বিভিন্ন সময় সংগ্রহ করা কিছু আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটি ফটোগ্রাফি পোস্ট। আজ যখন ভেবে পাচ্ছিলাম না কি নিয়ে আপনাদের সাথে পোস্ট শেয়ার করব তখনই ফোনের গ্যালারিতে ঢুকে কয়েকটি ফটোগ্রাফি দেখতে পেলাম যেটা বিভিন্ন সময়ে তোলা হয়েছিল। ভাবলাম এই ফটোগ্রাফি গুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব বেশি ফটোগ্রাফি করতে অভ্যস্ত নই। কিন্তু এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর কয়েকদিন যাবত চেষ্টা করি টুকটাক ফটোগ্রাফি করার। তেমন ভালো পারিনা ফটোগ্রাফি করতে। তবে আশা করি আস্তে আস্তে শিখে যাব। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।





IMG_20240110_171731_854@-537218400-01@244893037-01.jpeg

এখানে দেখতে পারছেন একটি বেগুন গাছ। যেখানে একটি সুন্দর বেগুনি কালারের ফুল রয়েছে এবং ছোট্ট একটি বেগুন ও রয়েছে। কয়েকদিন আগে দাদা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আর আমার দাদা বাড়িতে অনেক রকমের সবজির গাছ রয়েছে। সেখানে বিভিন্ন রকমের সবজির ফটোগ্রাফি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু উপরের এই বেগুনের ফটোগ্রাফিটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না। বেগুনের ফুল গুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর কালারটা আরো বেশি সুন্দর।





IMG_20231217_173535_446@386677721-01@1504292788-01.jpeg

সন্ধ্যা বেলায় তোলা আকাশের সুন্দর একটি দৃশ্য। সন্ধ্যাবেলায় যখন বাইরে ছিলাম তখন আকাশে একটি চাঁদ দেখতে পেয়েছিলাম সাথে কয়েকটি গাছপালাও ছিল। সেই মুহূর্তে এই ছবিটি তোলা হয়েছিল। দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল মুহূর্তটি। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ছবিটি আমি ক্যাপচার করেছিলাম আমার মোবাইলে।





IMG_20240110_093425_890@-1891928101-01@-1553075484-01.jpeg

IMG_20240110_093434_102@1840606365-01@558215650-01.jpeg

উপরের ছবি দুটোতে দেখতে পারছেন অনেকগুলো মুরগি এবং তার সাথে কবুতর রয়েছে। মুরগিগুলো আমার আম্মু পালন করে থাকে। এটা বলতে পারেন আমার আম্মুর অনেক বড় একটি শখ। আম্মু মুরগি লালন-পালন করতে অনেক পছন্দ করে। যখন প্রচুর শীত ছিলো আমি যখন রোদে বসেছিলাম তখন আমার আম্মু মুরগিগুলোকে খেতে দিয়েছিল আর সেই মুহূর্তে এই ছবিটি আমি ধারণ করেছিলাম।





IMG_20240116_122421_913@60138134-01.jpeg

উপরের ছবিটিতে আপনারা দেখতে পারছেন পুঁইশাকের ফল। এই গাছটিও আমার আম্মুর হাতে লাগানো। অনেকদিন আগে এই ছবিটি তোলা হয়েছিল। পুঁইশাকের এই ফল কিন্তু রান্না করে খেতে অনেক মজা লাগে। আমার তো এই সবজিটি খুবই পছন্দের।





IMG_20240125_114319_543@-569845770-01.jpeg

উপরে দেখতে পারছেন অনেক বড় একটি বাঁশ বাগান। এই বাঁশ বাগানটি আমার আব্বুদের । বাঁশ বাগানটি কিন্তু অনেক বড়। আমি আমার ফোনে পুরোটা ধারণ করতে পারি নাই। এরকম বাঁশ বাগান আমাদের আরো একটি রয়েছে। বাঁশ বাগান দেখতে কিন্তু অনেক অন্ধকার হয়। বাঁশ বাগান দেখলে আমার একটু ভয় ভয় লাগে ।





এই ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। আজকের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোন পোস্ট ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ


পোস্টফটোগ্রাফি@oisheee
ডিভাইসinfinix hot30iঅ্যান্ড্রয়েড
লোকেশনযশোরবাংলাদেশ
আজ:মঙ্গলবার২৭-০২-২৪


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 4 months ago 

আন্টির তাহলে অনেকগুলো মুরগি আছে যদি কখনো আপনাদের বাসায় যাই তাহলে সেই মুরগিগুলো খাওয়া যাবে 😜 আমার কিন্তু কোন দোষ নাই আপনি ছবিগুলো শেয়ার করেছেন বলেই জানতে পারলাম আপনাদের বাসায় অনেক মুরগি আছে তাই খেতে চাইলাম।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এতগুলো ছবি রেখে আপনার মুরগির পরেই নজর পড়তে হলো??🤨🤨

প্রাকৃতিক সৌন্দর্য, পায়রা, সবজি সব ধরনের ফটোগ্রাফিগুলাই অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দর কিছু দেখলেই ক্যামেরাবন্দি করতে মিস করি না।আপনার ফটোগ্রাফি ও বর্ণনা আমার কাছে খুবই ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনারও ফটোগ্রাফি করতে ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 5 months ago 

আপনি তো দেখছি কয়দিন যাবৎ চেষ্টা করেই বেশ ভালো মানের একজন ফটোগ্রাফার হয়ে গেছেন। আপনার করা ফটোগ্রাফি দেখে কেউ কিন্তু বলবে না যে আপনি একজন নতুন ফটোগ্রাফার। দারুন কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কোন টা রেখে যে কোনটার প্রশংসা করবো চিন্তায় পড়ে গেলাম। শুভ কামনা রইল আপনার জন্য।

 4 months ago 

ফটোগ্রাফি সম্পর্কে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

বলতে গেলে কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে ফটোগ্রাফির অভ্যাসটা আমারও তৈরি হয়েছে আপু। ভিন্ন ভিন্ন সময়ে দারুণ কিছু মোমেন্টের ফটোগ্রাফি করেছেন। আমার মা ও বাড়িতে মুরগী পালন করে। শখের জিনিস পালন করতেও ভালো লাগে।

 4 months ago 

শখের জিনিস পালন করতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। সংসার জীবনে প্রত্যেক মায়েদেরই মনে হয় এমন মুরগি পালন করার শখ থাকে।

 5 months ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ অসাধারণ হয়েছে। গোধূলি সন্ধ্যার ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কবুতর এবং মোরগ দেখতে বেশ সুন্দর লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 months ago 

মূল্যবান মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।।

 5 months ago 

বাহ! ভীষণ ভালো লেগেছে আপু আপনার লেখা গুলো পড়ে। আমাদেরও একই অবস্থা ছিল আমরাও ফটোগ্রাফি করতাম না তেমন। কিন্তু সবার ফটোগ্রাফি গুলো দেখতে দেখতে এখন নেশাই পরিণত হয়ে গেছে। তবে আপনি দারুন ফটোগ্রাফি গুলো নিলেন। আশা করি আরও দারুন দারুন ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পাব। গ্রামীণ দৃশ্যের সব ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে দেখে।

 4 months ago 

বর্তমানে গ্রামে অবস্থান করছি। আর গ্রামীণ দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছেও। তাই তো আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি।

 5 months ago 

ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব ভালো লাগছে। ফটোগ্রাফি হল বিভিন্ন মোমেন্ট কে ক্যাপচার করা আপনি তা সুন্দরভাবে ক্যাপচার করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 5 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আমার ফটোগ্রাফি ধারণ করতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা মুরগির ফটোগ্রাফি এবং ওই শাকের ফলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 4 months ago 

মুরগির ফটোগ্রাফি এবং পুঁইশাকের ফলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আপু।

 5 months ago 

আপনি আজকে বেশ চমৎকার কিছু ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে আকাশের ফটোগ্রাফি এবং কবুতর আর মুরগির ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আকাশ এবং কবুতর ও মুরগির ফটোগ্রাফি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। এভাবে অনুপ্রেরণা দিয়ে মন্তব্য করেছেন জন্য অনেক ধন্যবাদ।

 4 months ago 

আপু বিভিন্ন সময়ে ধারণ করা আলোকচিত্র গুলো দারুন লেগেছে আমার কাছে।আপনি চমৎকার বর্ননার মাধ্যমে তুলে ধরেছেন। আমার কাছে আপনার ক্যাপচার করা সবগুলো আলোকচিত্র ই ভালো লেগেছে।বেগুন ফুল সত্যি ই দেখতে সুন্দর। আকাশে চাঁদটিও দারুন লাগছে।আপনার মতো আমার ও বাঁশ বাগান ভয় লাগে।তবে দেখতে কিন্তু চমৎকার লাগে এই বাঁশ বাগান।ধন্যবাদ আপু চমৎকার কিছু আলোকচিত্র শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার কাছে আমার শেয়ার করা আলোকচিত্র গুলো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44