একটি ফুলের আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজ একটি ফুলের আর্ট আপনাদের সাথে শেয়ার করব। আর্টটি করতে আমার খুব কষ্ট হয়েছে। কারণ এক্রেলিক রঙ দিয়ে এই আর্টটি করা। আমি আগে কখনো এক্রেলিক রঙ ব্যবহার করে কোন আর্ট করিনি। এক্রেলিক রঙ ব্যবহার করে এটাই আমার প্রথম আর্ট ছিল। আশা করি আমার আজকের আর্টটি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন স্টেপ গুলো দেখে নেয়া যাক।

IMG_20230909_230453_799@-14669048-01.jpeg



উপকরণ :

• সাদা কাগজ
• এক্রেলিক রঙ (গোলাপি,সাদা,টিয়া,সবুজ)
• পেন্সিল
• পেইন্টিং ব্রাশ
• কলম


IMG_20230909_223301_940.jpg



স্টেপ-১

প্রথমে আমি পেন্সিলের সাহায্যে তিনটা ফুল এবং একটি ফুলের কুঁড়ি আঁকিয়ে নেব।

IMG_20230909_222557_225.jpg

স্টেপ-২

এরপর ফুল এবং কুঁড়ির ঢাল আঁকাবো।

IMG_20230909_222750_791.jpgIMG_20230909_222759_547.jpg

স্টেপ-৩

ঢালে ছোট বড় পাঁচটি পাতা আঁকবো।

IMG_20230909_222953_889.jpg

স্টেপ-৪

ফুল গাছ আঁকানো শেষ হলে এখন রঙ করা শুরু করবো।প্রথমে ফুল তিনটি এবং কুঁড়িতে গোলাপী কালারের রং করে নিব।

IMG_20230909_223706_237.jpg

IMG_20230909_223901_214~2.jpg

স্টেপ-৫

ফুলের রং করা শেষ হলে পাতার কিছু কিছু স্থান ফাঁকা রেখে সবুজ কালার করে নিব।

IMG_20230909_224358_799.jpgIMG_20230909_224315_836~2.jpg

স্টেপ-৬

পাতার যে সকল স্থান ফাঁকা রেখেছিলাম সেখানে টিয়া কালার করব।

IMG_20230909_224622_445.jpg

IMG_20230909_224649_142~2.jpgIMG_20230909_224650_385~2.jpg

স্টেপ-৭

প্রত্যেকটা পাতায় রং করা শেষ হলে এখন ঢাল গুলোতে রং করা শুরু করব। আমি ঢাল গুলোতে গাড়ো সবুজ কালার ব্যবহার করেছি। চিকন ব্রাশের সাহায্যে রং গুলো করে নিব।

IMG_20230909_225033_404.jpg

স্টেপ-৮

এখন সাদা রংয়ের মাধ্যমে পাতা এবং ফুলের কিছু কিছু স্থানে মার্ক করে নেব। এতে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগবে।

IMG_20230909_225230_979.jpg

IMG_20230909_225441_266.jpg

IMG_20230909_225640_839.jpg

স্টেপ-৯

এখন ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন এগুলো আমি একটি কলমের সাহায্যে কিছু শাখা প্রশাখা আঁকিয়ে নিয়েছি। শাখা প্রশাখা আঁকানোর মাধ্যমে ফুল গাছটি আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে।

IMG_20230909_230134_001.jpgIMG_20230909_230017_809~2.jpg

IMG_20230909_231253_093.jpg

স্টেপ-১০

সম্পূর্ণ রং করা শেষ হলে আমি একটি সিগনেচার করে নিব ।

IMG_20230909_230257_279~2.jpg

IMG_20230909_230456_261.jpg

IMG_20230909_230516_430.jpg

আশা করি আমার আজকের আর্টটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোন পোস্টে ইনশাআল্লাহ।সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শিখতেও আমার আগ্রহ রয়েছে। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব রেসিপি শিখতে। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপনারে আর্ট টি দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি এক্রেলিক কালার দিয়ে প্রথমবার এঁকেছেন। এক কথায় অসাধারণ হয়েছে আপু। আশা করছি পরবর্তীতে আরো ভালো হবে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

এক্রেলিক রং দিয়ে আমার প্রথম আর্ট আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুব খুশি হলাম।

 last year 

সুন্দর একটি ফুলের আর্ট করেছেন আপু।অংকটি দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক অভিজ্ঞ। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

এটা আপনার এক্রেলিক রং দিয়ে আঁকা প্রথম আর্ট এটা জেনে ভালো লাগলো। আপনি অনেক সুন্দর একটা ফুলের আর্ট করেছেন যা দেখে আমি তো খুবই মুগ্ধ হলাম। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণটা করা হয়েছে যা দেখে বুঝতে পারছি। আপনার প্রত্যেকটা কাজ এমনিতেই অনেক সুন্দর হয়। উপস্থাপনা দেখতে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।

 last year 

গুছিয়ে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 last year (edited)

পেন্সিলের সাহায্যে প্রথমে ফুলের গ্রাফ তৈরি করে, পরবর্তীতে অ্যাক্রলিক কালার দিয়ে খুব চমৎকার ফুটিয়ে তুলেছেন ফুলগুলো। আমি বলব আপনার প্রথম আর্ট হিসেবে একশো তে একশো পেয়েছেন। অনেক ভালো লাগলো আপনার এই ফুলের চিত্রাংকন দেখে। ভালো থাকবেন সবসময় এই কামনা করি আপু।

 last year 

সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি আজ প্রথম আর্ট করেছেন দেখে আমি মুগ্ধ হলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ফুল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এভাবে এগিয়ে যান আপু। ধন্যবাদ আপনাকে

 last year 

আপনি আমার আর্ট দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুব ভালো লাগলো।

 last year 

আপু আপনি খুব সুন্দর একটি ফুলের আর্ট শেয়ার করেছেন। সম্পুর্ন কাজটি এত নিখুঁত হয়েছে যে আপনার প্রশংসা না করে থাকতে পারলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

সুন্দর ও গঠনমূলক মতামত দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 last year 

আপু আপনি চিত্র অংকন গুলো দারুন করেন। আপনার প্রতিটা চিত্র অংকন ও আর্ট গুলো আমি দেখে থাকি। এগুলো আমার ভীষণ ভালো লাগে। আজকে আপনি খুবই চমৎকার একটি ফুলের আর্ট তৈরি করেছেন। এবং এটি তৈরি প্রত্যেকটা ধাপ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার আর্টটি খুব ভাল ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সর্বদা উৎসাহমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

এক্রেলিক রঙ ব্যবহার করে খুব সুন্দর একটি ফুলের আর্ট করেছেন। আর্ট টি দেখে একদমই বোঝা যাচ্ছে না এক্রেলিক রং দিয়ে এটি আপনার প্রথম আর্ট। আর্টের কালার কম্বিনেশন খুব ভালো হয়েছে ।প্রতিটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

এক্রলিক কালারটা কিন্তু দারুণ,তবে এটা দিয়ে পেইন্টিং করতে বেশ সময় লাগে। সময় নিয়ে করলে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা যায়।আজ প্রথমবারেই তো দারুণ করেছেন আপু।আশা করি ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠবেন।আমার তো বরাবরই ভালো লাগে এক্রলিক বা পোস্টার কালার দিয়ে পেইন্ট করতে।ভাইয়া তাহলে এক্রলিক কালারটা নিলো।

 last year 

আপনি সাজেস্ট করেছেন সেটা আমাকে বলেছে আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ দারুণ একটা আর্ট পোস্ট উপস্থাপন করেছেন।আপনার প্রথম আর্ট হলেও দারুণ লেগেছে আমার। আপনি আর্ট করার প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার করা আর্টটি আপনার কাছে দারুন লেগেছে জেনে খুব খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65551.56
ETH 2659.92
USDT 1.00
SBD 2.89