রঙিন কাগজের ছাতা তৈরি - DIY

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই??
আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে আমার একটি নতুন পোস্ট নিয়ে আসলাম।আজ আমি রঙিন কাগজের ছাতা তৈরি করবো।

IMG20230627083723.jpg

প্রথমে আমি রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করতে যেসকল উপকরণ প্রয়োজন সেগুলো লিখবো।তারপর ছাতাটি তৈরি করার নিয়মাবলি পর্যায়ক্রমিক ভাবে উল্লেখ করবো।

উপকরণ :

১.রঙিন কাগজ
২.কলম
৩.কাঠি
৪.আঠা
৫.কাঁচি

প্রস্তুত প্রণালী :

ধাপ-১

প্রথমে একটি রঙিন পেপার বৃত্তাকারে কাঁচির সাহায্যে কেটে নিবো।এবং চিকন করে দুইটি কাগজ একটু লম্বা করে কেটে নিবো।

IMG20230627082520.jpg

ধাপ-২

এখন বৃত্তাকার কাগজটি ভাঁজ করবো।

IMG20230627082542.jpg

ধাপ-৩

IMG20230627082635.jpg

ধাপ-৪

কাগজটি আরো একটি ভাঁজ দিয়ে এসে কলম দিয়ে রাউন্ড করে একটি মার্ক করে নিবো।

IMG20230627082720.jpg

ধাপ-৫

মার্ক করা অংশটি কেটে নিবো।

IMG20230627082756.jpg

ধাপ-৬

ভাঁজ করা কাগজটি কাটার পর ভাঁজটি খুলে নিবো।

IMG20230627082848.jpg

ধাপ-৭

এখন ভাঁজের যেকোনো একসাইড কাঁচির সাহায্যে কেটে নিবো।

IMG20230627082927.jpg

ধাপ-৮

কাটা অংশ এক সাইডের সাথে অন্য সাইড আঠার সাহায্যে জোড়া লাগাবো।

IMG20230627083022.jpg

ধাপ-৯

এখন ছাতার হাতল বা ডান্টি তৈরীর কাজ শুরু করবো।এর জন্য দরকার একটি কাঠি এবং দুটি চিকন এবং একটু লম্বা ধরনের একটি পেপার।

IMG20230627083102.jpg

ধাপ-১০

এখন পেপারে আঠা লাগিয়ে কাঠির দুই প্রান্তে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে সেভাবে পেঁচিয়ে দিতে হবে।

IMG20230627083232.jpg

ধাপ-১১

এখন তৈরী করা এই ডান্টি বা হাতলটি ছাতার মাঝ বরাবর আঁটার সাহায্যে সেট করতে হবে।

IMG20230627083322.jpg

IMG20230627083723.jpg

এভাবে খুব সহজ পদ্ধতিতে রঙিন পেপার দিয়ে একটি সুন্দর ছাতা তৈরি করা সম্ভব। এটাই আমার প্রথম ডাই পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে।আজ এপর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো পোস্টে। সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ।

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি দেখছি অনেক সুন্দর ভাবে ছাতা তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। অনেক সুন্দর লাগতেছে এই ছাতাগুলো দেখতে, যা দেখে আমি সত্যি মুগ্ধ। আপনি ভিন্ন কালারের দুটি ছাতা তৈরি করেছেন। এই বৃষ্টির সময় কিন্তু ছাতা সবার জন্য খুবই প্রয়োজন একটা জিনিস। আর এখন সবার হাতে এই ছাতা দেখা যাবে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি তৈরি করেছেন দেখে বুঝতে পেরেছি।

 last year 

বৃষ্টি দেখেই ছাতা তৈরির আইডিয়া মাথায় আসলো। ধন্যবাদ আপু এতো সুন্দর কমেন্ট করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি ছাতা তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে। ছাতা তৈরি প্রত্যেকটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জ্বী ভাইয়া, রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় এবং সেগুলা দেখতেও খুব আকর্ষণীয় লাগে।

 last year 

আমার বাংলা ব্লগ এ আপনাকে স্বাগতম আপু।রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ছাতা দুটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।সবমিলিয়ে অসাধারণ হয়েছে।আর এই অসাধারণ পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।♥️

 last year 

আপনার এতো সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ভালোবাসা আপু❤️❤️

 last year 

এখন তো আষাঢ় মাস বৃষ্টির সময় এখনো বৃষ্টি হচ্ছে একাধারে সকাল থেকে বৃষ্টি নেমেছে। আপনি দেখছি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহারের মাধ্যমে ছাতা তৈরি করেছেন। যদি এই ছাতাটি ব্যবহার করতে পারতাম সত্যিই অনেক উপকার হত ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

বৃষ্টির কথা ভেবেই তো ছাতা তৈরি করা হয়েছে।প্রয়োজন হলে এসে নিয়ে যান।

 last year 

রঙিন কাগজের যেকোন জিনিস তৈরি করলে খুব সুন্দর দেখায়। আপনি বেশ সুন্দর একটি ছাতা তৈরি করেছেন, বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন দেখলাম। সর্বশেষ ধাপটি দারুন উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

বর্তমানে বৃষ্টির মৌসুম আর এই বৃষ্টির মৌসুমী এরকম একটি ছাতা খুবি দরকার হা হা হা। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ছাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে চাই 😁😁 খুবই চমৎকারভাবে আপনি এটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

জ্বী ভাইয়া।এই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে খুব সুন্দর মতো ভিজতে পারবেন😊।

 last year 

এরকম বৃষ্টির দিনে ছাতা আমাদের খুবই দরকার। রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ছাতা তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। কয়েকদিন আগে আমিও এরকম ছাতা তৈরি করেছিলাম রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো তৈরি করতে এবং দেখতে খুবই সুন্দর দেখায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year (edited)

সুন্দর কমেন্টটির জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু

 last year 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করেছেন। এ দেখে মনে হচ্ছে এটা তৈরি করতে মনে হয় বেশি একটা সময় লাগে নি। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

জ্বী আপু। এই ছাতাটি তৈরী করতে খুব বেশী সময় প্রয়োজন হয় নি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68218.35
ETH 2640.14
USDT 1.00
SBD 2.69