লেভেল ৩ হতে আমার অর্জন - By @oisheee

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ লেভেল-৩ হতে যে সকল বিষয় অর্জন করতে পেরেছি তা আমি আমার এই পোস্টে লিখবো। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি লেভেল-৩ এর প্রফেসর @alsarzilsiam ভাইয়াকে।তিনি অনেক সুন্দর ভাবে আমাদের লেভেল-৩ এর বিষয়বস্তু সম্পর্কে বুঝিয়েছেন। তাই ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের পোস্টটি শুরু করছি।

creativeness-2375169_1280-01.jpeg
Source

আমার বাংলা ব্লগ লেভেল-৩ তে মোট তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।সেগুলো হলো : মার্কডাউন, কনটেন্ট এবং কিউরেশন। এ সকল বিষয় সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিচে দেয়া হল :

মার্কডাউন কি ?

উত্তর :

লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন এবং দৃষ্টিনন্দন করার জন্য যে নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করা হয়, তাকে মার্ক ডাউন বলে। ভিন্ন ধরনের কাজের জন্যে ভিন্ন ভিন্ন ধরনের মার্কডাউন রয়েছে যেগুলোর সঠিক ব্যবহার জানতে পারলে আমরা আমাদের পোস্টকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পোষ্ট করতে পারবো।


মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর :

পোষ্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য মার্কডাউন কোডের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ।

মার্কডাউন কোড ব্যবহার করে আমরা নিম্নলিখিত কাজগুলো খুব সহজেই করতে পারি।

• লেখাকে বোল্ড ও ইটালিক করা।
• লেখার শিরোনাম বা হেডিংকে বড় ও মোটা করা।
• লেখাগুলোর মধ্যে প্যারাগ্রাফ তৈরি করা।
• লেখাগুলোকে জাস্টিফাই করা।
• টেবিল তৈরি করা।
• কোন লেখাকে সেন্টারে নিয়ে আসা।
• লেখাকে কোট করা।
• সোর্স উল্লেখ করা।
• গুরুত্বপূর্ণ লেখা কালার করা।
• লেখা বা ছবির ডানে অথবা বামে করা।
• সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট টেক্সট করা ইত্যাদি।

এ সকল কাজগুলো আমরা মার্কডাউন কোডের মাধ্যমে করে থাকি।মার্কডাউন কোড গুলো ব্যবহারের মাধ্যমে লেখার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। সেজন্য বলা হয় মার্কডাউন কোডের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ।


পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তর :

পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে মার্কডাউনের শুরুতে চারটি স্পেস দিয়ে লিখলেই দৃশ্যমান করে দেখানো যায়।


নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তর :
|User|posts|steem power|
|----|----|----|
|User1|10|500|
|User2|20|9000|

সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তর :

[সোর্স](এখানে লিংক বসাবো)
অর্থাৎ, থার্ড ব্র্যাকেটের মধ্যে সোর্স কথাটি লিখে কোনো স্পেস না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিংক বসাতে হবে।


বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর :

ইনপুট 👇

# খুবই বড় সাইজ
## বড় সাইজ
### মিডিয়াম সাইজ
#### ছোট সাইজ
##### খুব ছোট সাইজ
###### টিনি সাইজ
আউটপুট👇

খুবই বড় সাইজ

বড় সাইজ

মিডিয়াম সাইজ

ছোট সাইজ

খুব ছোট সাইজ
টিনি সাইজ

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তর :
<div class= " text - justify "> text</div>

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তর :

কনটেন্টের টপিকস নির্বাচনের তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত। সেগুলো হলো :জ্ঞান, অভিজ্ঞতা বা দক্ষতা ও সৃজনশীলতা। কারণ, যে বিষয়গুলো আমরা জানিনা বা অভিজ্ঞতা নেই সেই বিষয়ে ভালো কিছু উপস্থাপন করা আমার পক্ষে সহজ অথবা ভালো হবে না। বরং যেই বিষয়ে আমাদের জ্ঞান, অভিজ্ঞতা রয়েছে, সে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করা আমাদের জন্য সহজ হবে। তাই কন্টেন্ট লেখার আগে নিজের অভিজ্ঞতা, ভালোলাগা এবং দক্ষতার বিষয়টি গুরুত্ব দেওয়া বেশী জরুরি।


কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তর :

কোনো টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কারণ সেই বিষয়ে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে ভালো কিছু উপস্থাপন করতে পারবো না।


ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তর :

আমি একটি পোষ্টে $7 এর ভোট দিলাম।
অর্থাৎ, সেখান থেকে আমি তার অর্ধেক ($7÷2)= $3.5
কিউরেশন রেওয়ার্ড পাবো। স্টিমের মূল্য যদি $0.5 হয়, তবে স্টিম পাবো ($3.5 ÷ $0.50 )= 7 STEEM কিউরেশন রেওয়ার্ড পাবো sp আকারে।

এই ৭ স্টিম, অর্থাৎ যেটা এসপিতে যাচ্ছে এটা যদি আবার ডলারে কনভার্ট করিঃ- (7×0.5)= 3.5

তাহলেঃ- USD হিসেবে $3.5 পাচ্ছি।


সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর :

কোনো পোস্ট প্রকাশিত হওয়ার ৫ মিনিট পরে এবং ৬ দিন ১২ ঘণ্টার আগে সেই পোস্টে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব।


নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তর :

@Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

আমার সীমিত জ্ঞান থেকে আজ আমি লেভেল-৩ এর পশ্নসমূহের উত্তর দিলাম।আমার উত্তরে যদি কোন ভুল থাকে আশা করি সেটা আমাকে ধরিয়ে দিবেন।


আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনার জন্য শুভকামনা রইল। আপনি লেভেল বা সুন্দরভাবে অতিক্রম করতে পারেন আপনি লেভেল থ্রিতে খুব সুন্দরভাবে লিখিত পরীক্ষা দিয়েছেন দেখে অনেক ভালো লাগলে। আসলে লেভেলে থাকা কালীন অনেক কিছু শেখায় যা আমাদের প্রিয় এডমিন মডারেট ভাই বোনেরা।

 last year (edited)

আপনাকেও অনেক ধন্যবাদ আপু

 last year 

আমার বাংলা ব্লগে প্রথমে আপনাকে অভিনন্দন। আপনি দেখছি ইতিমধ্যে লেভেল ৩ পার করে ফেলেছেন। আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক কিছু শিখে নিয়েছেন আমাদের এবিবি স্কুল থেকে। একটু মনোযোগ দিয়ে লেগে থাকুন খুব অল্প সময়ের মধ্যেই ভেরিফাইড হয়ে যাবেন শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

মার্ক ডাউনের বিষয়গুলো অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন। বোঝা যাচ্ছে আপনি লেভেল তিনের প্রতিটা বিষয় বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি খুব শীঘ্রই আপনি লেভেল গুলো পার করে ভেরিফাইড মেম্বার হতে পারবেন ইনশাআল্লাহ।

 last year 

জ্বী ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

লেভেল ৩ এ অনেক গুরুত্বপূর্ন জিনিশ পত্র শেখানো হয়। এতে করে খুবই সুন্দর ভাবে আপনি আপনার পোস্ট সাজাতে পারবেন। আশা করি সব বুঝতে পেরেছেন ক্লাসের। পরবর্তি লেভেল এর জন্য শুভকামনা রইলো আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া। আসলেই লেভেল থ্রি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক শিক্ষানীয় বিষয় রয়েছে।

 last year 

আপনি অনেক চমৎকার ভাবে প্রত্যেকটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিয়েছেন। আশা করছি আপনার পরবর্তী লেভেল খুব সহজেই আপনি অতিক্রম করতে পারবেন, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি নিখুঁতভাবে ক্লাসের সকল বিষয়বস্তু শিখিয়েছেন, সেজন্য আমি সঠিকভাবে সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67163.45
ETH 2666.94
USDT 1.00
SBD 2.70