_275@25506994-01.jpeg

আশা করি আমার আজকের আর্টটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। কারণ আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে।ধন্যবাদ সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি। আমি আগে কখনো এরকম আর্ট দেখিনি। এই আর্টের মধ্যে আপনি পাহাড়ের আড়ালে সূর্যাস্ত আর্ট করার কারণে এই আর্টের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়ে গিয়েছে।

 10 months ago 

পাহাড়ের আড়ালে যখন সূর্য অস্ত যায় তখন দেখতে অনেক ভালো লাগে। আপু আপনি পেন্সিল দিয়ে এত সুন্দর ভাবে এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য।

 10 months ago 

জি আপু, ঠিক বলেছেন পাহাড়ের আড়ালে যখন সূর্য অস্ত যায় তখন দেখতে অসাধারণ লাগে। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

পাহাড়ের আরালের খুব সুন্দর একটি চিত্র পেন্সিল দিয়ে একেছেন অনেক সুন্দর হয়েছে । প্রতিটা অংকনের ধাপ সুন্দর ভাবে বুঝিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ঠিক বলেছেন আপু আর্টের ভিন্নতা আনার জন্য বিভিন্ন ধরনের আর্ট করা উচিত। সব সময় রং তুলি দিয়ে আর্ট না করে মাঝেমধ্যে এরকম পেন্সিল স্কেচ গুলো করলেও খুব ভালো লাগে। পেন্সিল স্কেচগুলো দেখলে মনে হয় খুবই সহজ। কিন্তু এগুলো করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। আপনার আজকের পেন্সিল স্কেচটি খুব চমৎকার হয়েছে।

 10 months ago 

পেন্সিল স্কেচগুলো দেখলে মনে হয় খুবই সহজ। কিন্তু এগুলো করতে গেলে বোঝা যায় কতটা কঠিন।

রাইট আপু, পেন্সিল স্কেচ গুলো নিখুঁতভাবে না করলে একদমই ভালো দেখা যায় না। আর ছবি তুলতে গেলে তো বেশি ঝামেলা হয়।

 10 months ago 

আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে পাহাড়ের আড়ালে সূর্যাস্ত আর্ট করেছেন। ভিন্নতা আনার জন্য মাঝেমধ্যে বিভিন্ন রকম আর্ট করা দরকার। আপনার পেন্সিল দিয়ে আর্ট সত্যিই অসাধারণ হয়েছে। আসলে চেষ্টা করলে ভালো আর্ট করা সম্ভব যদি সময় দিয়ে করা হয়। ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে পাহাড়ের আড়ালে সূর্যাস্ত আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আসলে চেষ্টা করলে ভালো আর্ট করা সম্ভব যদি সময় দিয়ে করা হয়।

জ্বী আপু, চেষ্টা আর সময় থাকলে অনেক সুন্দর সুন্দর আর্ট করা সম্ভব। মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

পেন্সিল আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর পাহাড়ের আড়ালে সূর্যাস্ত আর্ট করেছেন। আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 10 months ago 

আমার করা পেন্সিল আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

পাহাড়ের আড়ালে সূর্যাস্ত যাওয়ার এত সুন্দর পেন্সিল আর্ট দেখে আমি তো মুগ্ধ হলাম। এরকম ভাবে পেন্সিল আর্টগুলো করলে অনেক সুন্দর হয়। আর আপনি দৃশ্যটা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন যে আর কি বলব, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য অংকন করেছেন এটাই বলতে হয়।

 10 months ago 

পেন্সিল আর্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

পেন্সিলের আর্ট গুলো সব সময় অসাধারণ হয়ে থাকে। আজকে আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে পাহাড়ের আড়ালে সূর্যাস্ত আর্ট করেছেন। সত্যি বলতে আপনার আর্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে আর্ট এর মধ্যে পাহাড়গুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এবং খুব চমৎকারভাবে সম্পূর্ণ আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর পাহাড়ের আড়ালে সূর্যাস্ত আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, উৎসাহমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য।

 10 months ago 

পেন্সিল আর্ট আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে আপুু।আপনি পাহাড়ের আড়ালে সূর্যাস্ত খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে দারুন লাগছে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই পেন্সিল আর্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

পেন্সিল আর্ট আমার বরাবরই ভীষণ ভালো লাগে।

আমার কাছেও পেন্সিল আর্টগুলো অসাধারণ লাগে। ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।

 10 months ago 

পেন্সিল আর্ট এর মাধ্যমে পাহাড়ের আড়ালে সূর্যাস্ত যাবার দারুন একটা দৃশ্য অংকন করে আপনি আমাদের মাঝেই শেয়ার করেছেন আপু। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার যে এতটা পারদর্শিতা রয়েছে তা আমার জানা ছিল না। খুবই ভালো লাগলো আপনার অঙ্কন করা এই চিত্রটা দেখে।

 10 months ago 

আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68147.96
ETH 3273.79
USDT 1.00
SBD 2.66