অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

আজ আমি প্রতিদিনের মতো আবারও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টে থাকছে অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্ট।



অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্ট


IMG_20230728_215059_046@708452707-01.jpeg



ম্যান্ডেলা আর্ট করতে আমার খুবই ভালো লাগে। সময় নিয়ে এবং নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্টগুলো করলে অনেক চমৎকার দেখায়। আর ম্যান্ডেলা আর্ট করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। একটা কাগজ এবং একটা কলমের দ্বারাই নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করা যায়। ম্যান্ডেলা আর্ট গুলো আমার রং বেরঙের কালার করার থেকে সিম্পলি কালো কলম দিয়েই আর্ট করতে বেশি ভালো লাগে । আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্টটিও অন্যান্য দিনের আর্টের মতো আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টেপ গুলো দেখে নেয়া যাক।



উপকরণ :
• সাদা কাগজ
• কালো কলম



স্টেপ -১

প্রথমে একটি অর্ধচন্দ্র আঁকিয়ে নেব। অবশ্যই অর্ধচন্দ্রটা সুন্দরভাবে আঁকতে হবে। কলমের দাগ আঁকাবাঁকা হলে অর্ধচন্দ্র টা বেশি একটা ভালো লাগবে না।

IMG_20230728_200930_727.jpg

স্টেপ -২

অর্ধচন্দ্র আঁকতে খুব বেশি সমস্যা হয় না। খুব সহজেই একটি অর্ধচন্দ্র আঁকা সম্ভব। অর্ধচন্দ্র আঁকা শেষ হলে এখন এর ভেতর ম্যান্ডেলা আর্ট করার পালা। প্রথমে আমি চাঁদের মাঝ বরাবর ডিজাইন করা শুরু করেছি।

IMG_20230728_201411_043.jpg

স্টেপ -৩

এখন আমি চন্দ্রের দুই কোনায় ডিজাইন করব। দুই কোনায় একই রকমের ডিজাইন করব এতে দেখতে বেশি সুন্দর দেখাবে।

IMG_20230728_201908_640.jpg

IMG_20230728_202327_712.jpg

স্টেপ -৪

চাঁদের মাঝ বরাবর সুন্দর করে বড় একটি ফুলের অর্ধাংশ এঁকে নেব। নিখুঁতভাবে ডিজাইন টি করলে ম্যান্ডেলাটি দেখতে বেশি আকর্ষণীয় লাগবে।

IMG_20230728_204834_246.jpg

IMG_20230728_210643_785.jpg

IMG_20230728_210726_192.jpg

IMG_20230728_211147_689.jpg

IMG_20230728_211424_964.jpg

IMG_20230728_211806_781.jpg

স্টেপ -৫

অর্ধচন্দ্র কোনায় আরো কিছু ডিজাইন করে নেব।

IMG_20230728_212013_581.jpg

IMG_20230728_212153_256.jpg

স্টেপ -৬

অর্ধ চন্দ্রের দুই কোণা এবং মাঝখানে ডিজাইন সম্পূর্ণ হলে নিচের ছবির মতো কোনাকুনি দাগ দিয়ে আরও একটি সিম্পল ডিজাইন করে নেব।

IMG_20230728_212454_102.jpg

IMG_20230728_213132_589.jpg

IMG_20230728_213551_237.jpg

IMG_20230728_213556_869.jpg

স্টেপ -৭

চন্দ্রের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি চাঁদের উপরের অংশে কিছু ডিজাইন করে নিয়েছি ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন।

IMG_20230728_213955_873.jpg

IMG_20230728_214132_615~2.jpg

IMG_20230728_214226_038.jpg

স্টেপ -৮

চাঁদের পাশে আমি ছোট বড় অনেকগুলো তাঁরা আঁকিয়ে নিয়েছি এতে চাঁদকে আরো বেশি আকর্ষণীয় লাগবে।

IMG_20230728_214533_528.jpg

IMG_20230728_214729_138.jpg

স্টেপ -৯

সবশেষে আমি চন্দ্রের পাশে আমার একটি সিগনেচার করে নিয়েছি।

IMG_20230909_125123_123.jpg

IMG_20230728_214815_801.jpg

অর্ধ চন্দ্রের ম্যান্ডেলা আর্টটি আমার সম্পন্ন হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্যে জানাবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোন পোস্টটি ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শিখতেও আমার আগ্রহ রয়েছে। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব রেসিপি শিখতে। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

অনেক সুন্দর ভাবে আজকে আপনি আমাদের মাঝে একটি অর্থ চন্দ্র এর দৃশ্য ম্যান্ডেলা আট করে দেখিয়েছেন। বেশ ভালো লেগেছে আপনার এই অসাধারণ প্রতিভা সম্পন্ন একটি মেন্ডেলা আর্ট। একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছেন কাজ। বেশ ভালো লাগলো আমার কাছে আপনার এই সুন্দর মেন্ডেল আর্ট।

 11 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আপু আপনার আজকের চমৎকার একটি মেন্ডেলা আর্ট করেছেন। অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্ট দেখে ভীষণ ভালো লেগেছে। এই অর্ধ চন্দ্রের আর্ট তৈরি প্রত্যেকটা ধাপ কত চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং পাশাপাশি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 11 months ago 

চমৎকার একটি অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট টি দেখতে খুব সুন্দর লাগছে। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয় । দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ । অর্ধ চন্দ্রের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে একটি অর্ধচন্দ্রের ম্যান্ডেলা অঙ্কন শেয়ার করেছেন দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে এই ম্যান্ডেলা অঙ্কনের চিত্রে যদি রঙিন কোন রং ব্যবহার করা হয় তাহলে হয়তোবা একটু গর্জিয়াস দেখায় তবে আপনার এটা দেখতেও অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সময় এবং ধৈর্য নিয়ে আপনি এটা অঙ্কন করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

ঠিক বলেছেন আপু সময় নিয়ে ম্যান্ডেলা আর্ট করলে দেখতে অনেক চমৎকার লাগে। আপনি নিখুঁত হাতে পুরো ম্যান্ডেলার কাজ গুলো সম্পন্ন করেছেন। চন্দ্রের ম্যান্ডেলা জাস্ট অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে

 11 months ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

দারুন অংকন করেছেন তো। আপনি কিন্তু অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারেন। আসলে আমি ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি পছন্দ করি, আর ম্যান্ডেলা আর্টগুলো দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। তেমনি আমার কাছে আপনার করা অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্টও অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে আপনার করা ম্যান্ডেলা আর্ট টি।

 11 months ago 

উৎসাহমূলক মন্তব্য করে সর্বদা পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো আপনার প্রতি।

 11 months ago 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকারভাবে অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলোর ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো যতই সুন্দর করে করা হয় ততই চমৎকার লাগে। এই ম্যান্ডেলা আর্ট আমি অনেকদিন আগে আর্ট করেছিলাম। তবে আমারটা থেকে আপনারটা অনেক সুন্দর হয়েছে। এবং খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 11 months ago 

সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারন লাগতেছে। সম্পুর্ন কাজটিকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে এধরনের কাজ গুলো করতে অনেক সময় এবং ধৈর্য্য সহকারে করতে হয়। আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া

 11 months ago 

আপনি অনেক সুন্দর করে অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট এর প্রশংসা করতে হয়। সত্যি বলতে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে ম্যান্ডেলা আর্ট ভিতরে ছোট ছোট নকশা গুলোর কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্ধচন্দ্রের ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আমার তৈরি ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

আপনার আর্টের হাত সত্যি অসাধারণ আপু। অর্ধ চন্দ্রের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর করে আপনি অঙ্কন করেছেন। স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর করে শেয়ার করার কারণে দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি উপস্থাপনাটা দারুন ভাবে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। যে কেউ দেখে এটি অংকন করে নিতে পারবে।

 11 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। চমৎকার এই মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45