আমার বাংলা ব্লগ। লেভেল ওয়ান হতে আমার অর্জন। @oisheeesteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম সবাইকে।

আশা করি সবাই ভালো আছেন৷ আমি আজ লেভেল ওয়ান এর লিখিত পরীক্ষা দিচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির লেভেল ওয়ান থেকে যে সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছি সেগুলো নিচে দেওয়া হলো।

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

স্প্যাম বলতে অপ্রাষঙ্গিক ও অবাঞ্চিত বিষয়গুলিকে বোঝায় যা বারবার করা হয়ে থাকে। যেমন,আপনি কোনো বার্তা না চাওয়া শর্তেও কোনো এক ব্যাক্তি একই ধরণের বার্তা আপনার কাছে বারবার পাঠিয়ে যাচ্ছে এটা এক ধরনের স্প্যামিং।

এটা হতে পারে একই ঘটনাকে বারবার বিভিন্ন ভাবে বর্ণনা করা।কোনো পোস্টে বিরক্তিকরভাবে নির্দিষ্ট কিছু ব্যাক্তিদের বারবার মেনশন দেওয়া।অপ্রাষঙ্গিক কমেন্ট ও ট্যাগ ব্যাবহারও এক ধরণের স্প্যামিং।



ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

কপিরাইট হলো এক ধরণের আইন। কোনো ব্যাক্তির লেখা, ছবি,গল্প,কবিতা অন্য কোনো ব্যাক্তির নকল করার হাত থেকে রক্ষা করার নিয়ম হলো কপিরাইট। এক্ষেত্রে ফটো কপিরাইট বলতে বোঝায়, কোনো ব্যাক্তি অন্য কোনো ব্যাক্তির সংগৃহিত ফটো থেকে অনুমতিবিহীন আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য ফটো ব্যবহার করা ফটো কপিরাইট হিসাবে গন্য হবে।



তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

১.https://pixabay.com
২.https://www.pexels.com
৩.https://www.freeimage.com
এসকল ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।



পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

ট্যাগ হচ্ছে যে বিষয়ের উপর পোস্ট লেখা হয় সে বিষয়ের কিছু কিওয়ার্ডস।যেমন:রেসিপি সংক্রান্ত পোস্টগুলিতে fish,carry,recipe ইত্যাদি ট্যাগ ব্যবহার করা হয়। আবার ট্রাভেল পোস্টে tour,travel, travelling ইত্যাদি ট্যাগ ব্যবহার করা হয়।ট্যাগ ব্যবহারে মাধ্যমে সেই শব্দটি ট্রেন্ডিংয়ে থাকবে।এবং উক্ত শব্দে ক্লিক করলে সেই সংক্রান্ত সকল পোস্ট পরপর একজায়গায় পাওয়া যাবে।



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

১.ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা ।
২. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট ।
৩. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট ।
৪.নারী বিদ্বেষমমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ন করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট ।
৫.শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট ।
৬.কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট।
৭.উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট ।
৮.রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট ।
৯.অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এ সম্পর্কিত সব ধরণের পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ ।
১০. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না ।
১১. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট করা যাবে না।
১২. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট করা যাবে না।



প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

অন্যের কোনো লেখাকে একেবারে নিজের বলে অথবা সামান্য কিছু লেখা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দেওয়ায় হলো প্লাগারিজম।



re-write আর্টিকেল কাকে বলে?

কোনো বিষয়ের উপর পোস্ট করার জন্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা কোনো সোর্স থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ ডাটা নিয়ে বাকিটুকু নিজের মতো করে সাজিয়ে লেখাকে re-write বলে।



ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

১.ব্লগ লেখার সময় re- write আর্টিকেলে রেফারেন্স সোর্সগুলো উল্লেখ করতে হবে।
২.উক্ত সোর্স থেকে আমি যে আইডিয়া গ্রহণ করে পোস্টটি লিখলাম সে বিষয়টি উল্লেখ করতে হবে।



একটি পোস্ট কখন ম্যাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

একটি মাত্র ছবি বা ১০০ ওয়ার্ডের কম লেখা যে কোনো পোস্ট "মাইক্রো পোস্ট" হিসাবে গণ্য করা হয়।



প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

"আমার বাংলা ব্লগ" -এ প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ ৩টি পোস্ট করতে পারবেন ।



আমার জ্ঞান থেকে উপরোক্ত পশ্নসমূহের উত্তর দিলাম।আমার উত্তরে যদি কোন ভুল থেকে থাকে আশা করি সেটা আমাকে ধরিয়ে দিবেন। আজ এ পর্যন্তই।

আল্লাহ হাফেজ।

IMG_20230626_194854.jpg
Source

Sort:  
 last year 

লেভেল ওয়ান আপনি খুব সুন্দর ভাবে অতিক্রম করছেন মনে হচ্ছে। এভাবেই সামনে এগিয়ে যান আপু। দোয়া করছি যেন আপনি খুব দ্রুত সবগুলো লেভেল পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে জয়েন করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

অনেক ধন্যবাদ আপু❤️

 last year 

আপনার এক্সাম পোস্ট ঠিক আছে আপু। আশাকরি ভাইবার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31