হাতপাখার ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। কিন্তু ম্যান্ডেলা আর্ট গুলো নিখুঁতভাবে করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি হাতপাখার একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছি। আজকের ম্যান্ডেলা আর্টটি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্টটি তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগছে। আশাকরি, আপনাদের কাছেও আজকের ম্যান্ডেলা আর্টটি অনেক ভালো লাগবে। আজকের ম্যান্ডেলা আর্ট এ কালো রঙের পাশাপাশি আমি লাল রঙ ও ব্যবহার করেছি। তাহলে চলুন আমি কিভাবে আজকে হাতপাখার ম্যান্ডেলা আর্টটি তৈরি করলাম সেটা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি।

হাতপাখার ম্যান্ডেলা


IMG_20231210_201006_220~2-01~2.jpeg

IMG_20231210_200547_957@1482112577-01.jpeg



উপকরণসমূহ :

• আর্ট পেপার
• কালো পেন
• লালপেন
• পেন্সিল
• স্কেল
• কম্পাস



প্রস্তুত প্রণালী :


ধাপ-১

প্রথমে কম্পাস, কালো কলম এবং পেন্সিলের সাহায্যে হাত পাখার ন্যায় আঁকিয়ে নিয়েছি।

IMG_20231210_193325_307.jpg

ধাপ-২

এখন হাতপাখা ধরার জন্য যে অংশটুকু থাকে সেটুকুও আঁকিয়ে নিয়েছি।

IMG_20231210_193443_435~2.jpg

ধাপ-৩

এখন হাত পাখার মধ্যে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করার চেষ্টা করছি।

IMG_20231210_193823_555.jpgIMG_20231210_194022_240~2.jpg
ধাপ-৪

হাতপাখার কিছু কিছু স্থানে লাল রঙের ব্যবহার করেছি এতে ম্যান্ডেলা আর্টটি দেখতে বেশি আকর্ষণীয় লাগছে।

IMG_20231210_194228_070.jpgIMG_20231210_194623_283.jpg
IMG_20231210_194806_588.jpgIMG_20231210_195151_181.jpg
IMG_20231210_195358_841~2.jpgIMG_20231210_195628_715.jpg
ধাপ-৫

হাতপাখা সৌন্দর্য বৃদ্ধির জন্য দুইটা ফিতা ঝুলিয়ে দিয়েছি।

IMG_20231210_195831_750.jpg

ধাপ-৬

হাতপাখায় ম্যান্ডেলা আর্ট করা সম্পূর্ণ শেষ হয়েছে।

IMG_20231210_200312_648.jpg

ধাপ-৭

এখন ম্যান্ডেলা আর্ট এর পাশে আমি নিজের একটি সিগনেচার করে নিব।

1702217217244.jpg

IMG_20231210_200555_800~2@-188503569-01.jpeg

আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্টটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য পেয়ে আমি অনেক বেশি খুশি হই। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ
সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 7 months ago 

দারুণ এঁকেছেন , অসাধারণ হয়েছে হাত পাহপাখার ম্যান্ডেলা আর্ট ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ৷ আপনি খুবই সুন্দর এঁকেছেন ৷ বিশেষ করে কালো মাঝে লাল বেশ ফুটিয়ে তুলেছে আর্টটি ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া,, সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 7 months ago 

সুন্দর আর্ট করেছেন আপু। সাদা কালো ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে সৌন্দর্যটা পুরোপুরি ফুটিয়ে তুলেছেন তবে শীতের সময় বলে এই পাখা দিয়ে আর বাতাস নিলাম না হা হা হা।

Posted using SteemPro Mobile

 7 months ago 

শীতের সময় এই পাখা দিয়ে গরম বাতাস বের হয় হি হি হি।

 7 months ago 

অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার এই অসাধারণ মেন্ডেলা আর্ট দেখে। দারুন ভাবে আপনি কার্যক্রম উপস্থাপনা করেছেন। পেপারের গায়ে পেন আর পেন্সিলের মাধ্যমে কার্যক্রম করেছেন তাই যেন বেশি আশ্চর্য হলাম।

 7 months ago 

ধন্যবাদ আপনাকে

 7 months ago 

সবসময়ের মতো আজকেও খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। এই আর্টের মধ্যে খুবই ভালোভাবে আপনি হাতপাখা অংকন করেছেন। একইসাথে এখানে আপনি রঙ করার কারনে খুবই সুন্দর দেখা যাচ্ছে।

 7 months ago 

অনেক ধন্যবাদ।

 7 months ago 

ম্যান্ডেলার আর্টগুলোর সহজ হলেও নিখুঁতভাবে করতে অনেক সময় লাগে কারণ। এই আর্টগুলো নিখুঁতভাবে না করলে এত সুন্দর ভাবে ফুটে ওঠে না। আপনার আজকে হাত পাখার ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে ভিতরে কিছু কিছু অংশ লাল কালার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে।

 7 months ago 

ঠিক বলেছেন আপু,, ম্যান্ডেলা আর্টগুলো নিঁখুত ভাবে না করলে সুন্দর ভাবে ফুটে ওঠে না।

 7 months ago 

কি যে সুন্দর লাগছে আপনার হাত পাখার ম্যান্ডালা। খুবই সুন্দরভাবে এঁকেছেন। একেবারে সত্যিকারের হাতপাখার মতো হয়েছে।আর ভিতরের ডিজাইনগুলো জাস্ট অসাধারন।আর লাল রং ব্যবহার করায় আরও সুন্দর লাগছে।ধন্যবাদ আঁকার ধাপসহ উপস্থাপনের জন্য।

 7 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপু,, চমৎকার মন্তব্য করার জন্য।

 7 months ago 

আপনি তো বেশ চমৎকার হাতপাখার ম্যান্ডেলা আর্ট করেছেন। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো যখন সম্পন্ন আর্ট করা হয় তখন দেখতে বেশ ভালই লাগে। তবে আজকে আপনার ম্যান্ডেলা আর্ট একদম ভিন্ন রকম হয়েছে। বিশেষ করে লাল পেন এবং কালো পেন ব্যবহার করার কারণে দেখতে খুব সুন্দর লাগছে ম্যান্ডেলা আর্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে হাত পাখার ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

সুন্দর করে আর্টটি করার চেষ্টা করেছি, আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।

 7 months ago 

মান্ডেলা চিত্র দেখে সৌন্দর্য উপভোগ করতে আমার অনেক ভালো লাগে।
একটি হাত পাখার খুবই সুন্দর বান্ডেলা চিত্র প্রস্তুত করেছেন।
বিশেষ করে ছোট ছোট নকশা এবং কালার কম্বিনেশন টার জন্য সৌন্দর্য বহুবনে বেড়ে গিয়েছে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ম্যান্ডেলা আর্টের সৌন্দর্য উপভোগ করতে সত্যিই অনেক ভালো লাগে।

 7 months ago 

হাতপাখারী ম্যান্ডেলা চিত্র অংকনটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। এত সুন্দর একটি চিত্র অংকন শেয়ার করেছেন। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। আর চিত্র অংকন ধাপ গুলো দেখে আমিও খুব সহজেই শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করার চেষ্টা করবে ইনআশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার তৈরী ম্যান্ডেলা আর্ট দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58051.31
ETH 3136.86
USDT 1.00
SBD 2.44