একটি বৃষ্টিমুখর দিনের অনুভূতি।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

rain-5211094_1280 (1).jpg

Source

প্রতিদিনের মতো আজ আমি আরও একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ কি নিয়ে পোস্ট করব এটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক ভেবেচিন্তে আজকের দিনের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক তেমনি আজও প্রায় সারাদিনই বৃষ্টি হচ্ছে। সারাদিন কোন রোদের দেখা পায় নাই। আকাশে প্রচুর মেঘ এবং সারাদিন বৃষ্টির কারণে বাইরে তাকালে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে।

আজ যেমন একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, এমন দিনকে আমরা সাধারণত বর্ষণমুখর বা বৃষ্টিমুখর দিন বলে থাকি। আজকের দিনে কখনো সূর্যের দেখা পায়নি।আকাশে প্রচুর মেঘ জমা হয়ে আছে। এমন বৃষ্টি মুখর দিন যে কতদিন থাকবে কে জানে। আজকে সারাদিন মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। এমন দিনে শরীরে খুব অলসতা ভর করে। কোন কিছু করতে ভালো লাগে না। ঠান্ডা ঠান্ডা পরিবেশ হওয়ায় খুব আরামে ঘুম দেওয়া যায়। বাইরে বৃষ্টি এবং এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমি তো আজ অনেক ঘুমিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে বারান্দায় বসে বসে বৃষ্টি উপভোগ করছি।

অনেকদিন পর আজ আমি বৃষ্টিতে ভিজেছি। বাইরে এত ভারী বর্ষণ দেখে আর বৃষ্টিতে না ভিজে থাকতে পারলাম না। তাইতো অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে আমার খুবই ভালো লাগছিল। যখন ঢাকায় ছিলাম তখন বৃষ্টি দেখে খুব ভিজতে ইচ্ছা করতো, কিন্তু সেখানে বৃষ্টিতে ভেজার কোনো সুযোগ ছিল না। এখন যেহেতু বাবার বাড়িতে বেড়াতে এসেছি তাই এখানে বৃষ্টিতে ভেজার সুযোগটি মিস করি নাই। আব্বু-আম্মু, বোন সবাই একসাথে মিলে খাওয়া-দাওয়া, গল্প করা সব মিলিয়ে আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে।

আজ আর বেশি কিছু লিখছি না। এখানেই শেষ করছি আমার আজকের পোস্টটি। সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে আবার কোন নতুন পোস্ট নিয়ে ইন-শা-আল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

একটি বৃষ্টি মুখর দিনের অনুভূতি বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন। আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে এবং আকাশে মেঘের আনাগোনা চলছে। এই সময়টাতে বৃষ্টিতে ভিজতে ভালো লাগলেও জ্বর হবার চান্স রয়েছে। যাইহোক মনতো আর মানে না।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এই সময়টাতে বৃষ্টিতে ভিজতে ভালো লাগলেও জ্বর হবার চান্স রয়েছে।

জ্বী ভাইয়া ঠিক বলেছেন।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 11 months ago 

আপু এখন ঢাকায় ও বৃষ্টি হচ্ছে।আপনার মতো আমিও কাল বৃষ্টিতে ভিজেছি ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে অপ্রত্যাশীতভাবে।আসলে আজকাল বৃষ্টিতে ভিজতে বেশ ভয় লাগে বজ্রপাতের জন্য। আপনি বাবার বাসায় গিয়ে সুন্দর বৃষ্টিতে ভিজলেন।আর মূহুর্তগুলো সুন্দর উপভোগ করছেন।জেনে ভীষণ ভালো লাগলো আপু । ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 11 months ago 

আসলে আজকাল বৃষ্টিতে ভিজতে বেশ ভয় লাগে বজ্রপাতের জন্য।

ব্জ্রপাত হলে আমারও খুব ভয় করে আপু। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য দেয়ার জন্য।

 11 months ago 

হঠাৎ বৃষ্টির দিন আমারও খুব ভালো লাগে কিন্তু একটানা অনেকদিন বৃষ্টি হলে আবার বিরক্ত লাগে। আজকে ঢাকাতেও সারাদিনই বৃষ্টি বৃষ্টির দিনে আমার শুধু খিদা পায় মন শুধু খাই খাই করে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বৃষ্টির দিনে আমার শুধু খিদা পায় মন শুধু খাই খাই করে।

এমনটা মনে হয় সবারই হয়।

 11 months ago 

আপনার বৃষ্টির দিনের অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। বেশ সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

বৃষ্টিবিলাস তাহলে করেই ফেললেন আপু! আমি তো জ্বরের ভয়ে বৃষ্টিতে নামতেই পারিনা, হাহাহা! বাবার বাড়িতে থাকলে বৃষ্টিতে ভেজায় যায় আরামছে। এমন ওয়েদার মেবি আরও কয়েকদিন থাকতে পারে।

 11 months ago 

বৃষ্টি বিলাস করতে খুবই ভালো লাগে। জ্বর হওয়ার ভয় করলে বৃষ্টি বিলাস করা কখনোই সম্ভব নয়। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

বৃষ্টিতে ভেজার আমারও ইচ্ছা ছিল তবে আগে থেকে ঠান্ডা লেগে গেছে এই জন্য আর বাইরের বৃষ্টিতে ভেজা হয়নি যাই হোক আপনার অনুভূতিটা পড়ে ভালো লাগলো, যদিও পড়ার পরে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে হা হা হা

Posted using SteemPro Mobile

 11 months ago 

বাইরে এতো বৃষ্টি দেখে, বৃষ্টিতে ভেজার লোভ সামলানো বেশ কঠিন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 61744.65
ETH 2678.63
USDT 1.00
SBD 2.59