একটি ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সেই সাথে সুস্থও আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের মাঝে আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের পোস্টে থাকছে একটি ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট তৈরি করতে আমি খুবই পছন্দ করি। ম্যান্ডেলা আর্ট এর মধ্যের নিখুঁত নিখুঁত ডিজাইনগুলো করতে সময় লাগলেও আমার কাছে খুব ভালো লাগে। আজকের ম্যান্ডেলা আর্টটি আমি অন্যরকম ভাবে তৈরি করেছি। সেটা আপনারা আমার আজকের তৈরি ম্যান্ডেলা আর্টের ফটো দেখে বুঝতে পারবেন। তাহলে চলুন আমি আজ কিভাবে ম্যান্ডেলা আর্টটি তৈরী করেছি সেটা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক।

IMG_20230913_220004_627@1378477844-01.jpeg

IMG_20230913_220042_834@1713231404-01.jpeg

উপকরণ :

• সাদা কাগজ
• পেন্সিল
• কম্পাস
• ইরেজার
• জেলপেন
• রঙ পেন্সিল(সবুজ,লাল,গোলাপি, হলুদ,কমলা এবং নীল)

IMG_20230913_220736_436.jpgIMG_20230913_220719_853.jpg
স্টেপ-১

প্রথমেই পেন্সিল এবং কম্পাসের সাহায্যে একটি ছোট বৃত্ত এবং একটি বড় বৃত্ত আঁকিয়ে নিয়েছি।

IMG_20230913_204710_464~2.jpg

স্টেপ-২

এখন ছোট বৃত্ত এবং বড় বৃত্তের মাঝের অংশের উপরের অংশে কয়েকটা পাপড়ি আঁকিয়ে নিয়েছি।

IMG_20230913_205232_852~2.jpg

স্টেপ-৩

এখন পাপড়ি গুলোর উপর জেল পেন দিয়ে আঁকিয়ে নেব এবং পেন্সিলের দাগ গুলো মুছে দেব। এভাবে পুরো আর্টটি জেলপেনের সাহায্যে আঁকিয়ে নেব।

IMG_20230913_210234_365.jpg1694617507739.jpg

IMG_20230913_210559_691~2.jpg

IMG_20230913_210956_925.jpg

স্টেপ-৪

নিচের ছবির ন্যায় ফাঁকা অংশটুকুতে পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে দিব, যাতে ডিজাইন করতে সুবিধা হয়।

IMG_20230913_211605_087~2.jpgIMG_20230913_211401_358~2.jpg
স্টেপ-৫

এখন আস্তে আস্তে ম্যান্ডেলাটির ডিজাইনগুলো নিখুঁত ভাবে তৈরি করব।

IMG_20230913_211745_326~2.jpgIMG_20230913_212017_156~2.jpg
IMG_20230913_212049_766.jpgIMG_20230913_212333_053.jpg

IMG_20230913_212753_302~2.jpg

স্টেপ-৬

দেখতে দেখতে ম্যান্ডেলাটির ভিতরের অংশটুকুর নিখুঁত কারুকাজগুলো সম্পন্ন হল।

IMG_20230913_213128_403.jpgIMG_20230913_213515_667.jpg

IMG_20230913_213735_053.jpg

IMG_20230913_214158_487.jpgIMG_20230913_213950_764.jpg
স্টেপ-৭

এখন ম্যান্ডেলার উপরের পাপড়িগুলোতে আমি রং করে নিব। আমি মোট এগারোটা পাপড়ি আঁকিয়েছি।সেখান থেকে তিনটা পাপড়িতে লাল রং করবো,দুইটা পাপড়িতে সবুজ,দুইটাতে হলুদ,দুইটাতে গোলাপি, একটাতে কমলা এবং একটা পাপড়িতে নীল কালার করেছি। পাপড়িতে যেকোনো এক কালারের রং করা থেকে এভাবে অনেকগুলো রং করার জন্য আমি মনে করি ম্যান্ডেলা আর্টটি দেখতে বেশি সুন্দর লাগছে।

IMG_20230913_214803_724~2.jpgIMG_20230913_214849_604.jpg
IMG_20230913_215245_847.jpgIMG_20230913_215538_594.jpg

IMG_20230913_215739_715.jpg

IMG_20230913_215830_466.jpg

IMG_20230913_215813_077.jpg

স্টেপ-৮

রং করার মাধ্যমে আমার ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ হলো।এখন ম্যান্ডেলা আর্টটির মাঝখানে আমার একটি সিগনেচার করে নিব।

IMG_20230913_220007_197.jpg

IMG_20230913_220103_077.jpg

আশা করি বরাবরের মত আমার আজকের ম্যান্ডেলা আর্টটিও আপনাদের কাছে পছন্দ হয়েছে।যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর যদি কোন ভুল হয়ে থাকে তবে সেটাও জানাতে পারেন। সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোন পোস্টে ইনশা-আল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

ঠিক বলছেন আপু যদি আর্ট গুলো নিখুঁতভাবে তৈরি করা হয় তাহলে সময়ের দরকার। আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর করে তৈরি করলেন। এক সাইডে কালারিং করলেন অন্য সাইডে কলম দিয়ে আর্ট করলেন খুবই সুন্দর দেখাচ্ছে। প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 10 months ago 

সময় নিয়ে নিখুঁতভাবে আর্টগুলো করলে দেখতে অনেক সুন্দর লাগে। মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনার করা এই ধরনের কাজগুলো আমি অনেক বেশি পছন্দ করি। আপনি আজকেও অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন যা দেখে আমি তো মুগ্ধ হলাম। পাপড়ি গুলোর মধ্যে আপনি বিভিন্ন রকমের রং করার কারণে দেখতে সবথেকে বেশি ভালো লাগছে। আর সম্পূর্ণটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এটা সত্যি বলতে হয়। এরকম ম্যান্ডেলা পরবর্তীতেও করে শেয়ার করবেন আশা করছি।

 10 months ago 

আপনার করা এই ধরনের কাজগুলো আমি অনেক বেশি পছন্দ করি।

অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 10 months ago 

ম্যান্ডেলা আর্টগুলো কিন্তু আমি বরাবরই একটু বেশীই পছন্দ করি। আজ দেখছি আপনি অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার করা ম্যান্ডেলা আর্টটি করে বেশ ভালো বুঝা যাচেছ যে আপনি বেশ ভালোই আর্ট করেন।

 10 months ago 

ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

দারুন একটি ম্যান্ডেলা আর্ট করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে এত সুন্দর ভাবে আর্ট করার দৃশ্য দেখে। কিছুটা ব্রেসলেট আকৃতির এবং কিছুটা ফুল আকৃতির হাওয়ায় মেন্ডেলা টা আরো সুন্দর হয়েছে।

 10 months ago 

কিছুটা ব্রেসলেট আকৃতির এবং কিছুটা ফুল আকৃতির হাওয়ায় মেন্ডেলা টা আরো সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

আপনি আজকে বেশ দারুন দেখতে একটি মেন্ডেল আর্ট করে দেখিয়েছে। আমার কাছে ম্যান্ডেলাটি দেখতে ইউনিক এবং দারুণ লেগেছে। আর আপনি ম্যান্ডেলা আকার প্রক্রিয়াটা খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এই সুন্দর মেন্ডেল আট করার প্রক্রিয়াটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার কাছে ম্যান্ডেলাটি দেখতে ইউনিক এবং দারুণ লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

বেশ সুন্দর এঁকেছেন ম্যান্ডালা আর্টটি। একটু ভিন্নভাবে এঁকেছেন ম্যান্ডালা আর্টটি। আর তাই দেখতে বেশ সুন্দর লাগছে। ছোট ছোট ডিজাইন করা হয় বলে ম্যান্ডালা আর্টগুলো দেখতে বেশি সুন্দর লাগে। পাতাগুলো বিভিন্ন রং করায় দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

জ্বী আপু, ম্যান্ডেলাটি ইউনিকভাবে আঁকার চেষ্টা করেছি যাতে সুন্দর দেখাই। ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 10 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। কালারিং পেন্সিল দিয়ে ম্যান্ডেলা আর্ট তৈরি করার কারণে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আমার তৈরি ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে অনেক উৎসাহ পেলাম।

 10 months ago 

ম্যান্ডেলা চিত্র আমার কাছে খুবই ভালো লাগে।
নকশাগুলো দেখে বেশ ভালো সৌন্দর্য উপভোগ করা যায়।
আর এই ধরনের মান্ডেলা চিত্রগুলো তো আরো বেশি সৌন্দর্য বহন করে।
আপনার প্রস্তুত করা মান্ডেলা চিত্রটি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে ছোট ছোট নকশা গুলো দারুন ভাবে তুলে ধরেছেন।

 10 months ago 

আপনি আমার তৈরি ম্যান্ডেলা চিত্রটি দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুব খুশি হলাম।

 10 months ago 

আপু আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপু আপনার মতো আমার কাছেও ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। এই ধরনের আর্ট করতে একটু সময় ভালো লাগলেও খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার ও ম্যান্ডেলা আর্ট করতে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য।

 10 months ago 

চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। মেন্ডেলা আর্ট এর উপরের অংশে ফুলের পাপড়ি গুলোকে কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন যেটা এই আর্টের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাবী।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সুন্দর একটা মতামত দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ দেবর😊।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66512.58
ETH 3313.98
USDT 1.00
SBD 2.68